নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এই সব কমিটির কাজটা কি

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

অনেক অনেক আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম- উঠতি বয়সের যারা নতুন বিড়ি খাওয়া শুরু করেছে তারা বিড়ি খাচ্ছে লুকিয়ে। খাওয়ার সময় কোন মুরুব্বি ধরনের কেউ এসে পড়লে দ্রুত লুকিয়ে ফেলছে। লুকাতে না পারলে সদ্য আগুণ ধরানো ঝকঝকে বিড়িটির মায়া ত্যাগ করে ছুড়ে ফেলে দিচ্ছে।
সেই সময়ে একটি স্টিকার পেয়েছিলাম যাতে লেখা ছিলঃ বিড়ি খাবি খা, মারা যাবি যা।

এর কারণ কি?
এর কারণ ছিলো সেই সময় জুনিয়ররা সিনিয়রদেরকে সম্মান করত। কেবল যে বিড়ি খাবার সময়ই এ সম্মান তা কিন্তু না। প্রতিটি কাজে, আচার আচরণে এই সম্মান ফুটিয়ে তুলত।
একুশ শতকে আসার পর পরস্পর সম্মান জানানোর ব্যাপারটি মনে হয় খুব কমে গেছে। কিন্তু হওয়া তো উচিত এর উল্টো। কারণ মানুষ যত উন্নত হবে , সে ততই সভ্য হবে। বিনয়ী হবে। আমাদের মাঝ থেকে বিনয় নামক গুণটি ক্রমেই যেন কমে যাচ্ছে। অথচ এটা হবার কথা না।

হতে পারে রাজনীতি এর একটা কারণ। দেশের প্রতিটি অঞ্চলে এখন রাজনৈতিক দলের কমিটি আছে। সেই কমিটিতে যারা থাকে তারা নিজেদেরকে রাজা বাদশা বলে মনে করে। ফলে তাদের কাছে বিনয়, আদব কায়দা বেশী আশা করা বোকামী হতে পারে।

আচ্ছা, রাজনৈতিক দলের এই সব কমিটির কাজটা কি? যেমন ধরেন – আমার খুব কাছের এক জন মানুষ তিনি এলাকার একটি কমিটির নেতা। তারা কমিটির নাম “ বাংলাদেশ স্বেচ্ছাসেবক ----, --- শাখা”। তার মানে কি তারা স্বেচ্ছায় মানুষের সেবা করে বেড়ান। নাকি মানুষকে তাদের সেবা করতে বাধ্য করেন। তার দলীয় পদটি হচ্ছে শিক্ষা ও গবেষণা সম্পাদক। বুঝি না তিনি কি শিক্ষার কাজ করেন । আর তার গবেষণাটিই কি নিয়ে।

বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

বিদেশে কামলা খাটি বলেছেন: তারা তো স্বেচ্ছায় সেবা করে বেড়ায়। যেন তারা এ যুগের হাজি মোহসীন। বেটাদের চড়ানো দরকার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানি না। তবে হলেও হতে পারে। কত কিছুই তো হয়।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগের গবেষনা হলো, কিভাবে চাঁদা তোলা যায়? অর্থাৎ এরা মাফিয়া

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইহারা স্বেচ্ছায় কি সেবা করে বুঝি না।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

নূর-ই-হাফসা বলেছেন: ওনারা নামেই স্বেচ্ছাসেবক । অন্য দের সেবা না করে নিজেদের লোকের সেবায় নিয়োজিত বলা চলে ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পদ বড় কঠিন জিনিস। পদের জন্য দল উপদল বানানো হয়।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


বেয়াদবের কোন দল থাকে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার আগে প্রয়োজন সততা।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১১

তারেক_মাহমুদ বলেছেন: এগুলি হচ্ছে পরগাছা সংগঠন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ব্যানারে এরকম শত পরগাছার জন্য হয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা ছাড়া যারা ধান্ধা বাজির আশায় সংগঠন করে তারা খারাপ মানুষ।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

আবু তালেব শেখ বলেছেন: তেলবাজিতে ওস্তাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধান্ধাবাজি ছাড়া কেউ কোন দলে যোগ দেয় না। তাদের মাঝে সততার অভাব প্রকট।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: আপনাদের সবার সাথে সহমত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হৃদয়ে সততাকে ধারণ করা প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.