নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আজ রাত সাড়ে নয়টায় শপথ নিবেন বিজয়ী মাহাথির

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩

নিজের ভোট দেবার আগে অমোচনীয় কালিতে আঙ্গুল ডুবানোর পর


মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় জোট নেতাদের সাথে মাহাথির


গতকাল ৯ মে বুধবার অনুষ্ঠিত মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। বিপুল ভোটে জয় লাভ করে আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির বিন মুহামাদ।

নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষিত হবার পর তিনি শপথ নেবার জন্য অপেক্ষা করছেন। আগেই ধারণা দেয়া হয়েছিল যে, আজ সকালে শপথ অনুষ্ঠান হবে। সর্বশেষ সবাই অপেক্ষা করছিলেন, যে বিকাল ৫ টায় শপথ হবে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জনাব মাহাথির তার জোট নেতাদের নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেন।

১৪ তম জাতীয় সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট সংসদে মোট ১১৩ টি আসনে জয় লাভ করে।
আগেই জানানো হয়েছে যে, ডাঃ মাহাথিরের জোট Pakatan Harapan(PPBM) জোটের প্রাপ্ত মোট আসন ১১৩ আসন, বিদায়ী প্রধানমন্ত্রী নাজিবের জোট Barisan Nasional(UMNO) পেয়েছে ৭৯ টি আসন, Gagasan Sejahtera(PAS) নামক ধর্ম ভিত্তিক জোট ১৮ টি ও অন্যান্যরা পেয়েছে ১২ টি আসন। পার্লামেন্টে মোট আসন ২২২ টি। সরকার গঠনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ১১২টি আসন ও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮ টি আসন প্রয়োজন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

তারেক_মাহমুদ বলেছেন: ভাবা যায় ৯২ বছর বয়সে প্রধান মন্ত্রী!!

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আর ক‌য়েক দিন প‌রে উ‌নি ৯৩ বছ‌রে পা রাখ‌বেন। উ‌নি একটা ই‌তিহাস সৃ‌ষ্টি কর‌লেন।

২| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের একজন রাজা ও রাজ-প্রাসাদ দরকার!

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রাসাদ না থাকতেই অ‌নে‌কে নি‌জে‌দের‌কে রাজা ম‌নে কর‌ছেন।

৩| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


সুক্ষ্ম কারচুপি ইত্যাদি হয়নি?

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভদ্র লো‌কে‌র দেশ। নেতারাও ভদ্র। তারা কার চু‌পি ক‌রেন না। ত‌বে ২০১৩ সা‌লের নির্বাচ‌নে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছিল প্রবাসী বাংলা‌দেশী শ্র‌মিকরা জাল ভোট দি‌য়ে‌ছে। যা প‌রে প্রমা‌ণিত হয়‌নি। গতকাল প্রবাসী শ্র‌মিকরা ছি‌লেন সতর্ক। বাই‌রে যাবার ব্যাপা‌রে।

৪| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: গতকাল মালয়েশিয়ায় ইতিহাস সৃষ্টি হলো। আর এই ইতিহাসের সাক্ষী হয়ে রইলো লাখো প্রবাসী বাংলাদেশি। ৯২ বছর বয়সী মানুষ বিশ্ববাসীকে দেখালেন ভেলকি!তিনি আর কেউ নয়, তিনি হলে দক্ষিণ এশিয়ার অন্যতম সফল মহান রাষ্ট্রনায়ক।আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা, আধুনিক মালয়েশিয়ার রূপকার, এবং মুসলিম বিশ্বের বিবেক ডা. মাহাথির মোহাম্মদ।কনগ্রেচুলেশন আমার স্বপ্নের নায়কে।।

১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপ‌নি অ‌নে‌কের ম‌নের আ‌বে‌গের কথা‌টি ব‌লে‌ছেন। আস‌লেই তাই।

৫| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


@সামছুল মালয়েশিয়া প্রবাসী ,

বাংগালীদের কাজকর্ম থাকযবে তো? নাকি স্বপ্নের নায়ক একদিন দু:স্বপ্নের কারণ হবেন?

১০ ই মে, ২০১৮ রাত ৮:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার তা মনে হয় না। তিনি বিচক্ষণ মানুষ। তাছাড়া তিনি বাংলাদেশকে ভালো চোখেই দেখেন। প্রোটন গাড়ীর কারখানা বাংলাদেশে হচ্ছে মাহাথিরের ইচ্ছায়। উনার শ্রমিক লাগবে। মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকদের রক্ত আর ঘামে গড়া।

৬| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সেলিম আনোয়ার বলেছেন: তিনি ছিলেন এখন নাই
উন্নয়নের গতিতে ভাটা
দেশের অর্থনীতিও মুখ থুবড়ে
পড়েছে তাই
থাকলে তিনি কি আর
এমন হতো?
উন্নয়নের জোয়ারে দেশ
ভেসে যেতো।
এমন কথা চলছিল মালয়েশিয়ায়
অতঃপর এতদিনে আসলেন তিনি
নতুন দলের কান্ডারী হয়ে
পরাজয় মানায় না তাঁর নামের সাথে
সেই কথাটি প্রমাণ হলো
নতুন এক রেকর্ড গড়ে
বিজয় তার সূচিত হলো
মাহাথির আবারো নেতা
বৃদ্ধ বয়সে এসেও তিনি
এখনো সবার সেরা।
মাহাথির তোমার তুল্য নেতা
পৃথিবীতে একটিও নাই।
............................
মালয়েশিয়ায় শিক্ষালাভের সময় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখলাম কবিতা ।

১০ ই মে, ২০১৮ রাত ৮:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ আপনার লেখনী। তুলনা নাই।

৭| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের মানুষের জন্য যে পরিমান সুযোগ মাহাথির দিয়েছেন তাতে এদেশবাসীর তারপ্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ ।

১০ ই মে, ২০১৮ রাত ৮:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি মহান মানুষ। তার কাছে আমাদের প্রত্যাশা অনেক।

৮| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

কাওসার চৌধুরী বলেছেন: স্যালুট মাহাথিরকে। উনার মতো প্রকৃত দেশপ্রেমিক নেতার বড়ই প্রয়োজন এই দেশে।

১০ ই মে, ২০১৮ রাত ১১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: You are right, Boss.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.