নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমাদের পাশের উপজেলা নবাবগঞ্জের এক জন কবি মশা নিয়ে একটি কবিতা লিখেছিলেন। কবিতাটির একটি লাইন আমার মনে আছেঃ মশা একটি তুচ্ছ প্রাণী/অথচ কি আশ্চর্য দাপট তার।
মশা একটি তুচ্ছ প্রাণী হলেও এর অর্থনৈতিক গুরুত্ব অনেক। আমাদের জাতীয় অর্থনীতিকে মশার অবদান সীমাহীন। এ অবদানকে কোন ভাবেই অস্বীকার করা যাবে না। যায় না। মহান তার অবদান।
নিচে মশার কিছু অর্থনৈতিক অবদান বা গুরুত্ব সংক্ষেপে তুলে ধরা হলোঃ
১। টেকস্টাইল শিল্পেঃ
মশা একটি মজার প্রাণী। যার ভয়ে মানুষ জালের ভেতর লুকিয়ে ঘুমায়। বাংলাদেশের টেক্সটাইল শিল্পে মশার অনেক অবদান। মশারী ব্যবহার করে না বাংলাদেশেএমন পরিবার খুঁজে পাওয়া কঠিন। কেবল মাত্র যারা রাজপথে ঘুমায় তাদের সম্ভবতঃ কোন মশারী নেই। তাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য কত কোটি মশারী লাগে তার হিসাব করতে গেলে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তবে সাম্প্রতিক সময়ে স্মার্ট মশারী বাজারে এলে মানুষের উপকার হতে পারে।
প্রতিটি মশারীর বাজার মূল্য যদি ৫০০ টাকাও ধরা হয় তাহলে কত কোটি টাকার অর্থনৈতিক অবদান আছে মশার এক বার ভাবতে হবে।
তাই অর্থনৈতিক কারণে মশা নিধন করা কোন ভা্বেই উচিত হবে না।
২। কয়েল শিল্পঃ
মশা খেদানোর জন্য বিজ্ঞানীরা মশার কয়েল নামে পরিবেশের জন্য মহা ক্ষতিকর এক জিনিস আবিষ্কার করেছেন। এই মশার কয়েল মশা খেদাতে না পারলেও মানুষের স্বাস্থ্য নাশ করতে খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে কয়েল তারাই ব্যবহার করেন যারা পয়সা একটু কম খরচ করতে চান। তারপরও জাতীয় অর্থনীতিতে কয়েল অনেক অবদান রাখে।
তাই অর্থনৈতিক কারণে মশা নিধন করা কোন ভা্বেই উচিত হবে না।
৩। এরোসল স্প্রেঃ
মশা তাড়ানোর জন্য এটা একটু দামী । মানুষ যেমন বডি স্প্রে ব্যবহার করে গায়ে সুগন্ধ ছড়ানোর জন্য তেমনি মশা তাড়ানোর জন্য ঘরের ভেতর মশার জন্য নির্ধারিত এরোসল স্প্রে ব্যবহার করে। এই জিনিস একটু দামী হওয়াতে গরীব মানুষ এটা ব্যবহার করতে সাহস পায় না। তাদের জন্য কয়েল। এই দামী এরোসল স্প্রে আমাদের জাতীয় অর্থনীতিকে কোটি কোটি টাকার বাণিজ্য করছে।
তাই অর্থনৈতিক কারণে মশা নিধন করা কোন ভা্বেই উচিত হবে না।
এছাড়া মশার ম্যাট, ব্যাট, ভেপারাইজার সহ আরো আধুনিক উপায় আছে যা আমাদের অর্থনীতির চাকাকে রাখে সচল ।
৪। চিকিৎসা খাতেঃ
মশার আরো বড় অবদান চিকিৎসা খাতে । আগের দিনের মানুষ মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হতেন। এখন দিন বদলেছে। ম্যালেরিয়াকে আমরা না বলে ডেঙ্গু (অনেক দেশে ডেঙ্গি বলে) কে হা বলতে শিখেছি। এডিস মশা আমাদেরকে কামড়ালে অবধারিতভাবে আমাদের ডেঙ্গু হবে। ফলে হাসপাতাল গমন ছাড়া উপায় নেই। সরকারী হাসপাতোলে চান্স না পেলে বেসরকারী ক্লিনিক। সেখানে লাখ লাখ টাকার লেনদেন।
উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, মশা একটি অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ প্রাণী।অতএব দেশের অর্থনীতির চাকা সচল রাখতে চাইলে মশা কোন ভাবেই বংশগতভাবে বিনাশ সাধন করা যাবে না। দেশের স্বার্থেই তাকে বাঁচিয়ে রাখতে হবে।
মশাপূর্ণ দেশ হোক সবার কাম্য।
২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের দেশের জন্য উপকারী। দেশের স্বার্থেই তাঁকে বাঁচিয়ে রাখতে হবে।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
আটলান্টিক বলেছেন: হা হা হা মজা পেলাম ভাইয়া
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মশা একটি মজার প্রাণী। যার ভয়ে মানুষ জালের ভেতর লুকিয়ে ঘুমায়।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
তাসবীর হক বলেছেন: ভাই মাছি কি দোষ করল।মাছি নিয়েও লিখুন..মশা মাছি নিয়ে মজার একটা ছড়া মনে পড়ে গেল..
আজ তিনি চীনে,
কাল তিনি জাপানে।
মাছি মারেন নিজ হাতে
মশা মারেন কামানে
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার দেয়া ছড়াটি বেশ মজার। মশা আমাদের জাতীয় সঙ্গী।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন:
মশা নিয়া ভাইটামিন যুক্ত লেখা, নেন চা খান।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার চা খেলে যদি মশা না কামড়াতো তাহলে বড়ই আনন্দ লাভ করতে পারতাম। মশা নিবারক চা হোক সবার কাম্য।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তাই বুঝি সিটি কর্পোরেশন মশা দমনের নামে খালি ধূয়া ছড়ায় নিগ্গাত কমিশন পায় কোম্পানী থেকে
@ সাদা মনের মানুষ ভায়া- একি দেখালেন!! চা উপচে না পড়ে কাপ বড় হয়ে যায় হা হা হা হা
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
জনৈক অচম ভুত বলেছেন: মশক নিধনকে শাস্তিযোগ্য অপরাধ করে আইন প্রণয়নের জোর দাবি জানিয়ে গেলুম।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মশার জীবন কাল খুব বেশী দিনের নয়। তাই আইন করা যেতেও পারে।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
গরমের দেশ হিসেবে মশা থাকবে; তবে, লাখ লাখ মানুষকে প্রাণ দিয়ে মুল্য দিতে হয়েছে সরকারগুলো বেসামাল চুরি ডাকাতীর কারনে; সরকারী লোকেরা মশা মারার নামে ডাকাতী করে আসছে ১৯৭২ সাল থেকে।
২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মশা তো আমাদের অনেকের রুটি, রুজির উপায়। মশা নিধন করা চলবে না। তাহলে এই সব মানুষ খাবে কি?
৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
পতঙ্গ একটি অভিশাপ, অভিশাপ মানবজাতির উপরে! আপনাকে অশেষ ধন্যবাদ! ভাল স্যাটায়ার করেছেন!
৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫২
সচেতনহ্যাপী বলেছেন: প্রতিটা যুক্তিই অকাট্য।। আর আমাদের নগর কর্তৃপক্ষও এই কথা বিশ্বাস করেন পুরোই।। শুধু তারা কেন?? ব্যাবসায়ীরাও তো তাই ভাবেন বলে, তাদের তৈরী এ্যারোসলে আর কয়েলে মশা মরে না।। একটু নেশাগ্রস্থ হয়ে পড়ে থেকে আবার ভোঁ
২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য বিমুগ্ধ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
সোহানী বলেছেন: হাহাহাহাহা........... এরকমভাবেতো চিন্তা করি নাই ................ নতুন চিন্তা ভাবনায় +++++++++++++++++++
২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সেকেন্ড হোম কানাডায় তো মশা নেই। তাই মশার আরাম আপনার কপালে নেই।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী মশা