নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমি যখন অপয়া -০১

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

অপয়া শব্দটির বাংলা মানে খুব সুবিধার নয়। [অপয়া [ apaỷā ] বিণ. কুলক্ষণযুক্ত, অলক্ষণা, অলক্ষুনে; পয়মন্ত নয় এমন]। আমার নিজের ক্ষেত্রে এই শব্দটি প্রায় কেন জানি মিলে যায়। যেমন আমি যে বাসে উঠি সে বাসটি মাঝপথে নষ্ট হয়ে যাবে। আমি যে রিক্সায় উঠি তার চেইন পড়তে থাকবে বারবার। এমনকি চাক্কাও ফেটে যেতে পারে।

একবার দোহারের জয়পাড়া থেকে বাসে করে ঢাকা আসছিলাম। সময়টা ১৯৯৪ সালের কোন এক দিন। দোহারের বাসগুলো তখন সবে মাত্র শ্রীনগর হয়ে ঢাকা আসা শুরু করেছে। আমি যে বাসটিতে আসছিলমা তার নাম - যমুনা। শ্রীনগর উপজেলার কামারগাও পার হতেই বাসটি হঠাৎ করে বিকল হয়ে থেমে গেল। সবাই বিরক্তি সহকারে নেমে গেল। কারো কারো জরুরী প্রয়োজন। তারা হায় হুতাশ করতে লাগল। তখন এখনকার মতো এতো বেশী বাস চলত না। তাই কখন যে তারা ঢাকায় যাবে চিন্তায় তারা অস্থির হয়ে গেল। যাদের চাকরি তাদের তো সঠিক সময়ে পৌছাতে হবে। কেউ কেউ আজে বাজে বকা দিতে লাগল।



কিন্তু কেউ জানত না যে বাসটি কেন বন্ধ হয়ে গেল। অপয়া আমি সেই বাসের যাত্রী ছিলাম বলেই না বাস ব্যাটা ইচ্ছে করেই বিকল হয়ে গেল।



এটা তো গেল বাসের ব্যাপার। আগামী পর্বে আমি প্লেনে উঠলেও যে বিকল হয়ে যায় সেই কাহিনী বলব।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

লাবনী আক্তার বলেছেন: অপয়া শব্দটি এতো দিন জানতাম মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন দেখি পুরুষের ক্ষেত্রে ও হয়। :D

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
দেখুন অপয়া বলে কিছু নাই । সবই ভাগ্য । আপনাকে হয়ত এভাবেই পরীক্ষা করা হচ্ছে । অপয়া এক ধরনের শিরকই শব্দ যার সৃষ্টি হয়েছে আদি অগ্নি উপাসনা ধর্ম থেকে । তখন তাদের বিশ্বাস ছিল অমুলক কিন্তু আধুনিক যুগে এখন সেই সনাতন ধর্ম বিশ্বাসীরাও আর অপয়া বলে কিছু নাই এই মতে বিশ্বাসী তবে তারা বিশ্বাস করে এখনও যে খারাপ আত্মা বলে কিছু আছে যা মানুষের অমঙ্গল ঘটায়। কিন্তু ইসলাম সেটা কোনভাবেই সমর্থন করেনা । বরং সবকিছুই (ভাল/মন্দ) মানুষের উপর পরীক্ষা মূলক। ভাই আবার কিছু মনে করবেন না অনেক বেশী কথা বলে ফেললাম ।

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাগ্য বলেন আর যাই বলেন আমার জীবনে এই রকম ঘটনাই বেশী। শুনলে অবাক হবেন।



অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

নিয়েল ( হিমু ) বলেছেন: খাইছেরে । B:-) B:-)

তবে এর সলুশন হচ্ছে আপনার ওজন কমান :-B :-B

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওজন কমালে কি লাভ?


আমার ওজন এমনিতেই খুব বেশী নয়।


৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

শিপন মোল্লা বলেছেন: অপয়া ভাই কিন্ত সামু তো ঠিকই চলছে এর তো কিছু হয়নাই সেই ২০১০ থেকে লিখছেন। তার মানে আপনি অপয়া না আমাদের প্রিয় ব্লিয়ান্ট সাজ্জাদ ভাই।


পোস্ট এ মাইনাস।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই খানেও তো আরেক অপয়া কাহিনী। এতো বছর ধরে ব্লগে আছি অথচ কয় জন পাঠক আমার পোস্ট পড়ে!

পোস্ট এ মাইনাস দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

s r jony বলেছেন: আরে , এত দিন কই ছিলেন??? আপনাকেই তো দরকার আমার!!!

এখন থেকে আমার সাথে ক্যাচাল করতে যে আসবে, তার ব্লগে আপনাকে পাঠিয়ে দিমু। আপনার অপয়া'তে তাদের ব্লগ হ্যাং/মিসিং/সার্ভার ড্যামেজ/ কিছু একটা হইব। B-) B-)

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক মজার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

ডেনজারাসবয় বলেছেন: :D :D :D :D :D

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.