নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মেয়াদ শেষ হবার প্রায় ২ মাস আগেই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাক(Datuk Seri Najib Tun Razak) । শুক্রবার (০৬ এপ্রিল ২০১৮) এক টেলিভিশন বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। আগামীকাল শনিবার ( ০৭ এপ্রিল ২০১৮) তারিখ থেকে বিলুপ্তির আদেশ কার্যকর হবে। তার এ ঘোষণার মাধ্যমে ১৪ তম সাধারণ নির্বাচনের ( যা GE14 নামে পরিচিত) পথ সুগম হলো।
এর আগে তিনি এ ব্যাপারে মালয়েশিয়ার রাজা Yang di-Pertuan Agong Sultan Muhammad V এর সাথে তার প্রাসাদে দেখা করে পার্লামেন্ট বিলুপ্তির ব্যাপারে রাজার সম্মতি নেন।
পার্লামেন্ট ভেঙ্গে দেবার ফলে আগামী দুই মাসের মধ্যে মালয়েশিয়াতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বারের নির্বাচনে সব চেয়ে বড় আকর্ষণ সাবেক প্রধানমন্ত্রী ডঃ মাহাথির বিন মুহামাদ। তিনি ৯২ বছর বয়সে আবার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বলে ঘোষণা দিয়েছে। তাই এ বারের নির্বাচন সবার কাছে খুব আগ্রহের বিষয় হবে ।
বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি মাহাথিরের চ্যালেঞ্জ রয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীগণঃ
১৯৫৭ সালে বৃটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা হলেনঃ
১। টুঙ্কু আব্দুল রহমান(Tunku Abdul Rahman) (জন্ম 1903– মৃত্যু 1990)। কার্যকাল ৩১ আগস্ট ১৯৫৭ থেকে ২২ সেপ্টেম্বর ১৯৭০ সাল
২। আব্দুল রাজাক হোসেন (Abdul Razak Hussein ) ( জন্ম 1922–মৃত্যু 1976)। কার্যকাল ২২ সেপ্টেম্বর ১৯৭০ থেকে ১৪ জানুয়ারি ১৯৭৬ পর্যন্ত।
৩। তুন হোসেন অন (Hussein Onn ) (জন্ম 1922– মৃত্যু 1990)। কার্যকাল ১৪ জানুয়ারি ১৯৭৬ সাল থেকে ১৬ জুলাই ১৯৮১ পর্যন্ত।
৪। তুন মাহাথির মুহামাদ (Mahathir Mohamad) ( জন্ম ১৯২৫ সালে) । কার্যকাল ১৬ জুলাই ১৯৮১ সাল থেকে ৩১ অক্টোবর ২০০৩ সাল পর্যন্ত।
৫। আব্দুল্লাহ আহমাদ বাদাবী (Abdullah Ahmad Badawi) ( জন্ম ১৯৩৯ সালে)। কার্যকাল ৩১ অক্টোবর ২০০৩ সাল থেকে ০৩ এপ্রিল ২০০৯ পর্যন্ত।
৬। তুন নাজিব রাজাক (Najib Razak) ( জন্ম ১৫৩ সালে) । কার্যকাল- ০৩ এপ্রিল ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হা। তিনি ঘোষণা করেছেন দুর্নীতিবাজ সরকারকে পরাজিত করে সততা ফিরিয়ে আনবেন। তবে তিনি কতটা সফল হবেন সেটা বলা কঠিন। কারণ তার বয়স হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নাজিব তার নিজের আগের দলেরই লোক।
২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো তথ্য গুলো জানতে পেরে । ধন্যবাদ
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। পোস্ট দিতে চেয়েছিলাম মালয়েশিয়ার রাজা বাদশা নিয়ে আর পোস্ট দিলাম পার্লামেন্ট ভাঙ্গা নিয়ে। আফসোস।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
উনার জয়ী হওয়ার সম্ভাবনা কম।
২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার জয়ী হবার সম্ভাবনা একবারে যে কম তা নয়। উনার জনপ্রিয়তা অনেক।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মালয়েশিয়াতে রাজাও আছে !
০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হা মালয়েশিয়াতে রাজা আছেন। তবে তিনি আজীবন রাজা থাকেন না। তিনি নির্বাচিত হন।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
প্রামানিক বলেছেন: মাহাথির নির্দ্বিধায় পাশ করবে।
০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারা দল নতুন। তিনি আবার বিরোধী দলের সাথে নির্বাচন করতে যাচেছন। তবে পাসের ব্যাপারে বলা মুশকিল। কারণ ক্ষমতাসীন দল খুবই শক্তিশালী।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।
০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্ট সব সময়ই পড়ি। আপনার লেখার হাত ভালো।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে
০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব জায়গায় পরিবর্তন দরকার। তানাহলে নতুন কিছু আশা করা যায় না।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
মাহাথির কি ভোটে অংশ নেবেন?