নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
কিন্তু কঠোর বাস্তবতা হলো -- পৃথিবীতে ১ সেকেন্ড সময়ও "বর্তমান" বলে নেই।
দুটি কালই মূলতঃ দৃশ্যমান- ভবিষ্যত কাল ও অতীত কাল । যাকে আমরা সবাই "বর্তমান কাল" বলি তা নিতান্তই আপেক্ষিক।
এখন সময় যদি সকাল ৯ টা হয় তাহলে রাত ১২ টা থেকে যদি আজকের দিন শুরু হয়ে থাকে এবংযদি আজকের দিনের শেষ হয় রাত ১২টায় তাহলে ব্যাপারটা ব্যাখ্যার পর্যায়ে চলে আসে। তার মানে আজকের দিনেরই বেশ কিছু সময় "অতীত কাল"-এ চলে গেছে আর বেশ কিছু সময় "ভবিষ্যত কাল"-এ আছে।
সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় বড়ই কঠিন এক জিনিস।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭
লিরিকস বলেছেন: এটা আপনার জন্য।
আমি এখনও সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি। চেষ্টা চলছে। ভেবেছিলাম একদম সঠিক তথ্য নিয়ে হাজির হবো, দেরি হবার জন্য দুঃখিত ভাইয়া।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় বড়ই কঠিন এক জিনিস।
ধরতে চাইলে দেয়না ধরা
আবার কোলে নেয় বয়ে
শিশু আমি বুড়া হলাম
সময়ের কোল বেয়ে.......।।
আপনার লেখার প্রভাবে ছড়াটুবুন প্রসবিত হল