নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমি মালয়েশিয়াতে আছি প্রায় সাড়ে চার বছর। এখানে অনেক ভালো লাগা আর মন্দ লাগার অভিজ্ঞতা আমার আছে। মন্দ লাগার বিষয় গুলো আপাতত মনে রেখে ভালো লাগার একটি বিষয় বলতে চাই।
এটি মালয়েশিয়ার ফিক্সড ল্যান্ড লাইন ফোন সেবা নিয়ে।
টেলিকম মালয়েশিয়া (T M) বাংলাদেশে টিএন্ডটির মতো একটি কোম্পানী। কিন্তু এর সেবার মান খুবই ভালো। এতোই ভালো যে, সবারই ভালো লাগবে।
আমি কুয়ালালামপুরে আসার পর TM এর একটি প্যাকেজ Unifi এর একটি প্যাকেজ নিলাম যার মাসিক বিল RM 149. এই প্যাকেজ থেকে যে সুবিধা পাওয়া যেত তা হলোঃ
Unlimited Download
Download Speed 10Mbps
Upload Speed 5Mbps
Free 600 Minutes Call ( সারা দেশের সব ল্যান্ড ফোনে কল দেয়া যায়।)
Free TM Fix Line Call
Mobile Rate: 10 sen/min
Free Hypptv Everywhere ( এতো ফোন সার্ভিস ব্যবহার করে টেলিভিশনে অনেক গুলো চ্যানেল বিনামূল্যে দেখার সু্বিধা থাকে। যা খুবই ব্যবহৃত একটি মাধ্যম।)
পরবর্তীতে সরকার ৬ % GST যুক্ত করায় মাসিক বিল আসছে RM 158. তারপরও শান্তি । কারণ ইতোমধ্যে TM থেকে কল করে জানানো হয়েছে যে, আমার প্যাকেজের স্পিড তিন গুণ করে দেয়া হচ্ছে। কিন্তু এর জন্য অতিরিক্ত কোন বিল নেয়া হবে না। সব চেয়ে আশ্চর্য হবার মতো ব্যাপার হলোঃ কর্তৃপক্ষ আমার ডিসেম্বর মাসের বিল হিসাবে ধরেছে মাত্র ৪৫ সেন্ট। চার বছর এক নাগারে ব্যবহার করার উপহার এটা।
এটা দেখে আমার মনে হয়- এক সময় ঢাকা শহরের অনেকের বাড়িতেই টিএন্ডটির টেলিফোন সংযোগ ছিল। মোবাইল ফোন আসাতে এখন মনে হয় কেউ আর টিন্ডটি খুব একটা ব্যবহার করে না। অথছ এর সার্ভিস আকর্ষণীয় করা সম্ভব।
আমি যখন শ্রীলংকাতে থাকতাম তখন Sri Lanka Telecom (SLT) – থেকেও প্রায় একই রকম সেবা পেতাম। তবে শ্রীলঙ্কা টেলিকমের বিল টেলিকম মালয়েশিয়ার বিলের চেয়ে অনেক কম ছিল।
আমার একটি আর্জিঃ
এই ধরনের সার্ভিস বাংলাদেশে চালু রাখতে পারলে সাধারণ জনগণ একটু কম খরচে ভালেঅ ইন্টারনেট সেবা, টেলিকম সেবা ও টিভি বিনোদন উপভোগ করতে পারে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যৌতুক ভালো জিনিস । তবে নেয়া উচিত না। দেয়া উচিত।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১
কালীদাস বলেছেন: এধরণের প্যাকেজ ডেভেলপড দেশগুলোতে খুবই কমন, মালয়েশিয়ায় আছে সেটা আজই জানলাম। বাংলাদেশে টিএন্ডটি তো প্রায় লাটে ওঠার দশা। ল্যান্ডফোনের কানেকশন অফিসগুলো ছাড়া কেউই নেয় না হয়রানির কারণে। টেলিটক যখন প্রথম ছাড়ে, মুটামুটি সব মোবাইল ইউজারেরই ইচ্ছা ছিল সুইচ করার, ১৫০০ টাকার গ্রামীণ/বাংলা লিংকের জায়গায় ১০,০০০ টাকার সিম কিনতেও মানুষ লাইন ধরেছিল তখন। এখনও টেলিটকের রেট সবচেয়ে কম। কেবল মার্কেটিং এর দুর্বল নীতির জন্য চলল না জিনিষটা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: টেলিটকের সিম কিনতে কি যে কঠোর পরিশ্রম করেছিলাম। কিন্তু তারা আমাদেরকে হতাশ করেছে। তবে তারা চাইলেই কিন্তু সবার চেয়ে সেরা সেবা দিতে পারে। কিন্তু দেবে না।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১০
প্রামানিক বলেছেন: ভালো প্রস্তাব কিন্তু বাংলাদেশে হয়তো হবে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ নিয়ে আমাদের আশাবাদী হওয়া দরকার। এটা আমাদের নিজের দেশ।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭
নতুন বলেছেন: একবার নেটের লাইনে সমস্যার জন্য কম্প্লেন করেছিলাম..... পরদিন ঠিক করে দিয়েছিলো...
তার পরে ফোন করে ফলোআপও করেছে সব কিছু ঠিক আছে কিনা...
আমাদের দেশের টেলিফোন কম্পানির কোন ভালো নেতা নাই... আর যদি কাজ না করে বেতন পাওয়া যায় তবে কেন কাজ করবেন তেনারা?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: টিএন্ডটি দেশে সব চেয়ে লাভজনক কোম্পানী হতে পারে। তাদের সবই আছে। কেবল জনগণকে ভাল অফার দিলেই কোটি কোটি টাকা রাজস্ব অর্জন করতে পারে।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: এক সময় টি এন্ড টি তে নতুন সংযোগ পাওয়ার জন্য মাসের পর মাস ঘুরতে হতো। অনেক দেনদরবার করতে হতো।
আর এখন তারা সাইনবোর্ড ঝুলিয়ে রাখে - তিন দিনে নতুন সংযোগ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিছু সুবিধা্ দিলে টিএন্ডটির চেয়ে ভাল সার্ভিস কোন কোম্পানীই দিতে পারবে না। বিদেশে তো দেখি। আমাদের দেশে কেন করে না বুঝি না।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনি পড়ছেন, নাকি কাজ করছেন ওখানে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি কাজ করছি এখানে।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
শামচুল হক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়া থেকে বাংলাদেশে অনেক কম খরচে কল করা যায়। এমন কি মালয়েশিয়ার ভেতরে মোবাইলে কল করতে যে খরচ তার চেয়ে তিন ভাগের এক ভাগ খরচে বাংলাদেশে কল করা যায়। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কল দিলে অনেক টাকা কাটে।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
রিএ্যাক্ট বিডি বলেছেন: JouTuk (যৌতুক নিমুই) | New Bangla Social Awareness Video 2018 | Team Rohitpur