নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মালয়েশিয়ার ৭ম প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মুহামাদ
অবশেষে সকল জল্পনা-কল্পনা আর আশঙ্কার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার ৭ম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মালয়েশিয়ার কিংবদন্তী তুন ডাঃ মাহাথির মুহামাদ। আজ মালয়েশিয়া সময় রাত ৯টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট) কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় তিনি শপথ গ্রহণ করেন। আর এর মধ্যে দিয়ে তিনি ইতিহাস গড়লেন। আবার নতুন করে মাহাথির যুগে প্রবেশ করলো মালয়েশিয়া।
শপথ পাঠ করছেন মাহাথির
এর আগে ৪র্থ প্রধানমন্ত্রী হিসাবে তিনি ১৬ জুলাই ১৯৮১ সাল থেকে ৩১ শে অক্টোবর ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেন। পুনরায় আবার দেশের প্রয়োজনে তিনি নির্বাচনে অংশ নেন। ৯২ বছর বয়সী এই প্রধানমন্ত্রী বিশ্বের সব চেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড গড়েছেন।
মালয়েশিয়ার রাজা সুলতান মাহমুদ ৫ম মাহাথিরের হাতে শপথের নথি তুলে দিচ্ছেন।
বিশ্বের অন্যতম আলোচিত এই নেতা ১৯২৫ সালের ১০ ই জুলাই মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ কেদাহ-র আলোর সেতার শহরে জন্ম গ্রহণ করেন।
শপথ নিতে রাজপ্রাসাদের প্রবেশ পথে মাহাথির এর গাড়ী
১০ ই মে, ২০১৮ রাত ৮:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রোহিঙ্গা নিয়ে যাদের ভাবার তারাই ভাবছে না। রোগিঙ্গারা বার্মার নাগরিক। তাদের সম্পদ আছে। তাদের নাগরিককে দেখার দায়িত্ব তাদের থাকা উচিত।
২| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লোকটি আমার খুব প্রিয়। "দলের চেয়ে দেশকে বেশী ভালবাসতে হয়", সেটা তিনি দেখিয়েছেন।।
আমাদের এমন একজন মাহাথির দরকার।
১০ ই মে, ২০১৮ রাত ১১:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা সবাই মাহাথির চাই কিন্তু কেউ মাহাথির হতে চাই না
৩| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: মাহাথির অসাধারণ নেতা। মালয়েশিয়াকে তিনি উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন ।
১০ ই মে, ২০১৮ রাত ১১:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: He is a great leader of the world history
৪| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৪৯
হাফিজ বিন শামসী বলেছেন: দোয়া রইল মাহাথিরের জন্য। তাঁর উদ্দেশ্য যেন সফল হয়।
১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি এই বয়সেও অনেক স্মার্ট। তার প্লান তিনি বাস্তবায়নন করবেনই।
৫| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এগিয়ে যাক মালয়েশিয়া পরীক্ষিত সফল কান্ডারীর হাত ধরে।
১০ ই মে, ২০১৮ রাত ১১:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান নে তা । তার প্লান তিনি বাস্তবায়নন করবেনই।
৬| ১০ ই মে, ২০১৮ রাত ৯:১৫
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: কনগ্রেচুলেশন আমার স্বপ্নের নায়কে।।
১১ ই মে, ২০১৮ সকাল ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মতো অনেকেরই স্বপ্নের নায়ক তিনি। মহান নেতা।
৭| ১০ ই মে, ২০১৮ রাত ৯:১৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আহা ! মাহাথিরের শাসনব্যবস্থা আর জনপ্রিয়তা থেকে আমাদের দেশের কোন শাসক যদি কিছুটা শিক্ষাও নিতো !!!
মাহাথির মোহাম্মাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
১০ ই মে, ২০১৮ রাত ১১:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা অত খারাপ ছাত্র নই যে যার তার কাছে শিখবো। আমাদের নেত্রীরা কি কম মহান?
৮| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাহাথির মোহাম্মদের এবারের শাসনকাল আরও সফল হোক, এই কামনা করছি।
১০ ই মে, ২০১৮ রাত ১১:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি মাত্র দুই বছর ক্ষমতায় থাকবেন। তারপর আনোয়ার ইব্রাহীম প্রধানমন্ত্রী হবেন। এটাই জোটের সারমর্ম।
৯| ১১ ই মে, ২০১৮ রাত ১২:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: He took his oath of office before Yang di-Pertuan Agong Sultan Muhammad V at the Istana Negara at 9.57pm.
১০| ১১ ই মে, ২০১৮ রাত ১:০৪
প্রামানিক বলেছেন: মাহাথির দেশটাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছেন।
১১ ই মে, ২০১৮ সকাল ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আবারও এগিয়ে যাবে মালয়েশিয়া। তাদের সম্পদ আছে। নেতা আছেন। আমাদের কিছুই নেই।
১১| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:১৮
জাতির বোঝা বলেছেন: তার মতো নেতা সব দেশেই দরকার।
১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা আর দেশ প্রেম না থাকলে এমন নেতা পাওয়া কঠিন। সবাইকে তার মতো গুণাবলী অর্জন করতে হবে।
১২| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: এখন মাহাথিরের কাছে আমি চাইবো সে যেন আমাদের দেশ থেকে শ্রমিক নেয়।
১৩| ২২ শে মে, ২০১৮ রাত ৯:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার চাওয়া অন্য রকম। আমি চাইবো, আমাদের দেশের মানুষ যেন নিজ দেশে ই কাজ পায়। একটি পারিবারিক জীবন পায়। পরের দেশের কামলা জীবন ভালো না।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৮ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
ভালো হলো, মালয়েশিয়া আরো ভালো করবে। আশাকরি, কিছু রোহিংগা নিয়ে যাবেন।