নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার রাজা আর সুলতানগণ

১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫


মালয়েশিয়ার বর্তমান রাজা Muhammad V of Kelantan

মালয়েশিয়া দেশটি একটু অন্যরকম। এখানে এখনো সুলতান প্রথা আছে। আছে রাজা।
মালয়েশিয়া আসলে একটি ফেডারেশন। তেরটি রাজ্য ও তিনটি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে ফেডারেশন অব মালয়েশিয়া গঠিত।
প্রাচীন কালের মতোই রাজ্যগুলোতে এখনো সুলতানরা আছেন। আর ফেডারেশনের জন্য আছেন রাজা। এই রাজা আবার নির্বাচিত হন সুলতানদের মধ্যে থেকেই। সুলতানদের মাঝখান থেকে রাজা নির্বাচিত হন বলে একই সুলতানের একাধিক বার রাজা হবার সম্ভাবনা থাকে। যেমন কেদার সুলতান আব্দুল হালিম দুই বার রাজা নির্বাচিত হয়েছিলেন। ১৯৭০ সালে তিনি মালয়েশিয়ার ৫ম রাজা নির্বাচিত হন। আবার ২০১১ সালে তিনি ১৪ তম রাজা হন। তিনি ২০১৭ সালে মারা যান।

কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার রাজার প্রাসাদ Istana Negara


তেরটি রাজ্যে তের জন্য সুলতান আছেন। রাজ্যের সকার চালান মূখ্যমন্ত্রীরা। মুখ্য মন্ত্রীকে এখানে বলে Menteri Besar. আর ফেডারেল সরকারের প্রধানকে বলে - Perdana Menteri.


মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক।

প্রশাসনিক রাজধানী পুত্রজায়া নগরীতে অবস্থিত প্রধানমন্ত্রীর অফিস

মালয়েশিয়াতে রাজাকে বলা হয় Yang di-Pertuan Agong. তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান। মালয়েশিয়ার বর্তমান রাজা Muhammad V of Kelantan ২০১৬ সালের ডিসেম্বর মাসে ১৩ তারিখে নির্বাচিত হন। তিনি কেলানতান রাজ্যের সুলতান ছিলেন।

মালয়েশিয়ার রাজগুলো হচ্ছেঃ ১। জহর ২। কেদাহ ৩। কেলানতান ৪। মালাক্কা ৫। নেগেরি সেম্বিলান ৬। পাহাং ৭। পেনাং ৮। পেরাক ৯। পারলিস ১০। সাবাহ ১১। সারাওয়াক ১২। সেলাংগর ১৩। তেরেংগানু

কেন্দ্রশাসিত (Federal Territory) অঞ্চলগুলো হচ্ছেঃ ১। কুয়ালালামপুর ২। পুত্রজায়া ৩। লাবুয়ান।

মালয়েশিয়াতে কোন সরকারী অফিসে রাজা, রাণী, প্রধানমন্ত্রী, সুলতান, সুলতানা, প্রধানমন্ত্র ও মুখ্যমন্ত্রীর ছবি দেয়ালে টানাতে হয়। সেই দিক থেকে প্রচুর ছবির সমহার এখানে।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

সনেট কবি বলেছেন: সুন্দর পোষ্ট

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখা আমার ভালো লাগে। বিনাখরচে ( ইন্টারনেটের খরচ বাদ দিলে) এমন ভালো লেখা পড়তে পারা খুবই একটি ভালো ব্যাপার।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ওদের দেশ প্রেম আছে, আমাদের নেই।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশ প্রেম আমাদেরও আছে। তবে আমাদের মাঝে সততা আর দায়িত্ববোধের বড় অভাব। তবে এই অভাব চিরদিন থাকবে না। এক দিন নতুন প্রজন্ম এসে সব খারাপী ঝেটিয়ে বিদায় করবে। কেবল ভালো জিনিসই তখন থাকবে। সেই দিনের প্রতীক্ষায় আছি।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে একসময় রাজা আর সুলতান ছিল।

পোষ্ট টি ভালো লাগলো। নতুন একটি বিষয় জানলাম।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজা থাকা খুবই একটি ভালো ব্যাপার। এক জন মুরুববী পাওয়া যায়। পৃথিবীতে মুরুব্বী মানে তো বট বৃক্ষ।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

আবদুল মমিন বলেছেন: রাজীব নুর বলেছেন: আমাদের দেশে একসময় রাজা আর সুলতান ছিল। [/sb
আমাদের দেশে এখন ও রানী আছে তবে রাজা যে কেডা সেইটা ই ঠিক করতে পারতেছিনা ,রাজপুত ও আছে । তাদের আবার ডুপ্লিকেট ও আছে তাই সারা বছর খালি কামড়া কামড়ি করে ।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক দিন নতুন প্রজন্ম এসে সব ঠিক করে দেবে। তারা আসবে। তখন সবই হবে কেবল ভালো। তাদেরকে আসতেই হবে এই বাংলায়।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: জানা হল

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি ও জানতে চাই। কিন্তু সময় পাই না বলে পড়াশোনা করতে পারি না। প্রচুর পড়তে চাই। বইও তেমন পাই না।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



ভালো তথ্য দিয়েছেন। বাংলার মানুষের দুর্ভাগ্য, মালয়েশিয়া বাংগালীদের জন্য চাকুরী-দাতা, সেজন্য তাদের বিষয়ে তথ্য আমাদের জন্য প্রয়োজনীয় ।

ব্যবসা বাণিজ্যের মালিকেরা কোন শ্রেণীর বেশী, চায়নিজ, নাকি অন্যেরা?


১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্যবসা-বাণিজ্যের মূল মালিক চায়নিজরা। এখানে যদি কখনো আসেন ( যারা আমেরিকা প্রবাসী ভালো মানুষ তারা আসবে না) দেখবেন মালয়রা কেবল খোলা রাস্তায় ভাতের হোটেল দিয়ে বসে আছে। এইটুকুই তাদের ব্যবসা। বড় বড় বাণিজ্য সব চায়নিজদের।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

শামচুল হক বলেছেন: সুন্দর পোষ্ট।

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি পড়েছেন জেনে খুশী হলাম।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ব্যবসা বাণিজ্য করছেন?

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাঙ্গালীরা কেউ কেউ বিয়ে শাদি করে ব্যবসা করছেন। তবে বেশীর ভাগ ক্ষমতাবান বাঙ্গালী দেশের টাকা এনে সেকেন্ড হোম করছেন যেটা বিস্তারিত জানলে আপনি রেগে যেতে পারেন।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

ক্স বলেছেন: মালয়েশিয়ার রাজতন্ত্রে অটোমান তুর্কীদের বিরাট অবদান আছে - এ সম্পর্কে কিছু জানেন কি?

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সময় পেলে এদেশের ইতিহাস পড়তে চেষ্টা করবো। কিন্তু সমস্যা হলো সময় পাই না। এছাড়া বই পত্র কেনার মতো অত টাকাও আমার নেই। বইয়ের অনেক দাম।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজা থাকা খুবই একটি ভালো ব্যাপার। এক জন মুরুববী পাওয়া যায়। পৃথিবীতে মুরুব্বী মানে তো বট বৃক্ষ।


ভালো বলেছেন।

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সংসারে যাদের বাবা মা নেই তারা জানে মুরুব্বী কি জিনিস। বট বৃক্ষ কি জিনিস। ছাতা কি জিনিস।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

পাকাচুল বলেছেন: ছোট খাট একটা প্রদেশেরা রাজা হতে পারলেও মন্দ হতো না।

২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গ্রামের একটা মেম্বার হতে পারলেও খারাপ না। আর প্রদেশের রাজা বা সুলকান নতুন করে হবার জো নেই। কেননা, ইহা বংশগত। অর্থাৎ বাপ যদি রাজা হয় তাহলেই চেলে রাজা হতে পারবে। এটাই একমাত্র যোগ্যতা। সেই বিবেচনায় আপনার আর আমার মাঝে একটি মিল আছে। আপনি বিংবা আমি কেউ ই কোন দিন রাজা হতে পারবো না। তবে চেয়ারম্যান কিংবা মেম্বার হবার চেষ্টা করে দেখা যেতে পারে।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন: মালয়েশিয়ার রাজা আর সুলতানগণ ওনার সমন্ধে জানা ছিল না...


পড়লাম জেনে ভাল লাগলো ।ধন্যবাদ ভাই।

২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই দেশের রাজাগণ খুব ভদ্র। কখনো কোন পত্রিকায় তাদের সম্পর্কে কোন খবর ছাপা হতে দেখা যায় না। এরা অনেক নীরব থাকেন।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

পাকাচুল বলেছেন: আমার মায়ের দাদার তালুক ছিল ব্রিটিশ আমলে। তালুক মানে কিছু পাহাড়, জমি সহ একেবারে দীর্ঘমেয়াদী ইজারা নিয়েছিল। অনেকটা জমিদারী টাইপের। হাতি পালত ঐ তালুকে।

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি জমিদার কিংবা তালুকদার বংশের ছেলে। এটা খুবই আনন্দের ব্যাপার। জামালপুরের এক তালুকদার বংশের ছেলে এক সময় বিএনপির মহাসচিব ছিলেন।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০

সৈয়দ তাজুল বলেছেন: তাদের অবস্থান দেখে মনে হয় তারা ধার্মিক?

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধার্মিক মানুষ পৃথিবীর সব খানেই আছে । আবার অধার্মিক মানুষও আছে। তবে এই যুগে ধর্ম নিয়ে উন্মাদনা না দেখিয়ে উদারতা বেশী দেখানো উচিত। যার যার ধর্ম তার তার।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১

সৈয়দ তাজুল বলেছেন: তাদের বাসস্থান অনেকটা তাদের ধর্মিয় আশ্রমের সাথে সাদৃশ্যপপূর্ণ।

২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতে পারে। তবে আমি এই বিষয়টি নিয়ে ভেবে দেখিনি।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পোস্ট
+++

২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.