নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

“আমি তোমাকে ভালবাসি” বলা কি ঠিক?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

“আমি তোমাকে ভালবাসি” বলা কি ঠিক?





"একটা ছেলে একটা মেয়েকে বলছে “আমি তোমাকে ভালবাসি” এটা আমার কাছে হাস্যকর মনে হয়।"



অনেক জনপ্রিয় এক জন লেখকের লাইন এটা।



একটা ছেলে একটা মেয়েকে কিংবা একটা মেয়েকে “আমি তোমাকে ভালবাসি” বলতেই পারে। কিন্তু তা হাস্যকর মনে হবে কেন? আমার কাছে এটা খুবই স্বাভাবিক মনে হয়। একটি ছেলে যদি একটি মেয়েকে ভালবাসে তাহলে সে চিতকার করেও বলতে পারে , “আমি তোমাকে ভালবাসি” ! কিংবা একান্তেও বলতে পারে, “আমি তোমাকে ভালবাসি” ।



প্রিয় সহব্লগারগণ কি বলেন?



একটা ছেলে একটা মেয়েকে বলছে “আমি তোমাকে ভালবাসি” । এটা কি আপনাদের কাছে হাস্যকর বলে মনে হয়??





[হুমাযূন আহমেদের প্রেমের গল্প - বইয়ের ভূমিকায় লেখক উক্ত অভিমত প্রকাশ করেছেন। ]



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

সাব্বির শাহরিয়ার বলেছেন: অবশ্যই হাস্যকর। কথা নাই বার্তা নাই এসে বলে বালোবাসি। এইটা কিছু হইলো?
আজকাল কি হয়? একটা ছেলে অথবা মেয়ে কাউকে দেখে, দেখার পর মনে করে, "আরে এর সাথেই তো প্রেম করতে হবে।" কারন তার মধ্যে কিছু আছে যা বাইরে থেকে দেখা যাচ্ছে।
এখন খাতির করার পালা। খাতিরটা হয়ে গেলেই "I Love You"
এখন যাকে I Love You বলা হয়েছে, সে চিন্তা করবে " এর মধ্যে কি আছে যার জন্যে তাকে গ্রহন করা যায়" :P
যখন দেখবে যে তার যা চাওয়া সব এই মানুষটা পুরন করতে পারবে তখন বলবে, আমিও তোমাকে ভালোবাসি। হা হা হা
মজার ব্যাপার হচ্ছে, এই ভাবে তারা ৩ মাস সময় কাটিয়ে দিবে ভালোবাসি বলে, যদিও তারা আসলে কতটুকু ভালোবাসে সন্দেহ আছে।
মাসখানেক পর তাদের সঙ্গ একটা অভ্যাসে পরিনত হয়। তখন মনে হয় একে-অন্যকে ছাড়া বাঁচতেই পারবে না।

যাইহোক, আমার মতে প্রপোজ করে ভালোবাসা হয় না। এটা হয়ে যায়। :D

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: " অবশ্যই হাস্যকর। কথা নাই বার্তা নাই এসে বলে বালোবাসি। এইটা কিছু হইলো? "

বিষয়টি কিন্তু তা নয়। যাকে আপনি ভালোবাসেন সেটা আপনার স্ত্রীও হতে পারেন কিংবা আপনার প্রেমিকা ও হতে পারেন। যাকে ভালোবাসেন তাকে কোটি কোটি কবার আমি তোমাকে ভালোবাসি বললে বিষয়টি কি আসলেই হাস্যকর হবে?


আমার কিন্তু তা মনে হয় না।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

উথালপাতাল বলেছেন:

@সাব্বির শাহরিয়ার বলেছেন "যাইহোক, আমার মতে প্রপোজ করে ভালোবাসা হয় না। এটা হয়ে যায়। "

সহমত।

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তো অনেক মজার। ধন্যবাদ।

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !!!!

৫| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

শ্রাবণ জল বলেছেন: ভালবাসার মানুষকে "ভালবাসি" বলাতে হাসির কিছু নেই।

এই একটা শব্দ সবাই ব্যাবহার করলেও, প্রতিটা সম্পর্কের বেলায় এর গভীরতা আলাদা। জানি না বোঝাতে পারলাম কি না।

ভাল থাকবেন।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক সুন্দর আর সাবলীল বলেছেন। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

জানতে চায় বলেছেন: :|
কিছুই বলার নাই

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না বললেও তো অনেক সময় বলতে হয়।
ভাল থাকবেন।

৭| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ড. জেকিল বলেছেন: ভালো হোক আর খারাপ হোক এখনো তো কাউকে বলাই হলনা :| :| :(( :(( :!>

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Time will come then you will say. সময় আসবে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.