নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমার এক জন অনেক প্রিয় মানুষ। নিয়াজ উদ্দিন পাশা।কাজ করতেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠানে। ক্যাম্পাসে তাঁর দেখা পেলে খুবই ভাল সময় কাটত। বাকৃবি -র কে আর মার্কেটে আড্ডার সময় তিনি প্রায়ই যে কথাটি বলতেন তা হলো এই ক্যাম্পাসে বেড়াতে বের হলে তিনি বলতেন - এই ক্যাম্পাস এতো ভাল লাগে কারণ এখানে চির তারুণ্যের মেলা। আজ থেকে ৫ বছর আগেও তরুণের মেলা ছিল ৫ বছর পরও তারুণ্যের মেলাই থাকবে।
ঠিকই তো । ক্যাম্পাসে যারা অধ্যয়ন করে তাদের বয়স মোটামুটি ২০ থেকে ২৭/২৮ এর মধ্যেই থাকে । তাদের থাকে সীমাহীন স্বপ্ন আর উদ্যম। সেই উদ্যমকে রাজনীতি মুক্ত রাখতে হবে।
©somewhere in net ltd.