নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
সময়টা ১৯৮৮ সালের ডিসেম্বর মাস। স্কুল জীবনের শেষ প্রায়। আমার টেস্ট পরীক্ষা শেষ। রেজাল্টা দেবে।
আমি গ্রামের স্কুলে পড়ি। ঢাকা থেকে ডাক যোগে মাসিক শিশৃ পত্রিকা পড়ি। বাংলাদেশ শিশু একাডেমী থেকে পত্রিকাটি বের হত। এখন বের হয় কিনা জানি না।
শিশু পত্রিকার শহীদ দিবস (২১ শে ফেব্রুয়ারি) সংখ্যার জন্য একটি গল্প লিখে ফেললাম।
আমার এক জন প্রিয় শিক্ষক ছিলেন জনাব মো: জাবেদ আলী। স্যারকে লেখাটি দেখালাম। তিনি পড়লেন। আমি জিজ্ঞেস করলাম- স্যার আমি লেখাটি ঢাকার একটি পত্রিকায় পাঠাতে চাই।
স্যার বললেন: দাও পাঠিয়ে।
আমি বললাম: স্যার, ছাপবে তো?
স্যার বললেন: অবশ্যই ছাপবে। না ছাপার মতো তো কিছু লেখ নাই।
সেই দিনই জয়পাড়া পোস্ট অফিসে গিয়ে লেখাটি পোস্ট করলাম। তারপর অপেক্ষার পালা। শহীদ দিবস সংখ্যাটি চলে এলো ডাকে।
পত্রিকাটি খুললাম। অবাক হবার পালা। আমার লেখা ছাপা হয়েছে! নাম - হারানো সন্তান। পত্রিকার শেষ পৃষ্ঠার ঠিক আগে। স্কেচ করেছেন শিল্পী সৈয়দ ইকবাল।
তখন যে আনন্দ লেড়েছিল জীবনে সেই রকম আনন্দ খুব বেশী পাইনি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখাটি আমার সংগ্রহে নেই। জানি না কোথায় যে হারিয়ে গেল।
অনেক ধন্যবাদ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
স্পাইসিস্পাই001 বলেছেন: সংগ্রহে রাখা উচিত ছিল .........
যাই হোক .....ভাল থাকবেন,,,,,,,,,,
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এত বছরে জীবনে কত চড়াই উতরাই গেল। কত কিছু হারিয়ে গেছে।
তবে চেষ্টা করব যোগাড় করতে ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
স্পাইসিস্পাই001 বলেছেন: লেখাটা পড়তে পারলে ভাল লাগতো.......
ধন্যবাদ .... ভাল থাকবেন.......