নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
মন্ত্রী বিষয়ক জ্ঞান মাঝে মাঝে দরকার পড়তে পারে। তাই এই পোস্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারে মন্ত্রী আছেন মোট ৩২ জন, আর প্রতিমন্ত্রী ১৯ জন।
আর বর্তমান সরকারের সময়ে রদবল ও সম্প্রসারণ হয়েছে মোট পাঁচবার।
প্রথম দফায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়া সৈয়দ আবুল হোসেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া তানজিম আহমদ (সোহেল তাজ) পদত্যাগ করেন। রেলমন্ত্রী সুরঞ্জিত পদত্যাগ করলেও তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রাখা হয়।সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে যোগ হয় সাত নতুন মুখ।
মন্ত্রিসভার অপর সদস্যরা হলেন- আবুল মাল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, শফিক আহমেদ, এ কে খন্দকার, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত (দপ্তরবিহীন),মহীউদ্দীন খান আলমগীর, রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ,এনামুল হক মোস্তফা শহীদ, দিলীপ বড়ুয়া, ওবায়দুল কাদের,রমেশ চন্দ্র সেন, জি এম কাদের, হাসানুল হক ইনু, ফারুক খান, আব্দুর রাজ্জাক, আফসারুল আমীন, আ ফ ম রুহুল হক, দীপু মনি, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, শাজাহান খান, হাছান মাহমুদ, এ এইচ মাহমুদ আলী,মোস্তফা ফারুখ মোহাম্মদ ও মুজিবুল হক ।
প্রতিমন্ত্রীরা হলেন- শামসুল হক টুকু, আব্দুল মান্নান খান, মো. মোতাহার হোসেন, জাহাঙ্গীর কবির নানক, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক, মজিবর রহমান ফকির, প্রমোদ মানকিন, মো. শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, মুস্তাফিজার রহমান ফিজার, দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মুন্নুজান সুফিয়ান, আহাদ আলী সরকার, ইয়াফেস ওসমান, ওমর ফারুক চৌধুরী, আব্দুল হাই ও মেহের আফরোজ।
০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Right!
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৮
ঢাকাবাসী বলেছেন: উপরের অনেকেই অনির্বাচিত, আর উপদেস্টারা তো সারা জীবন মাগনা সরকারী মাখন খেয়েই গেলেন আর মন্ত্রীর মর্যাদায় এখনো খাচ্ছেন।