নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

শপথ অনুষ্ঠানে থাকতে পারেননি মাহাথির কন্যা মারিনা

১২ ই মে, ২০১৮ সকাল ১১:৪১

বাবা-মায়ের সাথে মারিনা মাহাথির



পিতার আদুরে কন্যা মারিনা মাহাথির পিতার শেষ বারের মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ব্যাপারটি তার জন্য কষ্টেরও। কারণ তিনি মাহাথির এর প্রথম সন্তান। মারিনা মাহাথির ১৯৫৭ সালের ৯ই জুন জন্ম গ্রহণ করেন। তিনি এক জন সমাজ সেবী এবং লেখিকা।

১০ই জন ২০১৮ বৃহস্পতিবারটি ছিল তার জীবনের এক আবেগময় রাত। কেননা, সেই দিন তার পিতা ১৫ বছর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে আবারও শপথ নিচ্ছিলেন। কিন্তু পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানটি দেখার জন্য তিনি রাজপ্রাসাদে থাকতে পারেননি। কেননা, সে দিন রাত ৮ টার সময় তার বাংলাদেশে যাবার ফ্লাইট ছিল।

শেষ মুহূর্তে তিনি বাংলাদেশে না গিয়ে রাজপ্রাসাদের বাইরে অপেক্ষমান শত শত জনতার সাথে অংশ নেন। তিনি প্রাসাদের ভেতরে যেতে না পারলেও বাইরে মোবাইল ফোনে পিতার শপথ অনুষ্ঠান দেখেন।
রাজপ্রাসাদের বাইরে জনতার সাথে পিতার শপথ অনুষ্ঠান দেখছেন মারিনা মাহাথির

এ সময় আবেগে তাকে কাঁদতে দেখা যায়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ দুপুর ১২:০০

কাওসার চৌধুরী বলেছেন: ভাল লাগলো সাধারন মানুষের সাথে উনাকে মিশতে দেখে।

১২ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি পড়েছেন জেনে খুব ভালো লাগলো।

২| ১২ ই মে, ২০১৮ দুপুর ১:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো,উনাকে এভাবে সাধারণ মানুষের সাথে মিশতে দেখে।

১২ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান পিতার কন্যা। এমনই হবার কথা।

৩| ১২ ই মে, ২০১৮ দুপুর ২:৩৯

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ধন্যবাদ ভাই,জানানোর জন্য।

১২ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো থাকুন সব সময়।

৪| ১২ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: অন্য রকম পোষ্ট।
ভালো পোষ্ট।

১২ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি আমার খুব প্রিয় এক জন মানুষ। আপনি পড়লে খুব ভালো লাগে। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.