নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মাঝে মনটা বড়রই বেচাইন হয়ে যায়। এলামেলো নানা ধরনের কথা আসে মনে। সে কথাগুলো কখনো কাউকে বলা হয় না। কেউ হয়তো পাগল ভাববে । আবার কেউ হয়তোবা ক্ষেপে যাবে। মানুষের ক্ষেপে যেতে তো আর দেরী লাগে না।তাই এলোমেলো ভাবনাগুলো লিখে রাখার চেষ্টা করছি।
ভাবনা ১। পৃথিবীতে এতোগুলো ভাষা থাকার দরকার কি? একটি ভাষা থাকলেই কি ভালো হতো না। পৃথিবীর প্রথম মানব-মানবীর ভাষা যদি আরবী ( ধরে নিলাম) হয় তাহলে তাদের পরবর্তী প্রজন্মগুলোর ভাষা কেন অনেকগুলো হয়ে গেল? একবার ভাবুন তো, সারা পৃথিবীতে একটি মাত্র ভাষা থাকার কত সুবিধা। মাতৃভাষা সবারই এক। নতুন কোন ভাষা শেখার ঝামেলা নেই। জ্ঞান-বিজ্ঞান এগিয়ে যেত শানৈ শানৈ করে । সেই একটি মাত্র ভাষা যদি আমাদের বাংলা হতো তাহলে কতই না মজা হতে পারতো।
ভাবনা ২। আমার ধারণা পৃথিবীর আদিম মানব-মানবী খুবই সুদর্শন ছিলেন। তাহলে তাদের পরবর্তী প্রজন্মগুলো কেন কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে হয়ে গেল? সব মানুষ এক রকম হলে কি বেশী ভালো হগে পারতো না?
ভাবনা ৩। সারা পৃথিবীতে কত কত ধর্ম। সারা পৃথিবীতে একটি মাত্র ধর্ম থাকলে তা কতই না ভালো হতো।
আরো এলোমেলো ভাবনা আসছে। তা পরে বলবো । সবাই অনেক অনেক ভালো থাকবেন।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
এগুলো ভাবনার মাঝে পড়ে না; ভালোই বোকামী, পুরোটাই এনালাইটিকসের বাহিরে, পুরোটাই অকর্মন্য চিন্তা।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ তো কাজের চেয়ে (অ-কাজ) আকামই বেশী করে। ভাবনার আর দোষ কি।
৩| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১। ভাষার কাজই বদলে যাওয়া। আমাদের একই বাড়ীতে কেউ বলে মরিচ কেউ বলে মরিচ। যে মানুষের যখন যা বলতে ইচ্ছে করেছে সে তখন তা বলেছে। বাংলা ভাষার প্রাচীন ভার্ষন চর্যাপদ আপনার বুঝতে অনেক কষ্ট হবে।
২। আদি মানবের সন্তানদের মাঝেও পার্থক্য ছিল। যার কারনে কাবিল হাবিলকে মেরেছে। পরিবেশ গত কারণে জিন গত পরিবর্তন হলে এমনটা হতে পারে। আদম ছিল শ্রী লংকায়। সেখানে থাকায় তার কিছু জিন বদলে যাওয়ায়। সে জিন যার উপর কাজ করেছে সে তেমন হয়েছে।
৩। এক জন্য যা ভাবে অন্য জন তার মত না ভেবে অন্য রকম ভাবে। এতে মত গত পরিবর্তন আসে। আর মতের পার্থক্যের কারণে ধর্মের পার্থক্য ঘটা অস্বাভাবিক নয়।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধরেই নিতে পারি, প্রথম মানব আদম (আঃ) এর ভাষা ছিলো আরবী। সেই ভাষা কি ভাবে চায়নীজ হয়ে গেল আর কি ভাবে ফ্রেঞ্চ কিংবা স্পেনিশ হয়ে গেল। মরিচকে না হয় আপনি মেরিচ ই বললেন।
ধর্ম নিয়ে বেশী না বলাই ভালো। কারণ আল্লাহ নিজেই বার বার নবী রসুল পাঠিয়ে ধর্মের পরিবর্তন করেছেন।
আপনার মহামূল্যবান মন্তব্যের জন্য সীমাহীন কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ( একাত্তর টিভির ধারণা নিয়ে বললে-- ধন্যযোগ)।
৪| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমাদের একই বাড়ীতে কেউ বলে মরিচ কেউ বল মেরিচ।
৫| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: অনেক ক্রিটিক্যাল থিংকিং
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্যের জন্য সীমাহীন কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ( একাত্তর টিভির ধারণা নিয়ে বললে-- ধন্যযোগ)।
৬| ১৯ শে মে, ২০১৭ রাত ২:১৬
কানিজ রিনা বলেছেন: হা হা হা পৃথিবীর সব মানুষের চেহারা আলাদা আলাদা হোল কেন একই রকম
চেহারা হলে কেমন হোত। আমার তো মনে
হয় সব গরুর চেহারা একই শুধু কালার
ভিন্ন ভিন্ন।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য সীমাহীন কৃতজ্ঞতা আর ধন্যবাদ। ( একাত্তর টিভির ধারণা নিয়ে বললে-- ধন্যযোগ)।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:৩১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভাবনা সুন্দর হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই।