নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

OBike সম্পর্কে জানুন। ওবাইক খুব ভালো জিনিস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৩



OBike সর্বপ্রথম সিঙ্গাপুরে চালু হওয়া একটি স্টেশন বিহীন বাই সাইকেল শেয়ারিং ব্যবস্থা। বেশ কিছু দেশে বর্তমানে এটি চালু হয়েছে। এধরনের সাইকেলে একটি বিল্ট ইন ব্লু টুথ লক থাকে। স্মার্ট ফোনে OBike App টি ইনস্টল করে নিতে হবে। নির্দিষ্ট পরিমান টাকা আপনার ব্যালন্স থেকে কেটে নিয়ে সাইকেলটি আনলক হবে। তারপর আপনি এটাকে ইচ্ছে মতো চালাতে পারবেন।

OBike ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরে প্রথম চালু হয়।বর্তমানে আরো ১২ টি দেশে এটা চালু হয়েছে। তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জার্মানী, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও সুইডেনে OBike বাইক সুবিধা পাওয়া যাচ্ছে।

যুক্তরাজ্যের লন্ডন নগরীর ওবাইকঃ


স্বল্প দূরত্বের পথে কম খরচে যাওয়ার জন্য OBike হতে পারে একটি ভালো উপায়।
তবে প্রতিটি নাগরিক যদি ব্যক্তিগত ভাবে খুব সৎ না হয় তাহলে OBike ভালো রেজাল্ট নাও দিতে পারে। যেমন মালয়েশিয়াতে যত্রতত্র OBike পড়ে থাকতে দেখা যায়। আবার অনেকেই এক বার আনলক করে কায়দা করে ঘন্টার পর ঘন্টা চালিয়ে নেয়।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের পথে ওবাইকঃ




তবে বাংলাদেশে OBike চালু করলে ভালো ফল পাবার আশা কম। কারণ ঢাকা শহরে যদি ৫ হাজার OBike চালু করা হয় আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে তার বেশীর ভাগ ধোলাইাখালে না হোক ঢাকা শহরে যে থাকবে না এ ব্যাপারে আমি নিশ্চিত।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে চালু করতে হলে নাম দিতে হবে বিবি-বাইক।
তারপর যা ঘটবে, সেটা আপনি বলে ফেলেছেন।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা সৎ হলে কত ধরনের সার্ভিসই তো পেতে পারতাম। দুর্ভাগ্য, আমাদের মাঝে সততার পরিমাণ খুবই কম। তাই তাই তো আজকাল কোন সৎ কর্মকর্তার সন্ধান পেলে তাকে নিয়ে নিউজ হয়। অসততাই এখন স্বাভাবিক হিসাবে ধরে নেয় সবাই।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৬

অর্ধ চন্দ্র বলেছেন: সমস্যা নেই,বাংলাতেও চালু হতে সময়ের ব্যপার।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশে চালু হলে ভালো। কিন্তু আমার মনে হয় এই সার্ভিসটি বাংলাদেশে চালু করার মতো যথেষ্ট সংখ্যক সৎ মানুষ বাংলাদেশে এখনো নেই। তবে আশা করতে তো আর দোষ নেই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

ম. তওফিকুর রহমান বলেছেন: বাংলাদেশে এ ধরনের সুবিধা শহর এলাকায় চালূ করার ব্যাপার সিটি করপোরেশনগুলোকে উদ্যোগ নিতে হবে। এটি অবশ্যই জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই জনপ্রিয়তা পাবে। কিন্তু আমাদের সর্বসাধারণকে আরো সততার ব্যাপারে সচেতন থাকতে হবে। পৃথিবীতে সততার কোন বিকল্প নেই।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বাংলাদেশে এ পরিকল্পনা হাতে নিলে সাইকেল চোরদের হয়তোবা রুজিরোজগারের নতুন ওয়ে হবে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাইকেল চোরদের রুটি -রুজির দিকে ও তো নজর দেয়া দরকার। তাদের আয় বাড়ানোর উদ্যোগ নেয়া প্রয়োজন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে এমন সার্ভিস দরকার।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সার্ভিসটি অবশ্যই দরকার। সবার আগে চাই সততা আর উন্নত মন মানসিকতা।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশে ওবাইক চলবে না। এখানকার অধিকাংশ মানুষ অসৎ।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবি বলেছেন, "আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে"?

আমাদেরকে জাগতে হবে। অসৎ মানুষ সাধারণত ভীতু হয়। আমাদের কম সংখ্যক সৎ আর সাহসী মানুষ যদি জেগে উঠে তাহলে সমাজ হবে উন্নত আর সমৃদ্ধ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চালু করলেই সাইকেল চোরদের পোয়া বারো।

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে। যদি সবার সবার সিম নিবন্ধন করা থাকে তবে বিশেষ ধরনের চিপের মাধ্যমে সর্বশেষ যিনি সাইকেল চড়েছেন তাকে ধরে ফেলা সম্ভব। এভাবে দেশ থেকে সাইকেল চোর নির্মূল করতেও ও বাইক বিশেষ ভূমিকা রাখতে পারে। তখন চোররা উল্টো বিপদে পড়ে যাবে।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭

মরুচারী বেদুঈন বলেছেন: কেউ একজন বা কোন গ্রুপ যদি কায়দা করে পাম্প ছেড়ে দিয়ে চলে যায়! তাহলে?

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতিটি নাগরিক যদি ব্যক্তিগতভাবে সৎ হয় তাহলে আপনি অনুরোধ করেও কাউকে দিয়ে পাম্প ছাড়াতে পারবেন না। সততার জয় সর্বত্র।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: ওবাইকওয়ালা শেষে না দেউলিয়া হয়ে যায়।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা কখনোই দেউলিয়া হয় না। অসততাই দেউলিয়া হয়। আমি সততার পক্ষে।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

রক বেনন বলেছেন: চোর ধরবেটা কে?? পুলিশ?? :)

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবাই সৎ হলে চোরই তো থাকবে না। ধরার কথা আসবেই না।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই দেখি নেগেটিভ ধারনা দিয়েছে।

আমি আশাবাদী।

১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমিও আশাবাদী। এক দিন সময় বদলাবে। মানুষ এখনকার মতো থাকবে না। আমাদের নেতা বদলাবে। নৈতিকতা বদলাবে। আমার অনেক সুন্দর একটি জাতি হবো্ সবাই আমাদেরকে অনুসরণ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.