নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
গাড়ীতে যখন বেতন ভোগী ড্রাইভার ছাড়া আপনি একমাত্র যাত্রী তখন আপনি কোথায় বসবেন?
বিষয়টি অনেকের কাছে মামুলী ব্যাপার মনে হতে পারে । কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভদ্রতা। অনেকেই বিষয়টিকে হাল্কা করে দেখেন। কিন্তু এটিকে হাল্কা করে দেখার কোন অবকাশ নেই।
১। ড্রাইভার ব্যতীত ( ড্রাইভার যদি আপনার বেতন ভোগী না হয়) আপনি যদি একমাত্র যাত্রী হন তাহলে আপনি কোন ভাবেই পিছনের সিটে (Back Seat)- এ বসতে পারেন না। এটা খুবই অভদ্রতা।
২। আপনারা দু’জন পাশাপাশি বসেছেন মানে আপনারা দু’জনেই সমান। কেউ কাউকে ছোট ভাবছেন না।একে অপরকে শ্রদ্ধা আর সাম্যের দৃষ্টিতে দেখছেন। সভ্য সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
৩। পিছনের সিটে বসলে এটা বুঝাবে যে, তুমি আমার কর্মচারী আর আমি তোমার বস। আমি তোমার চেয়ে ভালো বা উন্নততর অবস্থানে আছি।
৪। ট্যাক্সিতে আপনি ইচ্ছে করলে ড্রাইভারের পাশে নাও বসতে পারেন। তবে এটা দেশ ভেদে বিভিন্ন রকম হতে পারে। অনেক দেশে ট্যাক্সিতে আপনি ড্রাইভারের পাশে বসলে তিনি ইতস্ততঃ (নিরাপদ বোধ না করা) বোধ করতে পারেন। আবার অনেক দেশে এটা মনে নাও করতে পারেন।
৫। সাধারণতঃ শিশুরা (১০-১২ বছর বয়সীরা) সব সময় পিছনের সিটেই বসে । এটাই নিয়ম।শিশুরা বাবা যদি ড্রাইভ করেন তবে তাদের মা বসবেন তার পাশে।
৬। আপনি যদি নিজে ড্রাইভ করেন আর আপনার ব্যক্তিগত গাড়ীতে যদি আপনার বসকেও কোথাও পৌছে দিতে চান তাহলে আপনার বসের উচিত হবে আপনার পাশের সিটে বসা।আপনি ছোট পদে চাকরি করতে পারেন কিন্তু আপনি তার ব্যক্তিগত ড্রাইভার নন।
৭। বস যদি তার নিজের ব্যক্তিগত কিংবা অফিসিয়াল গাড়ীতে উঠেন এবং তার ব্যক্তিগত ড্রাইভার কিংবা অফিসের ড্রাইভার গাড়ী ড্রাইভ করেন কেবল তখনই বস মহোদয় পিছনের সিটে আয়েশ করে বসতে পারবেন। এটাই ভদ্রতা।
৮। ড্রাইভিং সিটের পাশে বসে আপনি যিনি গাড়ী চালাচ্ছেন তাকে বিভিন্ন দিক নির্দেশনা, জিপিএস এর গতি বিধি, রাস্তার নির্দেশনা দেখে চালানোয় সহযোগিতা করতে পারেন।
৯। আপনার বন্ধু যদি তার ব্যক্তিগত গাড়ীতে করে আপনাকে নিয়ে ঘুরতে যান এবং তিনি নিজে ড্রাইভ করেন তাহলে আপনি অবশ্য তার পাশের সিটে বসবেন। এতে আপনার দুই জনেই সম্মানিত হবেন।
১০। আপনি নিজে ড্রাইভ করলে আপনার শিশুরা পিছনের সিটে বসবে আর তাদের মা আপনার পাশের সিটে বসবেন।
১১। আপনার বাবা-মা, ভাই বোন সহ ড্রাইভ করলে বাবা-মা পিছনের সিটে বসবেন আর আপনার কোন ভাই বা বোন আপনার পাশের সিটে বসতে পারেন।
১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বৌ এর স্বামী যদি ড্রাইভ করে তাহলে তার পাশে বসাই উত্তম হবে। মা আছে বলে লজ্জার কিছু নাই। আর মা খুব বেশী দূরেও না যে মেয়ের সাথে কথা বার্তা বলতে পারবে না। ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
এই অবস্হায়, বাংলাদেশে পেছনের সীটে বসা কিছুটা নিরাপদ; বাংলাদেশের প্রায়ই ড্রাইবার বেশ ভালো অদক্ষ; সেইক্ষেত্রে পেছনে বসা সামান্য কম রিস্কি
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বছ, বাংলাদেশের অনেক কিছুই আইনের উর্ধ্বে এটা আপনি আমার চেয়ে অনেক অনেক বেশী ভালো জানেন।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
দীপঙ্কর বেরা বলেছেন: বেশ তাই হোক।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
নীল-দর্পণ বলেছেন: কিছু বিষয় জানা হল।
ফেসবুকের কমেন্টের মত হা হা রিঅ্যাক্ট যদি এখানেও দেওয়া যেতো তবে চাঁদগাজীর কমেন্টে দিতাম। নির্মম তবে বাস্তব কথা বলেছেন!
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লাইকের সাথে সাথে ডিজলাইকের অপশন বা পছন্দ্ থাকা উচিত। আগে যেমন এই ব্লগে + ছিল।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৩
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ,
শিশুদের গাড়ীর সামনের সীটে বসা আইনতঃ অপরাধ, যদ্দুর জানি । বিশেষ করে একদম পিচ্চিরা তো না - ই ।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক বলেছেন।
ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি ড্রাইভিং সিটে থাকলে আরোহী পিছনে বসা যেকোন দৃষ্টিকোনেই অসোভন।
তবে গাড়িতে শ্বাশুড়ি বা মা থাকলে বৌ পেছনেই ওনার সাথে বসবেন।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বৌ এর স্বামী যদি ড্রাইভ করে তাহলে তার পাশে বসাই উত্তম হবে। মা আছে বলে লজ্জার কিছু নাই। আর মা খুব বেশী দূরেও না যে মেয়ের সাথে কথা বার্তা বলতে পারবে না। আরো অনেক কিছু বলা যেতে পারে। মুক্ত ফোরামে না বলাই ভালো। ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: ব্যাপারগুলো জানা ছিল না, শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজেরও জানা ছিল না। কত কিছু তো জানি না। আফসোস। ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১
ঢাকার লোক বলেছেন: আমাদের দেশে গাড়িটা কি তাও একটা ফ্যাক্টর, জিপ হলে ড্রাইভারের পাশে স্যার, অন্যরা জিপের পিছনে , আর কার (সেডান) হলে স্যার পিছনের সিটে আর সামনের সিটে পিওন/আর্দালি বা কেরানি সাহেব বসেন!
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর মিয়া ! গাড়িইতো নাই!!
১৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…"
এখন গাড়ী নেই তো কি হয়েছে ভাইয়া। এক দিন গাড়ী হবে, বাড়ি হবে । এমনকি হেলিকপ্টার কিংবা বিমানও হতে পারে আপনার । সময়ই সঠিক রেজাল্ট বলে দেয়। পোস্ট পড়ার জন্য ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকুন সব সময়।
১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: গাড়ি নাই তাই এসব ঝামেলাও নাই।
১৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের বেশীর ভাগ লোকেরই গাড়ী নেই। লিফটও নেই। তাই বলে কি আমরা নিয়ম কানুন জেনে রাখবো না।
প্রামানিক ভাই আমার এক জন প্রিয় কবি/ছড়াকার। আপনি আমার কোন পোস্ট পড়লে আমি ধন্য হই।
ধন্যবাদ , ভালো থাকুন সব সময়।
১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
মানিজার বলেছেন: এইসব আপনাদের বানানু ধাঁরণা ।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কথা হাচা। তবে আমি ধারণা বানাতে জানি না। পারিও না। ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বন্ধু গাড়ি চালালে পেছনে কে বসে? আর ছেলে মেয়ে থাকলে বউ সামনের সীটে বসে না। বরং পেছনের সীটে ছেলে মেয়ে সামলায়। বসদের ব্যপারটা দেশে দেশে ভিন্ন।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩
ফেরদৌসা রুহী বলেছেন: গাড়িতে কার সাথে কোথায় বসতে হবে জানা হলো।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
জাহিদ অনিক বলেছেন:
আমার গাড়ি নেই, কোচোয়ান ও নেই।
মাঝেমাঝে উবারে উঠি, ট্যাক্সিতে উঠি। সেখানে পিছনেই বসতে হয়।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উবার চলে বিশ্বব্যাপী। তবে মালয়েশিয়াতে উবার ছাড়াও গ্রাব নামে একটা সার্ভিস আছে। যা আমাদের দেশের মতো দরিদ্র ড্রাইভাররা চালায় না। মার্সিডিজ, বিএমডব্লিউ এই সব গাড়ী নিয়ে গ্রাব চলে আসে। তারা অভিজাত ঘরের ছেলে মেয়ে। শখের বশে গ্রাব উবার চালায়। সে ক্ষেত্রে আপনি যদি যাত্রী একাই হোন তার পাশে বসে বন্ধুর মতো গল্প করে জানতে পারবেন অনেক কিছু।
এই পৃথিবীতে সুসম্পর্কের উপরেও তো কিছু নাই।
ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
হাতকাটা হাকিমুল বলেছেন: ব্রাদার আমার সাইকেল আছে । কোথায় বসলে কেউ মাইন্ড করবনা ,
আবার আমার ব্যক্তিত্বও ঠিক থাকবে, একটু যদি বলে দিতেন
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাইকেলে একাই উঠা ভালো। তবে সেই আমলে নান্টু ঘটক ছবিতে সাইকেলে নায়িকা্ ও নায়ক দু'জনেই বসতো আর ঢাকা শহর দেখত ঘুইরা ঘুইরা।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল, অনেক কিছু জানা হল।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০
খায়রুল আহসান বলেছেন: কিছু কমন কার্টেসীর কথা জানালেন, যা হয়তো অঙ্কের অজানা ছিল। ধন্যবাদ।
মা বা শাশুড়ি সাথে থাকলে বউ তাদের সাথে পেছনে বসলেই শোভন হয়, অন্ততঃ আমাদের সংস্কৃতিতে।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জেনে ভালো লাগলো।
তবে বৌ এর স্বামী যদি ড্রাইভ করে তাহলে তার পাশে বসাই উত্তম হবে। মা আছে বলে লজ্জার কিছু নাই। এখানে অবৈধ কিছু তো নেই। তাহলে কেন লজ্জা পাবেন?
আর মা খুব বেশী দূরেও না যে মেয়ের সাথে কথা বার্তা বলতে পারবে না। ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
সোহানী বলেছেন: যাহোক এমন একটি বিষয় নিয়ে লিখেছেন যা নিয়ে আমি সত্যিই ভেবেছি। আমার অভিজ্ঞতা শেয়ার করলাম....
যখন দেশে ছিলাম তখন কখনই ড্রাইভারের পাশের সিটে বসিনি কারন আমাদের দেশের কালচারে যখন উর্দ্ধতন কর্মকর্তা গাড়িতে যায় তখন ড্রাইভার গাড়ির পিছনের গেইট খুলে দাড়িঁয়ে থাকাই নিয়ম। যে কথাটা বললেন বস কর্মচারী..... দেশে সত্যিই তাই মানা হয় তা, দেশে কখনই অধীনস্থ কর্মচারীকে নিজের কাতারে দাঁড় করানো হয় না। কিন্তু দেশের বাইরে এটি সম্পূর্ন বিপরীত কারন আপনি এবং কর্মচারী সবাই সমান। কেউ কারো অধীন না তাই পিছনে বসার বা গেইট খুলে দাড়িঁয়ে থাকার প্রশ্নই আসে না।
সাজ্জাদ হোসেন ভাই, দেশে এখনো কর্মকর্তা কর্মচারী বা শ্রেনী বিভাগ আছে, যতদিন থাকবে ততদিন কর্মকর্তা গাড়ির পিছনেই বসবে।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুনি, পরিবর্তন দরকার। দরকার উন্নত মন মানসিকতার। আপনি সঠিক বলেছেন।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ভালো একটা বিষয় তুলে ধরেছেন ।ভালো লাগল ।
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কষ্ট করে পড়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২০| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
সাঈদ নওশাদ বলেছেন: যেই লোক গাড়ি কিনার সামর্থ্য রাখে তার এইসবের মিনিমাম জ্ঞান থাকা উচিৎ!
আমার গাড়িনাই, তাও তো বুঝি কোথায় বসা উচিৎ!
১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হক কথা বলেছেন। আপনাকে ধন্যবাদ।
২১| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
ফয়সাল রকি বলেছেন: উবারে উঠলে সাধারণত পিছনের সিটেই বসি...
ধন্যবাদ শেয়ারের জন্য।
১৭ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উবার চলে বিশ্বব্যাপী। তবে মালয়েশিয়াতে উবার ছাড়াও গ্রাব নামে একটা সার্ভিস আছে। যা আমাদের দেশের মতো দরিদ্র ড্রাইভাররা চালায় না। মার্সিডিজ, বিএমডব্লিউ এই সব গাড়ী নিয়ে গ্রাব চলে আসে। তারা অভিজাত ঘরের ছেলে মেয়ে। শখের বশে গ্রাব উবার চালায়। সে ক্ষেত্রে আপনি যদি যাত্রী একাই হোন তার পাশে বসে বন্ধুর মতো গল্প করে জানতে পারবেন অনেক কিছু।
এই পৃথিবীতে সুসম্পর্কের উপরেও তো কিছু নাই।
ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: গাড়িতে শ্বাশুড়ি বা মা থাকলে বৌ কোথায় বসবেন?