নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ছিনতাইকারী মুক্ত দেশ চাই।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

ছিনতাইকারীরা কি সমাজের বন্ধু? মনে হয় না।

আজকাল ছিনতাই অনেক বেড়ে গেছে। পথে ঘাটে নিরীহ মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। অবাধে পার পেয়ে যাচ্ছে তারা। কেউ কিছু বলছে না।

নিরস্ত্র সাধারণ মানুষ কিছু বলতেও পারে না।

জানের মায়ায় টাকা পয়সা দিয়ে দেয়।





বর্তমানে দেশে নানান কিছিমের আন্দোলন চলছে। কিন্তু সন্ত্রাস বিরোধী, ছিনতাই রাহাজানির বিরোধী কোন আন্দোলন কেউ করছে না।



মানুষের অনেক কষ্টের টাকা পয়সা, গয়না-ঘাটি, সহায় সম্বল ছিনতাইকারী নিয়ে যাবে। রাষ্ট্র কি তার সাধারণ নাগরিকদেরকে ছিনতাইকারী মুক্ত পরিবেশটুকু দেবে না?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

জাতির চাচা বলেছেন: আপনে্তো দেখি বাংলা পরীক্ষার সময় অংক নিয়া বসছেন !! নাহ আপনারে দিয়া হবেনা।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাচা, আপনি তো জাতির চাচা, আপনাকেই বলি।

আমার এক কলিগ বেতনের টাকা নিয়ে আসছিলেন ব্যাংক থেকে। ব্যাংক থেকের আসার পথে টাকাগুলো মাল ধরে নিয়ে গেল।

এক মাসের কামাই। এটা কিন্তু ঠিকাদারী কিংবা ঘুষের ২ নম্বর কামাই নয়।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

পুংটা বলেছেন: ছিনতাইকারীর ফাসি চাই। :-P

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ফাসি চাই না। নিজের হাতে ফুটা করতে চাই ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

আহমেদ সাব্বির পল্লব বলেছেন:


ছিনতাই এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১২টা থেকে দেশব্যাপী ৬ ঘন্টার লাগাতার হরতাল.......

মজা করলাম ... মাইন্ড কইরেন না.....আপনার কলিগের জন্য অনেক সমবেদনা...

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হরতাল ডাকাটা আমার কোন কালেই সমর্থন করি না। হরতালে কোন লাভ নাই। তবে আমার হাতে একটা মাল থাকলে ঠুস করে ফটিয়ে দিব যে কোন ছিনতাইকারীকে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

তানজিমস্‌ বলেছেন: বর্তমানে দেশে নানান কিছিমের আন্দোলন চলছে। কিন্তু সন্ত্রাস বিরোধী, ছিনতাই রাহাজানির বিরোধী কোন আন্দোলন কেউ করছে না।

ভাই এইসব আন্দোলন হবেনা কারন ধান্দাবাজদের নগদ ফাইদা নাই যে... B:-/

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই। আসলে এদেশে কামের কাম কেউ করতে চায় না।

১৯৮৯ সালে একবার সালমান রুশদীর ফাসি চাইয়া মিছিল করছিলাম। মাগার কোন ফাসি হয়না।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

চানাচুর বলেছেন: আসলে দেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। মানুষ অনেক অভাবে আছে। এই অবস্থায় চুরি ছিনতাই বেড়ে যাবে এটাই স্বাভাবিক। কিছু বলার নেই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে। চুরি, ছিনতাই টাইপ অপরাধ যে নেশাগ্রস্থ মানুষজনই করে তা তো না। অভাবী মানুষজনও করে।

আর কিছু বলার নেই। আমারও কাল ছিনতাই হয়েছে। আমি অনেক ভয় পেয়েছি। আব্বু আমাকে ঐ কথাগুলোই বলেছে তাই আপনাকেও বললাম:(

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক সুন্দর বলেছেন। তবে এটা প্রতিরোধ করা উচিত। সাধারণ মানুষ অনেক কষ্ট করে টাকা রোজগার করে, ভাই। এটা রাজনীতিকদের মতো সহজ উপায়ে টাকা তো আর আমাদের হয় না। আমাদের টাকা অনেক কষ্টের।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

চানাচুর বলেছেন: আসলে দেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। মানুষ অনেক অভাবে আছে। এই অবস্থায় চুরি ছিনতাই বেড়ে যাবে এটাই স্বাভাবিক। কিছু বলার নেই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে। চুরি, ছিনতাই টাইপ অপরাধ যে নেশাগ্রস্থ মানুষজনই করে তা তো না। অভাবী মানুষজনও করে।

আর কিছু বলার নেই। আমারও কাল ছিনতাই হয়েছে। আমি অনেক ভয় পেয়েছি। আব্বু আমাকে ঐ কথাগুলোই বলেছে তাই আপনাকেও বললাম:(

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারপরও সরকারের উচিত ছিনতাইকারী আর মাস্তানদেরকে ঠেকানো।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

চানাচুর বলেছেন: আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি না। ছিনতাই মানে শুধু টাকা পয়সা চলে যাওয়াই না ভাই, আমাদের জীবনের ঝুঁকিও আছে :(

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হা ঠিক তাই।
তারা প্রথমেই অস্ত্র দেখায়। জানের প্রতি সীমাহীন মায়াবোধ থেকেই আমাদের সব উপার্জন তাদের হাতে পরম বিনয়ের সাথে তুলে দিই।

ধন্যবাদ।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

চানাচুর বলেছেন: মনের অবস্থা বুঝতে পারছি* হবে।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

এসএমফারুক৮৮ বলেছেন: সত্যিই বেড়ে গিয়েছে ছিনতাইকারীর সংখ্যা। মনে হয় দেশের বিদ্যমান অস্থিরতার সুযোগ নিচ্ছে তারা।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই দেশে সবাই সুযোগ নেয়। কেউ কুযোগ নিতে চায় না।
ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.