নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
হরতাল শব্দটি মূলত একটা গুজরাটি শব্দ (গুজরাটিতে હડતાળ বা હડતાલ হাড়্তাল্) যা সর্বাত্মক ধর্মঘটের প্রকাশক। মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন। হরতালের সময় সকল কর্মক্ষেত্র, দোকান, আদালত বন্ধ থাকে। তবে সাধারণত এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, গণমাধ্যমসমূহ এর আওতার বাইরে হয়ে থাকে।
এটা সাধারণত কোনো একটা দাবি আদায় করার বা এর গুরুত্ব বোঝাতে আহ্বান করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দ্রব্যমূল্যের অত্যধিক বা ক্রমবর্ধমান বৃদ্ধি রোধ করার ক্ষেত্রে সরকারি দলের দৃষ্টি আকর্ষণ করতে এর ব্যবহার। এছাড়াও বিভিন্ন কারণে হরতাল ডাকা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সরকার সমর্থিত নয়, এমন সংগঠন, কিংবা বিরোধী দল হরতালের আহ্বান করে থাকে। তবে অরাজনৈতিক কোনো দলও, সরকার-সমর্থিত হওয়াসত্ত্বেয় সরকারের কোনো কাজের বিরোধিতা করতে হরতালের ডাক দিতে পারে।
হরতাল, রূপভেদে বিশ্বের প্রায় সব দেশে বর্তমান থাকলেও ভারতীয় উপমহাদেশেই এই রাজনৈতিক হাতিয়ারটির ব্যবহার বেশি দেখা যায়। তবে বাংলাদেশে হরতাল মূলত চাপিয়ে দেয়া হয়।
কোন একটি দল বিশেষ কোন দাবিতে হরতাল ডাকতেই পারে। এটা ডাকার স্বাধীনতা তাদের যেমন আছে তেমনি এটা না মানার স্বাধীনতাও থাকা উচিত। অর্থাৰ যারা হরতাল আহবানকারীদের দাবী সমর্থন করেন তারা দোকানপাট, গাড়ী চালু রাখবেন না। যারা সমর্থন করেন না তারা দোকানপাট খোলা রাখবেন । গাড়ী ঘোড়া চালু রাখবেন। কিন্তু বাংলাদেশে যদি হরতালে কোন দোকান পাট খোলা রাখা হয় তাহলে হরতালকারীরা ব্যাপক ভাংচুর করে। গাড়ীতে আগুন দেয়। কিন্তু এই সব ঘটনার কোন বিচার হয় না। তাই মানুষ ভয়ের চোটে দোকান পাট, গাড়ী ঘোড়া বন্ধ রাখে।
হরতালের সময় কেউ নিহত হলে তারা কোন বিচার হয় না। গাড়ী পুড়ালে তার কোন বিচার নেই। মনে হয় হরতালের সময় সংবিধান ও দন্ড বিধি স্থগিত রাখা হয়। কিন্তু আসলেই কি তাই?
শান্তিপূর্ণ হরতালের মূল কার্যক্রম হয়ে থাকে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। অর্থাৎ হরতাল সমর্থকরা রাজপথে বেরিয়ে একত্র হয়ে উচ্চস্বরে নিজেদের দাবি-দাওয়া জানান দিয়ে থাকেন। কিন্তু কখনও কখনও এই পদ্ধতির ব্যবহার করতে গিয়ে মাত্রাতিরিক্ত কর্মকান্ডে জড়িয়ে পড়া, কিংবা আইনবহির্ভুত কাজে নেমে যাওয়া হরতালকে শান্তিপূর্ণ রাখে না। তখন আইন-শৃঙ্খলা বাহিনী হরতাল সমর্থকদের বাধা দিতে বিভিন্ন পদ্ধতির ব্যবহার করে থাকেন। এধরণের দাঙ্গা মোকাবেলায় পুলিশের বিশেষ দাঙ্গা বাহিনী নিয়োজিত হয়ে থাকে। পুলিশি সাধারণত লাঠি দিয়ে আঘাত করা (লাঠিচার্জ), গরম পানি ছিটিয়ে দেয়া, কাঁদানে গ্যাস (টিয়াল শেল) ছুঁড়ে দেয়া, কিংবা রাবার-বুলেট দিয়ে গুলি করে আহত করে হরতাল সমর্থকদেরকে ছত্রভঙ্গ করা হয়। কিছু ব্যতিক্রম ক্ষেত্রে পুলিশও বেআইনীভাবে বন্দুকের বাট, কিংবা বুট দিয়ে পিকেটারদের উপর চড়াও হতে দেখা গেছে। পুলিশের এই মারমুখী আচরণ অধিকাংশ সময়ই হরতাল সমর্থকরা সুনজরে দেখেন না। এবং এজন্য তারা পাল্টা আক্রমণ করতে ইট-পাটকেল ছোঁড়েন কিংবা নিরাপত্তা বাহিনীর ছুঁড়ে দেয়া টিয়ার শেল তুলে আবার নিরাপত্তা বাহিনীর দিকেই ছুঁড়ে মারেন। এতে অনেক ক্ষেত্রেই উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটতে দেখা যায়। এসকল ক্ষেত্রে ধৃত পিকেটারদের পুলিশ গ্রেফতার করে কারাগারে নিয়ে যায়।
সত্যিকারভাবে, হরতালের সবচেয়ে বড় হাতিয়ার হলো হরতালকারীদের কন্ঠস্বর। সাধারণত তারা রাজপথে বেরিয়ে চিৎকার করে নিজেদের দাবি-দাওয়া জনসমক্ষে কিংবা গণমাধ্যমের সামনে পেশ করে থাকেন। তবে মিছিল করার ক্ষেত্রে অনেক সময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। এই ধারণায় মিছিল, হরতালের অনেক বড় একটা হাতিয়ার।
কিন্তু বর্তমানে যা হচ্ছে তা হলো এক ধরনের মানবাধিকার লংঘন। কিন্তু কেউ কারো কথা শুনছে না। তাই চলছে দিনের পর দিন হরতাল। সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে।
(সূত্র: উইকিপিডিয়া)
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হরতালের সময় কেউ নিহত হলে তারা কোন বিচার হয় না। গাড়ী পুড়ালে তার কোন বিচার নেই। মনে হয় হরতালের সময় সংবিধান ও দন্ড বিধি স্থগিত রাখা হয়।
যা খুশী তাই করার মুক্ত অধিকার চর্চাই হরতাল।
২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:০২
লোকমান বিন আলী বলেছেন: আমাদের দেশের হরতাল সমর্থক এবং হরতাল বিরোধী উভয়ই সীমা লঙ্ঘন করেন। মূলত হরতাল হচ্ছে একটি প্রতিবাদ, নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করেই কেবল সিদ্ধান্ত নেয়া যায় উক্ত প্রতিবাদের পক্ষে কেমন সাড়া-সমর্থন আছে।
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে আমরা তো সভ্য জাতি হয়ে উঠতে পারিনি। সভ্য দেশে সভ্য আচরণই তো কাম্য।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
সাহাদাত উদরাজী বলেছেন: হরতা ল কিছুতেই মানা যায় না। কিন্তু উপায় নাই! আমিও একটা হরতাল দিতে চাই! হা হা হা.।