নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার প্রচলিত গল্প- ৩ রাজকুমারী সাদুং

২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

মালয়েশিয়ার প্রচলিত গল্প- ৩
রাজকুমারী সাদুং



অনেক অনেক দিন আগে থাইল্যান্ডের সীমান্তবর্তী মালয়েশিয়ার কেলানতান রাজ্যে সাদুং নামে এক জন রাজকুমারী ছিলেন। তাঁর রূপের কথা রাজ্যের সবার মুখে মুখে চালু ছিল। অনেক যুবক তাঁর প্রেমে দেওয়ানা হয়ে পড়েছিল।

তাঁর রূপের কথা শ্যাম দেশের রাজার কানে গেল।

রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, “ রাজকন্যা সাদুং কি এতোই সুন্দরী?”
“হ্যাঁ, জাহাপনা”। মন্ত্রী উত্তর দিলেন।

রাজকুমারী সাদুং এর রূপের কথা শুনে শেষ পর্যন্ত শ্যাম দেশের রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি তাঁকে বিয়ে করবেন।
রাজার এই সিদ্ধান্তর কথা কেলান্তানের সুলতানের কানে গেল। তিনি দ্রুত রাজকুমারীরঁএক চাচাতো ভাই টেঙ্কু আব্দুল্লাহ এর সাথে তাঁর বিয়ের আয়োজন করলেন।

এ খবর পেয়ে শ্যাম দেশের রাজা মশাই খুব হতাশ হলেন। তিনি তার সৈন্যবাহিনীকে কেলান্তান রাজ্য আক্রমন করে রাজকুমারীকে অপহরণ করে নিয়ে আসতে আদেশ দিলেন।

অহেতুক রক্তপাত বন্ধের জন্য রাজকুমারী সাদুং শ্যাম দেশের রাজাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন।
শ্যাম দেশের রাজা রাজকুমারী সাদুংকে তাঁর রাণী বানালেন।

যাই হোক, রাজকুমারী রাজার খুব কাছে যেতেন না । কারণ রাজার চর্মরোগ ছিল। রাজকুমারী সাদুং রাজাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করতে লাগলেন। তিনি তাঁর খুব ভালো যত্ন নিতে লাগলেন। এ ভাবে তিনি সুস্থ হয়ে উঠতে লাগলেন। শ্যাম রাজা তার প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন। তিনি তাকে মুক্ত করে দিয়ে কেলান্তানে ফেরার ব্যবস্থা করে দিলেন।

টেঙ্কু আব্দুল্লাহ রাজকুমারী সাদুংকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি রাজকুমারীর প্রতি বিশ্বস্ত থাকবেন। রাজকুমারী খুবই দুঃখিত হলেন যখন তিনি জানতে পারলেন যে, টেঙ্কু আব্দুল্লাহ পুনরায় বিয়ে করেছেন।

“তুমি কেন আমার জন্য অপেক্ষা করনি”? রাজকুমারী জিজ্ঞেস করলেন।
“আমি তো জানতাম না যে তুমি ফিরে আসবে”। টেঙ্কু আব্দুল্লাহ জবাব দিলেন।
এ ভাবে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ঝগড়া আর রাগারাগির এক পর্যায়ে রাজকুমারী সাদুং টেঙ্কু আব্দুল্লাহকে ছুরিকাঘাত করেন। টেঙ্কু আব্দুল্লাহ সাথে সাথেই মারা যান।

রাজকুমারী সাদুং সম্পর্কে আরো জানতে চাইলে এখানে ক্লিক করুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৬

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: প্রচলিতইতো নাকি বাস্তব!

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দুইটাই তো মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: মর্মান্তিক।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

ইমরান আশফাক বলেছেন: আজব গল্প অথবা ঘটনা। :(

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এগুলো মালয়েশিয়ার প্রচলিত রূপ কথা । এগুলো বিশ্বাস না করলেও চলে। মজা করে পড়া্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.