নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ইসলাম নিয়ে কেন অনেকের এত জ্বলে?

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩১

ইসলাম মানে আত্মসমর্পণ।
কার কাছে?
আল্লাহর কাছে। কিভাবে সেটা হবে?
আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাম যেভাবে বলেছেন, দেখিয়েছেন সেভাবে।

তাহলে অনেকের ইসলাম নিয়ে এত সমস্যা কেন?

কারণ হতে পারেঃ
- ইসলাম থাকলে নারীলিপ্সুরা নারী নিয়ে নাড়াচাড়া করতে পারবে না
- সুদ, ঘুষ, দুর্নীতি থাকবে না
- বাজে কাজে সময় দেয়া যাবে না
- ভবঘুরে হওয়া যাবে না
- শরীয় নিয়ম মানতে হবে
- দায়িত্ব নিতে হবে, দায়িত্ব অস্বীকার করা যাবে না নানা থিউরির কথা বলে
- মাপে কম দেয়া যাবে না
- অবৈধ প্রেম থাকবে না
- যাস্ট ফ্রেন্ড, নাইট হ্যাং আউট থাকবে না
- পরকীয়া থাকবে না, কারণ এটা করলেই রজম করা হবে
- নাটক, সিনেমা এখন যা দেখি থাকবে না। (এগুলা আসলেই কারও কোন কাজে আসে না; সময়, অর্থ অপচয় - তিন ঘন্টা মুভি না দেখে তিন ঘন্টা একটা স্কিল শিখলে কাজে আসে, নিজের ও দেশের উপকার ও আয় উন্নতি হয়)
- সামাজিক, মানসিক অবস্থা ভাল থাকবে
- পরিবারে শান্তি থাকবে
- কাবিন ব্যবসায়ীরা থাকবে না
- ভূয়া যৌতুক, নারী নির্যাতন মামলা থাকবে না
- বিউটি পণ্য বিক্রি অনেক কমে যাবে
- "সুন্দরী" প্রতিযোগিতা থাকবে না
- আপনার সংসারে অযথা নাক গলানোর লোক কমে যাবে, কারণ তার নিজেরও অনেক দায়িত্ব থাকবে তখন


এখন চিন্তা করেন, এসব না থাকলে কি ভাল লাগে?
এজন্যই ইসলামকে অনেকে দেখতে পারে না। খুঁজে খুঁজে অবান্তর, উদ্ভট কিছু নিয়ে আসে!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



ইসলাম হলো বেদুইনদের জন্য ১টি পুর্ণাংগ জীবন ব্যবস্হা।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪৬

মেঘনা বলেছেন: ইসলাম নিয়ে অনেকের জ্বলে না আসলে ভয় পায়। ওই যে চৌদ্দ দফার কথা বললেন না - তার মধ্যে শরীয়া আইনের কথা আছে। সেডাই আসল তাইনা। তো অনেক দেশে কম বেশি শরিয়া আইন আছে, যেমন আফগানিস্তান। এই আইনে প্রাইমারি স্কুলের পরে মেয়েরা পড়াশোনা করতে পারে না। কারণ নয় বছরেই মেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে যায় এবং নয় বছরে বিবাহ দেওয়াটাই ধর্মীয় আইনে সঠিক। এরপর তারা আজীবন বোরখার নিচে থাকবে এবং স্বামীদের যৌন চাহিদা নিবারণ করবে, তাইনা। তো সমস্যা হইতাছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা, বিশেষ করে যাদের নয়-দশ বছরের মেয়ে আছে, তারা ধর্মপ্রাণ হওয়া সত্বেও এখনো নিজের মেয়ের ওই জীবনটাকে মাইনা নিতে পারেনা। ভবিষ্যতে কিভাবে জানা নাই।

। এই জন্যই জ্বলে, এইটা ভয়ের জ্বলন। এবং মুসলমানদেরই জ্বলে।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনে কি কোরআন পড়েন?

৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:০০

আহরণ বলেছেন: গাজা, লেবানন, কাশ্মীর, রহিঙ্গা, সিরিয়া, উইঘুর.... এ ইসলামের যে জয়জয়াকার দশা!!!?? আর তাতেই বেদুইন ধর্ম নিয়ে অন্যদের এত জ্বলে। বুঝাতে পেরেছি, @ মুমিন ভাইয়া??

৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৯

এম ডি মুসা বলেছেন: ইসলাম এর পটভূমি পরিবর্তন করে চলছে। হাদীস উপর বিশ্বাস বাড়িয়ে কোরআন আয়াত কে এড়িয়ে যাওয়ার ফলে এই ইসলাম মানুষের থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে গেছে।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার পোস্টের নিচে দুইটা পোস্ট দেখলাম ২ টা ছাগল ভ্যা ভ্যা করছে, মুখদিয়ে বিষ্টা ছড়াচ্ছে।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৭

রানার ব্লগ বলেছেন: ইসলাম নিয়ে আলাদা করে কারোই জ্বলে না। যে দেশে যে ধর্ম প্রচারের নামে বুজরুকি করা হয় সেই সেই দেশে সেই সেই ধর্মের মানুষের সেই সেই ধর্ম নিয়া জ্বলা জ্বলি হয়। আমাদের দেশের হাভাতে ভিক্ষুক প্রজাতির ৯৯ শতাংশ মৌলোভীদের ব্যাবসায়ীক জ্বলুনীবোধ বেশি৷

৮| ২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার পোস্টের নিচে দুইটা পোস্ট দেখলাম ২ টা ছাগল ভ্যা ভ্যা করছে, মুখদিয়ে বিষ্টা ছড়াচ্ছে-২

ইসলাম বিদ্বেষীতে ভরে গেছে ব্লগ।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৬

নতুন বলেছেন: বিশ্বের কোন দেশেই ধর্মীয় নীতি মেনে ভালো রাস্টের ইতিহাস নাই।

ধর্মীয় কাহিনিতেও ঘাপলা আছে, হিন্দু,খৃস্টান,বৌদ্ধ ধর্ম এখন সামাজিক রীতি হিসেবে পালিত হয়।

ইসলামও তাই। ঈদের জামাতে ৯৫% মুসলমান নামাজ পড়তে আসে। কিন্তু প্রতিদিন মসজিতে ফরজে ৫% জামাতে নামাজ আদায় করে, (যাদেরকে সত্যিকারের অনুসায়ী বলতে পারেন)।

ধর্ম মানুষকে নিয়ন্ত্রনের আরেকটা হাতিয়ার মাত্র। রাজা বাদসারা এটার খুবই ভালো ব্যবহার করেছেন। এখনো সেটাই চলছে।

সামনে ধর্মের প্রভাব আরো কমে যাবে।

১০| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ইসলামের আলোয় আলোকিত হোক বিশ্ব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.