নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
( লঙ্কাবি দ্বীপের ঈগল স্কোয়ার। এটা ফেরি ঘাটের পাশেই ।
আগামী ৯ মে অনুষ্ঠিতব্য মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনের প্রধান আকর্ষণ সাবেক প্রধানমন্ত্রী ৯২ বছর বয়সী ডঃ মাহাথির মুহামাদের অংশগ্রহণ। সাবেক এই প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পর্যটন দ্বীপ লঙ্কাবি আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
লঙ্কাবি দ্বীপে একটি মাত্র আসন । আসনটি P004 LANGKAWI নামে পরিচিত। এখানে মোট তিন জন প্রার্থী আছেন।
ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল এর Nawawi Ahmad, বিরোধী জোট Pakatan Harapan এর প্রার্থী Dr Mahathir Mohamad এবং Gagasan Sejahtera এর Zubir Ahmad.
বিগত ২০১৩ সালের নির্বাচনে এখানে ২১,৪০৭ ভোট পেয়ে Nawawi Ahmad বিজয়ী হন। তিনি মোট ভোটের ৬৭.২% পান।
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এমনিতেই মনে হল সবাইকে জানাই। কারণ লঙ্কাবিতে ঝাকে ঝাকে বাংলাদেশী আসে বেড়াতে।
২| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮
আবু আফিয়া বলেছেন: অবগত করানোর জন্য ধন্যবাদ
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮
সৈয়দ তাজুল বলেছেন: উনি ইসলামি রুল ভঙ্গ করছেন।
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইসলামি রুলটা কী?
৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬
আখেনাটেন বলেছেন: এই ননাজেনারিয়ান শ্রদ্ধেয় ব্যক্তি আবার মাঠে না নামলেও পারতেন।
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সময়ের প্রয়োজনে বিবেক কথা বলে। উনি এখানে জাতির বিবেক।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮
কাওসার চৌধুরী বলেছেন: মাহাথির কেন ৯২ বছর বয়সে ভোটে দাঁড়ালেন বুঝতেছি না। তবে মালয়েশিয়ার এ পর্যন্ত উন্নয়নে উনার অবদান ব্যাপক। স্যালুট এ নেতাকে।
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সময়ের প্রয়োজনে জাতীয় পরিস্থিরি কারণে তিনি আজ তার সাবেক দলের বিরুদ্ধে নির্বাচন করছেন। এটা তার একটা প্রতিবাদ।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: জানলাম।
ধন্যবাদ আপনাকে।
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানার জন্য ধন্যবাদ।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
উনার জিতার সম্ভাবনা কেমন?
চীনা কেন্ডিডেটদের সংখ্যা কেমন?
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা উনার নিজের এলাকা। উনি কেদাহ প্রদেশের মানুষ তাই উনি জিততে পারেন। কিন্তু উনার জোট না জিতলে তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে উনি জিতলে মালয়েশিয়াতে ব্যাপক পরিবর্তন আসবে।
রাজনীতিতে মালয়রা এগিয়ে। সেই তুলনায় চীনা ও তামিল প্রার্থী অনেক কম।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬
সনেট কবি বলেছেন: কৌতুহল উদ্দিপক সংবাদ। দেখা যাক কি হয়।
০১ লা মে, ২০১৮ ভোর ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ৯ মে ভোট হবে। সেই দিনের অপেক্ষায়।
৯| ০১ লা মে, ২০১৮ সকাল ৭:১১
সৈয়দ তাজুল বলেছেন: আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের নবীজি (সা)কে ৪০ বছর বয়সে নবুয়ত দিয়ে ছিলেন এবং ৬৩ বছর বয়সে লোকান্তরিত করার মাধ্যমে নবুয়ত তুলে নেন। এর দ্বারা নেতৃত্বের সময় সীমা প্রকাশ্যভাবে প্রমাণিত। কারো উচিত না ৪০ বছরের পূর্বে নেতৃত্ব গ্রহণ করা এবং ৬৩ বছরের পরও তা গ্রহণ করা।
ধন্যবাদ।
০১ লা মে, ২০১৮ সকাল ১১:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এ ব্যাপারে কোন সহিহ হাদিস কিংবা কোরানের কোন আয়াত আপনার কাছে থাকলে তা পেশ করতে পারেন। মনগড়া কোন কথা তো প্রতিষ্ঠিত সত্য হতে পারে না। প্রমাণ দরকার।
১০| ০১ লা মে, ২০১৮ সকাল ৭:৪৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ। তাঁর নেতৃতেই মালয়েশিয়া আজ এতদূর পৌছাতে সক্ষম হয়েছে। উনার মত উন্নয়ন বান্ধব নেতা প্রতিটা উন্নয়নশীল দেশে প্রয়োজন।
আমার মনে হয় মালয়েশিয়ার জনগন মাহাথিরকে ভুলে যায় নি এখনও।
০১ লা মে, ২০১৮ সকাল ১১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেটাই। তবে ৯ মে র নির্বাচনের পর বুঝা যাবে।
১১| ০১ লা মে, ২০১৮ সকাল ৭:৫৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
এখান থেকে বুঝা যায়, আমাদের দেশের নেতাদের পার্থক্য।
০১ লা মে, ২০১৮ সকাল ১১:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি ছিলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় প্রধানমমন্ত্রী সরকার প্রধান আর রাজা হলেন রাষ্ট্রপ্রধান।
১২| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:১১
সৈয়দ তাজুল বলেছেন: হা হা হা হা হা হা হা হা, আমি কোন আয়াত বা হাদিসের কথা বলিনি সাজ্জাদ ভাই! আমি বলছি লোকিয়ে থাকা রহস্যের কথা। যা আমরা ভাবি না, নিজের সুযোগ হারানোর ভয়ে।
০১ লা মে, ২০১৮ সকাল ১১:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মাঝে আবেগ আছে। আপনাকে দিয়ে হবে।
১৩| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৪৫
শামচুল হক বলেছেন: মাহাথির পাশ করবে
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি পাশ করলে তো হবে না, উনার দল বা জোটকেও পাশ করতে হবে। তবেই না ক্ষমতা।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
তারেক_মাহমুদ বলেছেন: জানলাম