নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমাদের দেশে যারা ব্যবসা করেন কিংবা রাজনীতি তারা কেবল টাকাটাই চিনেন। কেবল সুযোগ খুজতে থাকেন কি করে দু’পযসা কামিয়ে নেয়া যায়।
আজ পরিবহন ব্যবসায়ীদের কথা বলতে চাই।
যারা বাস বা এই জাতীয় পরিবহনের মালিক তারা খালি গুণে গুণে টাকা নেন যাত্রীদের কাছ থেকে। যাত্রীদেরকে সামান্য সুযোগ-সুবিধা দিতে চান না।
ঢাকা শহরে যে সব বাস, মিনিবাস, বিগবাস, অটো চলে তার কোনটাই স্বাস্থ্যকন নয়। মানে সিট গুলো ১৪ বছরে একবারও পরিস্কার করা হয় না। ভেতরে ধোলাবালি গিজ গিজকরে। লোহার না অংশ বের হয়ে থাকে যাতে মানুষের জামা কাপড় ছিড়ে যায় । যাত্রীদের ব্যাগ রাখার কোন ব্যবস্থা নেই।
একথা না বললেও চলে যে পরিবহন খুব লাভজনক একটা ব্যবসা। বাসে যে কয়জন মানুষ মানুষ বসে যায় তার চেয়ে ঢেড় বেশী মানুষ দাড়িয়ে যায়। যে সব মানুষ দাড়িয়ে যায় তারা যে ভাড়া দেয় তা হল লাভের উপর সোয়া সের লাভ।
কাউন্টার করে যে বাস গুলো চলে তার ভাড়া অনেক বেশী। কিন্তু সেবার মান সাধারণ বাসের মতোই। সেখানে দাড়িয়ে যেতে হয়। মানুষের পায়ের পারা খেতে হয়।
সাধারণত শহরে যাতায়াতের জন্য কম আয়ের মানুষই বাসে যাতায়াত করে। তবে আন্তজেলা চলাচলের জন্য সব ধরনের আয়ের মানুষই বাস ব্যবহার করে।
যাত্রীরাও মানুষ। আর আশ্চর্যজনক কথা বল বাসের মালিকরাও মানুষ। মানুষে হয়ে মানুষের সেবা করা উচিত। আমাদের দেশের একটা শ্রেণী তো নির্বাচন এলে দেশ আর দশের সেবা করার জন্য হুমড়ি খেয়ে পড়ে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেশের এক শ্রেণীর মানুষ তো নির্বাচনের আগে মানুষের সেবা করার জন্য হুমড়ি খেয়ে পড়ে।
আর নির্বাচন শেষ হয়ে গেলে তাদের সেবা করে কুল পায় না জনতা।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০
শূন্য পথিক বলেছেন: আর সেবা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দিনে দিনে বড্ড অসুস্থ হয়ে যাচ্ছে এদেশের মানুষ গুলো। তাদের পথ দেখাবার কেউ নেই।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
বোকামন বলেছেন: মানুষে হয়ে মানুষের সেবা করা উচিত। এই মানুষেরই যে বড় অভাব
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নির্বাচনের সময় এই ধরনের মানুষের কোন আকাল দেখি না।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
সরলপাঠ বলেছেন: বাসের মালিক শ্রমিকরাতো চোখ তুলে মানুষের সেব করতে চায়।