নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার প্রচলিত গল্প- ৫ সোনালী সূঁচ রাজকন্যা এবং কালিঙ্গার রাজা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০


মালয়েশিয়ার প্রচলিত গল্প- ৫
সোনালী সূঁচ রাজকন্যা এবং কালিঙ্গার রাজা।


অনেক দিন আগে সোনালী সূঁচ রাজকন্যা নামে এক রাজকন্যা ছিলেন। তাঁর পিতা সুলতান মাওলানা ছিলেন ইন্দেরা পাঞ্চালার রাজা।

রাজকুমারী যেমন ছিলেন সুন্দরী তেমনি ছিলেন চালাক চতুর। অনেক রাজ কুমারই তার প্রেমে পড়েছিল। এমনকি কলিঙ্গার রাজা তাঁর পাণি গ্রহণ করতে চাইলেন। কিন্তু রাজকুমারী তাকে ফিরিয়ে দিলেন। ফলশ্রুতিতে, কলিঙ্গার রাজা খুবই রেগে গেলেন।

কলিঙ্গার রাজা তাঁর দূতকে সুলতান মাওলানার কাছে সতর্ক বার্তা দিয়ে পাঠালেন এই বলে যে, রাজকুমারী যদি তাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে তিনি ইন্দেরা পাঞ্চালা রাজ্য আক্রমণ করবেন।

এই বার্তা পেয়ে রাজা ও রাণী খুব ভেঙ্গে পড়লেন। তারা রাজকুমারীকে জিজ্ঞেস করলেন, “আমরা এখন কি করবো”?
“ চিন্তা করো না , বাবা ও মা। আমি তাকে তাড়ানোর জন্য একটি পরিকল্পনা করছি”।
রাজকুমারী তখন দূতকে বললেন, আপনি কলিঙ্গার রাজাকে বলবেন আমি তাকেঁ বিয়ে করতে রাজি আছি। কিন্তু আমার কিছু শর্ত আছে। প্রথম শর্ত, তিনি আমার জন্য দশ বাক্স স্বর্ণের সূচঁ আনবেন। পরবর্তীতে তিনি অবশ্যই মহাসাগরের মাঝে জাহাজে অপেক্ষা করবেন যতক্ষণ না প্রাসাদে সূচগুলো গণনা শেষ না হয়।

শিগগিরই রাজার দশ বাক্স সোনালী সূঁচ নিয়ে এসে হাজির হলো। সেগুলোকে গণনা করার জন্য প্রাসাদের ভেতর নিয়ে যাওয়া হলো।

দুই সপ্তাহেও রাজার কর্মচারীরা সূঁচগুলো গণনা শেষ করতে পারলো না। কলিঙ্গার রাজা অস্থির হয়ে পড়লেন । তিনি আর অপেক্ষা করতে পারলেন না। তিনি নাবিকদেরকে তার বাড়ির উদ্দেশ্যে জাহাজ চালাতে আদেশ করলেন।
যখন রাজা কুমারীর বাবা-মা দেখলেন দুষ্ট রাজার জাহাজ পাল তুলে চলে যাচ্ছে তখন তারা আনন্দে হেসে উঠলেন।
“মা মনি, তুমি কালিঙ্গার রাজাকে উচিত শিক্ষা দিয়েছ”। সুলতান মাওলানা গর্বের সাথে বলে উঠলেন।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর এবং প্লাস।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেশের গল্পের ভাব এখনো বুঝতে পারছি না। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৩৭

বিদেশে কামলা খাটি বলেছেন: কত মানুষ, কত মন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


কলিংগের রাজা আক্রমণ না করে যে, চুপচাপ বাড়ী চলে যাবেন, সেই রকম লজিক তো গল্পের প্লটে নেই!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এগুলো রূপকথা। রূপকথা খুব একটা লজিক মেনে চলে না। শিশুরা রূপকথার কোন যৌক্তিক কারণ খুজেঁ না। ধন্যবাদ পাঠ করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.