নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম আমি একজন ছেলে বয়স ২৪ আমি ৮ মাস জাবত বিয়ে করেছি বিয়েটা আমার পরিবারের ইচ্ছাতেই হয়েছে বিশেষ করে আমার মায়ের জোরাজুরিতে আমি প্রথমে না বললেও পরে রাজি হই. আমার মাকে আমি বলছিলাম আর ২ টা বছর পরে বিয়েটা করি সব পারিবারিক দেনা পাওনা শেষ করি তারপর না হয়. কিন্তু অনেক বলার পর আমি রাজি হই মেয়ের দিক থেকে মানে বউয়ের দিকে কোন ঝামেলা নাই ঝামেলা হইলো বিয়ের ৩ মাস পরে, আমার মায়ের কথা বিয়ে হইছে কিছু কেন দিলো না যতো গরিব হোক কিছু তো দিবে অরা এত গরিব কেন? অথচ মেয়ে নিজেই পছন্দ করছে উনি এবং বিয়ের ৩ দিন আগে আমি মেয়েকে দেখছি. আমার মেয়ের পরিবার থেকে বিয়ের আগেই আমি জানাইছিলাম আমার একটা সুতাও লাগবে না এবং এটা আপ্নারা ঘর সাজানো নামেও লাগবে না, কেন আমি না করছি এইসব নিয়েই আমার মার সাথে আমার জগরা এইসব নানান কথা তার ভিতরে আরেক কথা আমি একটা জব করি যার মাসিক সেলারি ৩৩ হাজার টাকা তো আমি বাসায় প্রতিমাসে ২০+হাজার টাকা দিয়ে থাকি কিন্তু আমার মার কথা হচ্ছে কেন আমি আরও টাকা দি না?এইসব নিয়ে অনেকবার পারিবারিক ভাবেই অনেক কথা হয়েছে কিন্তু উনি বুঝেন না যার নানান বিষয় নিয়ে সারাদিন বউয়ের সাথে লেগেই থাকে মানুষ এর থেকে কান পড়া নিয়ে এইসব নিয়ে পারিবারিক ভাবে সারাদিন লেগেই থাকে আমি অনেক চেয়েছি জয়েন ভাবে থাকার জন্য কিন্তু এখন আমি আর পারতেছি না আমার বাবাও আমার মাকে বুঝায় কিন্তু কিছুতেই বুঝে না উনি কয়েকদিন পরে পরে এইসব বিষয় নিয়ে ঝামেলা করে এই বিষয় টা শেয়ার করার এক্টাই কারন এখন আমার করনীয় কি?? খারাপ মন্তব্য না করে একজন সাহায্য চাওয়া মানুষের সাহায্য মূলক কথা বলুন ধন্যবা।
.
।
আপনার মা-কে কয়েকদিন যৌতুক চাইবার জন্য ঘুরিয়ে আনা খুব দরকার। আপনার সংসার যদি ভাঙে সেটা আপনার মায়ের লোভের জন্য হবে। আপনার কাজ হল খুবই কঠোর হওয়া, বেয়াদবি নয়। আর বাসায় ২০+ টাকা দেয়া বন্ধ করুন বা কমিয়ে ১০ করুন আর স্ত্রীকে নিয়ে দ্রুত আলাদা বাসায় থাকুন। নইলে দুইজনকেই হারাবেন।
অবশ্য আরেকটা কাজ করতে পারেন - আপনার বাবাকে আরেকটা বিয়ে করিয়ে দিন,আপনার মায়ের সব আশা পূরণ হয়ে যাবে।
©somewhere in net ltd.