নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মে মাসের ২৯ তারিখে মালয়েশিয়ায় ইংরেজি পত্রিকার প্রচার সংখ্যা। বাংলাদেশে পত্রিকার প্রচার সংখ্যা সেই ভাবে প্রচারিত হয় না। এক সময় প্রথম আলো প্রতিদিনই লিখতঃ আজ প্রকাশিত হলো ---- কপি।
১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তথ্যমন্ত্র বলেছেন, দেশে নাকি ২৮০০ পত্র-পত্রিকা প্রকাশিত হয়। শুনে মন ভালো হওয়ার বদলে খারাপ হয়ে গেল। এতো পত্রিকা কে পড়বে? সবাই আছে বিজ্ঞাপন বাণিজ্যের ধান্ধায়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৭
বিজন রয় বলেছেন: বাংলাদেশে এত পত্রিকা আছে যে তাদের এসবের দরকার হয় না।
১৮ কোটি মানুষের দেশ বলে কথা!!
১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তথ্যমন্ত্র বলেছেন, দেশে নাকি ২৮০০ পত্র-পত্রিকা প্রকাশিত হয়। শুনে মন ভালো হওয়ার বদলে খারাপ হয়ে গেল। এতো পত্রিকা কে পড়বে? সবাই আছে বিজ্ঞাপন বাণিজ্যের ধান্ধায়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৩| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩
শাহরিয়ার খান রোজেন বলেছেন: পত্রিকার ব্যবসাতো এখন সামাজিক যোগাযোগ সাইটগুলো খেয়ে নিয়েছে।
১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই টাও একটা বিষয়। এক সময় মনে হয় ছাপানো পত্রিকা হারিয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৪| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের পত্রিকাগুলোতে সাংবাদিকতার স্বাক্ষর নেই; মানুষ ক্রমেই ক্রয় কমায়ে দেবে।
১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দলবাজি আর ব্যবসায়িতক স্বার্থ রক্ষায় কোটিপতিরা পত্রিকা বের করে। তাই তো দেখি সংবাদ পত্রিকার পাঠক কমে যায় জৌলুস নেই বলে। ইত্তেফাক টিকে থাকে কোন মতে।
শা শা করে আসে প্রথম আলো, যুগান্তর, কালের কন্ঠ,
ব্যবসায়ীরা যখন সম্পাদক আর এমপি হয় তখন বুঝতে হবে জনগণের কপালে খারাবি আছে।
৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৪
অধীর হাওয়া বলেছেন: লেখা দেখিয়া আমি মুগ্ধ!!!!!!!!!!!!!
কি রেসিপি চাও ভাইয়ু!!!!!!!!!!!!!!
ঝাল ঝাল, নাকি মিষ্টি মিষ্টি? টকটক নাকি টকমিষ্টি, নোনতা নোনতা নাকি টক মিষ্টি ঝাল????
বলো বলো বলো এখুনি হাজির করছি সেই রেসিপিই!!!!!!
প্রিয় ভাইয়ুমণিতা!!!!
বলো বলো বলো ভাইয়ু সোনামনি!!!!!!!!!!!
৬| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫
বিপুল দত্ত-খুলনা বলেছেন: হ্যালো স্যার,
আমি বিপুল দত্ত। বাড়ি বাংলাদেশ। আপনার লেখা শ্রীলংকা ভ্রমন পড়লাম। খুব ভালো লেগেছে। স্যার আমি শ্রীলংকায় বেড়াতে যেতে চাই ভারত হয়ে। সেখানে ৮/১০ দিন নরমাল হোটেলে থাকলে মিনিমাম কেমন খরচ পড়বে? আরেকটা বিষয় জানতে চাই- সেখানে কি পারমানেন্ট বসবাসের সুযোগ আছে? থাকলে তার প্রসেস টা কি?
স্যার আপনার উত্তর পেলে খুব খুশি হবো।
ধন্যবাদ আপনাকে।
বিপুল দত্ত
[email protected]
১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিপুলদা', আমি ২০১২ সালের আগস্ট মাসে শ্রীলংকা থেকে চলে এসেছি। গৃহযুদ্ধের অবসানের পর শ্রীলঙ্কার অবস্থা এখন অনেক ভালো। তবে অভিবাসন নেয়ার মতো উন্নত নয়। বেড়াতে যেতে পারেন। কম খরচে অনেক হোটেল পাবেন পুরো শ্রীলংকা জুড়ে। আগে বুকিং দেবার দরকার নেই। ভালো হতে পারে যদি মাদ্রাজ হয়ে যেতে পারেন। তাতে বিমান ভাড়া কম পড়বে। কলকাতা থেকে করমন্ডল এক্সপ্রেসে চড়ে সোজা চেন্নাই। তারপর সেখান থেকে বিমানে করে কলম্বো। তারপর বাসে চড়ে পুরো শ্রীলংকা চষে বেড়ান। ভালো দেশ।
৭| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
আপনি কি দেশের বাইরে আছেন?
২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হ্যাঁ ভাই। মালের দেশ মালয়েশিয়াতে। বাংলাদেশী দুর্ভাগাদের দুর্দশা দেখছি প্রতিনিয়ত।
৮| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০
প্রামানিক বলেছেন: বাংলাদেশের পত্রিকার হিসাব দেয়া মুশকিল।
২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেখ সাহেব কিন্তু দুয়ে দুয়ে চারটি পত্রিকা রেখেছিলেন।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: আসলে, বাংলাদেশে কোনো পত্রিকার অবস্থাই ভালো না। তাদের বিজ্ঞাপন অনেক কমে গেছে।