নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
গ্রামের মানুষগুলো এখন আর আগের মতো সহজ-সরল না থাকলেও শহরের মানুষের মতো অতটা খারাপ হয়ে যায়নি। হাল আমলে বর্তমান কালের নোংরা আর বাজে রাজনীতির হাওয়া সেখানেও এসে লেগেছে। এখন গ্রামের মানুষজনও কেউবা এই পার্টি আবার কেউবা সেই পার্টি করে। আগের দিনে কেউ এখনকার মতো পার্টি করত না। এক সময় গ্রামের রাজনীতিকে ভিলেজ পলিটিকস বলা হত। সেই পলিটিকস শহরের লোকেরা বুঝত না । এখন টাউন পলিটিকস আর ভিলেজ পলিটিকস মিলে মিশে একাকার হয়ে গেছে। দুই নোংরা জিনিস মিলে মিশে একাকার হয়ে গেছে। ফলে বের হচ্ছে বাজে দুর্গন্ধ।
গ্রামের মানুষদের সব চেয়ে বড় সুবিধা তারা টাটকা আর তরতাজা শাক-সবজি খেতে পারে। এটা শহরে কল্পনাই করা যেতে পারে না। শহরে যে সব শাকসবজি আসে তা নানা ধরনের বিষাক্ত সার আর পেস্টিসাইড মেশানো। আর তাই শহরে আজকাল এন্টাসিড জাতীয় অষুধের এতো রমরমা বাণিজ্য। কোন কোন অষুধ কোম্পানী আছে যারা কেবল এই অষুধ বেঁচেই চলতে পারে।
আজকাল চালের বস্তায় আর পোকা ধরে না। পোকা ধরবে কি করে। চালের মধ্যে আগেই ইউরিয়া আর নানা ধরনের বিষ মিশিয়ে দেয়া হয়। ফলে এখন পোকারা আর চালের বস্তায় মজা পায না। তবে চাল যখন ভাত হয়ে মানুষের পেটে যায় তখন সেই ভাত ঠিকই ভুর ভুর করে গ্যাস উৎপাদন করে বেড়ায়।
গ্রামের মানুষও এখন ফরমালিন চিনে। কেউ কেউ এখন ফরমালিন এর প্রয়োগও করতে শিখেছে। ভেজাল, বিষাক্ততা আর গ্যাস নিয়েই চলছে আমাদের এই সব দিনরাত্রি।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গ্রামের মানুষই ভাল। এখন শহরের সব সুবিধা গ্রামে বসেই পাওয়া যায়। তাই শহরের নোংরা পরিবেশ কেউ চায় না।
২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০২
আরজু পনি বলেছেন:
ব্যাপারটা আপেক্ষিক...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতে পারে। অনেক কিছুই তো আপেক্ষিক।
৩| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭
লিরিকস বলেছেন: ছোট্ট বেলার মত এসো ফুল তুলিতে যাই
গানটা আমার কাছে নাই ভাইয়া।
সরি।
তবে পাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। গানটি এক সময় অনেক শুনতাম।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৭
মামুন ইসলাম বলেছেন: লেখাতায় বাস্তব্য জীবনের সাথে মিলেছে
পৃথিবীতা নকল আর দুই নম্বর হয়ে গেছে ।
ভাই চাউলে পোকা ধরে না ঠিকই কিনতু পোকা ধরে মানুষের দেহের ভিতরে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হক কথা বলেছেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২১
রাকিব জাভেদ মিন্টু বলেছেন: তবুও বলছি, তুলনামূলক ভাবে গ্রামের মানুষই ভাল