নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
ভীভী ছি লন্ঠনঃ আপনারা আমাদের বাংলা অনুষ্ঠান শুনছেন ২৯,৩৫,৫১ ও ৬১ মিটার ব্যান্ডে এবং ঢাকা ও এর আশেপাশে এফ এম ১০০০ মেগাহার্জে।
এখন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ইউরোপ সফর কর্মসূচীর অংশ হিসেবে এই মাত্র বন থেকে হেগ-এ এসেছেন। বিমান বন্দরে তাকে ব্যাপকভাবে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। একটি ছোট্ট শিশু প্রেসিডেন্টোকে ফুলের তোড়া উপহার দেয়।
এই সময় বিউগলে করুণ সুর বাজছিলো।
বিস্তারিত একটু পরেই।
--------------------
বি.দ্রঃ
বন( Bonn)ঃ সাবেক পূর্ব জার্মানীর রাজধানী ও বর্তমান জার্মানীর একটি প্রধান শহর।
হেগ ( Hague)ঃ নেদারল্যান্ডস এর রাজধানী।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাহ! এটা তো জানতাম না। অনেক ভাল লাগল। আরেক জনকে দেখেছিলাম আমি যখন নিউ ইয়র্কে যেতাম ঘুরতে । জাতি সংঘের মহাসচিবকে যতবারই নাম জিজ্ঞেস করতাম উল্টা তিনি আমাকে কফি আনার জন্য অনুরোধ করতেন। জাতি সংঘের সেই মহাসচিবের নামটি আমার কখনোই জানা হয়নি।
অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০
সেমিবস বলেছেন: হুম
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩
চাচা মিয়া বলেছেন:
২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫
সরদার হারুন বলেছেন: আপনার এ জোকটা অনেক অনেক পুরানো। এটার লেখকের নামও কেউ জানেনা ।এটা বর্তমানে প্রবাদে
পরিনিত হয়েছে।
১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথা ঠিক। আমিও অনেক আগে শুনেছি। তারপরও পোস্ট দিলাম। পুরান চাল ভাতে বাড়ে।
আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭
মাহাবুব১৯৭৪ বলেছেন: বন থেকে হেগে এসেছেন? ও দিকে জাপানী রাস্ট্রদুত কে নাম জিজ্ঞাস করলে বলেন তাকিওনা মুতেয়াসি।