নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
পত্রিকায প্রকাশিত আমার প্রথম লেখা
সময়টা ১৯৮৮ সালের ডিসেম্বর মাস। স্কুল জীবনের শেষ প্রায়। আমার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট দেবে। অপেক্ষার প্রহর গুণছি। কেননা মার্চ মাসের ১৬ তারিখে এসএসসি পরীক্ষা শুরু হবে।
আমি গ্রামের স্কুলে (জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, জয়পাড়া, দোহার, ঢাকা-১৩৩০)পড়ি।
ঢাকা থেকে ডাক যোগে পাওয়া মাসিক শিশু পত্রিকা নিয়মিত পড়ি। বাংলাদেশ শিশু একাডেমী থেকে পত্রিকাটি বের হত। এখন বের হয় কিনা জানি না।পত্রিকাটি আমার এতো বেশী ভাল লাগত যে এর কোন লেখাই আমার অ-পড়া থাকত না।
পরীক্ষার এই ভয়াবহ চাপের মধ্যেও শিশু পত্রিকার শহীদ দিবস (২১ শে ফেব্রুয়ারি) সংখ্যার জন্য একটি গল্প লিখে ফেললাম।
আমার এক জন প্রিয় শিক্ষক ছিলেন জনাব মো: জাবেদ আলী মিয়া। একদিন সকালে স্যারকে লেখাটি দেখালাম। তিনি আগ্রহ নিয়েই পড়লেন। আমি জিজ্ঞেস করলাম- স্যার আমি লেখাটি ঢাকার একটি পত্রিকায় পাঠাতে চাই। পাঠাবো কিনা।
স্যার বললেন: দাও পাঠিয়ে।
আমি বললাম: স্যার, ছাপবে তো?
স্যার বললেন: অবশ্যই ছাপবে। না ছাপার মতো তো কিছু লেখ নাই।
সেই দিনই জয়পাড়া পোস্ট অফিসে গিয়ে লেখাটি পোস্ট করলাম। তারপর অপেক্ষার পালা। অবশেষে চলে এলো ফেব্রুয়ারি মাস। শহীদ দিবস সংখ্যাটি চলে এলো ডাকে। পত্রিকাটি খুললাম। অবাক হবার পালা। আমার লেখা ছাপা হয়েছে! নাম - হারানো সন্তান। পত্রিকার শেষ পৃষ্ঠার ঠিক আগে। স্কেচ করেছেন শিল্পী সৈয়দ ইকবাল।
তখন যে আনন্দ পেয়েছিলাম আমি শপথ করে বলতে পারি আমাকে একটি এয়ার বাস কিনে দিলেও সেই আনন্দ আর পাবো না। জীবনে সেই রকম আনন্দ খুব বেশী পাইনি।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া। ভাল থাকবেন।
২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৭
রক্তিম দিগন্ত বলেছেন: অভিনন্দন আপনাকে। লেখালেখিতে আরো এগিয়ে যান। এই দুয়াই করছি।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।সমস্যা হলো আমার লেখার মান খুবই খারাপ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: লেখাটি পড়ে ভালো লাগল।
জীবনে সেই রকম আনন্দ খুব বেশী পাওয়া যায় না.....