নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে কিছু কথাঃ

০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে কিছু কথাঃ
অধ্যয়ন জীবনের একটা গুরুত্বপূর্ণ ও বলা যায় শেষ ধাপ বিশ্ববিদ্যালয়। এ পর্যন্ত আসার সামর্থ্য অনেকেরই হয় না, হলেও অনেকে মাঝে পথে ঝড়ে যায়। তারপর, যারা পার হয়, ঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই কাঙ্খিত পর্যায়ে পৌঁছায় না। তাদের নিয়ে কিছু কথা বলার আগে বলে নিচ্ছি যে নিচের শর্তগুলোতে আপনি না পড়লে বাকীটা আপনার জন্য নয়ঃ
ক. যাদের অবস্থা “ভাল”, প্রাইভেট গাড়িতে চলাচল করে, তাদের জন্য নয়, কারণ আমি নিজে সে পর্যায়ের না। তাই আপনাদের কোন উপদেশ দিতে না পারায় দুঃখিত।
খ. যারা দ্বীন পালন করেন না, বা করতে চান না মানে ইসলাম বিদ্বেষী, তাদের জন্যও না।
গ. যাদের পিতা-মাতা, অভিভাবক নিয়মিত গাইড করেন, তাদের জন্যও নয়, কারণ যা বলব তা তাদের জন্য যাদের অভিভাবক গাইড করতে পারেন না, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াতেই অবস্থা খারাপ। এতটুকুই অনেক। সেটার জন্য কৃতজ্ঞ, নইলে আজ আমি এই লিখা পর্যন্ত ও আপনি এই লিখা পড়তে আসতে পারতেন না।
ঘ. অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী, কারণ, বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারীরা নিজেরাই অনেক কিছু বুঝে নেয়। আপনারাও আমন্ত্রিত।

এবার আসল কথায় আসা যাকঃ
১. বিশ্ববিদ্যালয় জীবন কিভাবে কাটানো উচিৎ - ?
এক কথায় উত্তর হল – সেভাবে যা আপনার বর্তমান ও ভবিষ্যটাকে ঠিকভাবে গুছিয়ে নিবে।
পড়ালেখাঃ এটার দুইটা ধরণ; ১. মার্ক ভাল পাওয়া, যা দরকার তার সবই করা, দিন শেষে, CGPA থাকবে, অন্য কিছু না।
২. অবশ্যই শেখা, নইলে অসম্মানিত হতে হবে।
টিউশনিঃ অবশ্যই করা উচিৎ। অনেক কিছু শিখতে পারবেন। মানুষের ব্যবহার, ছাত্র-ছাত্রী কেমন হয় সেটা কাছ থেকে দেখার সুযোগ মিলবে।
কোচিংয়ে পড়ানোঃ সুযোগ পেলে করা উচিৎ। বিশেষ করে নিজ এলাকায়।
ফ্রিল্যান্সিংঃ কিছু একটা শিখে করা উচিৎ। এটা জীবনের একটা অলিখিত অর্জন।
ব্যবসায়ঃ পড়ার পাশাপাশি ব্যবসার চেষ্টা করা উচিৎ। তাহলে আর চাকরির জন্য বসে থাকা লাগবে না। বই বিক্রি, হাতের কাজের জিনিস, মৌসুমি ফল, মধু, তৈল – এসবের ব্যবসায় দিয়ে শুরু করা যায়।
ভিন্ন কিছু শেখাঃ এমন কিছু শেখা উচিৎ যা এক ধাক্কায় যে কেউ বলবে ওটা আপনার কাজ নয়।
সফট স্কিল শেখাঃ কম্পিউটার, ছবি তোলা, ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্স, বক্তৃতা দেয়া, প্রেজেনটেশন দেয়া, যোগাযোগ দক্ষতা, ইমেইল করা, গুগল সার্চ করা, নিরাপত্তা বিষয়ে শেখা, দরকারি আইনগুলা জানা – এসব একটা একটা করে শেখা উচিৎ। গ্রুপ করে শিখলে আরও ভাল।
ভাষা শেখাঃ আরবিটা আবশ্যক। এই ভাষায় এত সুন্দর করে গভীর ভাব প্রকাশ করা যায়, সেটা বলার অপেক্ষা রাখে না। এর পর, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, ইটালিয়ান,কোরিয়ানসহ অন্য যেকয়টা ভাল লাগে শেখা দরকার। ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে বলার আলাদা করে কিছু নাই।
ইলম অর্জনঃ এটা সবচে গুরুত্বপূর্ণ। জেনারেলের অধিকাংশেরই শরীয়া নিয়ে কোন ধারণা নেই। বিয়ে, তালাক, গোসল, লেনদেন, হারাম, হালাল, ফিকহ, বিভিন্ন মাসাইল, রুকইয়াহ, সন্তান পালন,পারিবারিক জীবন ব্যবস্থা, পিতা-মাতার সেবা, শক্ত পরিস্থিতি সামলানো, ডিপ্রেশন মোকাবিলা – এসব নিয়ে কোন ধারণা নাই – এমন অনেক পাওয়া যাবে। তাই, উস্তাযের কাছে, সোহবতে ইলম অর্জন আবশ্যক। শুধু বই থেকে অর্জন করলে বিপথে যাওয়ার অনেক সম্ভাবনা আছে।

প্রেমে না জড়ানোঃ প্রয়োজন হলে বিয়ে করুন, ভুলেও প্রেম নয়। কারণ, এটা হারাম, এটা যিনা, এটা অশ্লীলতার বাহন। মাহরাম, গায়রে মাহরাম মেনে চলুন।
মনে রাখুন – পুরুষের জীবনের অধিকাংশ সমস্যা হয় গায়রে মাহরাম নারী থেকে, আবার নারীর জীবনের অধিকাংশ সমস্যা হয় গায়রে মাহরাম পুরুষ থেকে।

একটা মূলনীতিঃ আল্লাহর উপর ভরসা রাখুন, সুন্নাহ্ অনুসরণ করুন। ইলম অর্জন করুন। দ্বীন চর্চা করুন, দাওয়াত দিন। নইলে জীবনে অনেক ভূল করে ফেলবেন। শোধরানোর সুযোগ পাবেন না।

নেটওয়ার্ক তৈরিঃ আপনার আগের ৫ ব্যাচ ও পরের ১০ ব্যাচ – এদের সাথে যোগাযোগ রক্ষা করুন। শুধু নিজের ডিপার্টমেন্ট না, অন্য ফ্যাকালটির অন্যান্য ডিপার্টমেন্টেও!

গুটিবাজি শিখুন, চাকরিতে খুব কাজে লাগে।

রাজনীতিঃ সুযোগ পেলে করুন।

বিসিএসঃ সরকারী চাকরি নিয়ে বেশি আকাঙ্খা না করে নিজেই কিছু করুন। আর যাদের ইচ্ছা প্রচুর, তারা সেইফ জোনে খেলুন। ৩০ পর্যন্ত অপেক্ষা করা পরিবারের জন্য অনেক বড় বোঝা।

চাকরিঃ প্রচুর পরিমাণ কৌশলি হতে হয়। উপরের কাজগুলা করলে এটার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ্।

সাজ্জাদ হোসেন
পেশাদার হিসাববিজ্ঞানী

#sazzadais #wordsofwisedom #learnwithsazzad

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন, হৃদয়ে প্রেম আসা "হারাম" ও অশ্লীলতা? আপনার সমস্যা আল্লাহ নিজেই সমাধান করতে ব্যর্থ হবেন, নিশ্চয়! লেখা ভালো হয়নি।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৬

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: শর্ত খ তে আপনার উত্তর দেয়া হইছিল।
"প্রেম" মানে নারীর জন্য সেটা বলার অপেক্ষা রাখে কি?
বিয়ের আগের প্রেম অবৈধ, অন্যায়, অশ্লীলতা ছাড়া অন্যকিছু নয়।

২| ০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



পড়ালেখা ও জীবন সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৭

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনি কিছুটা দিন, শিখব না, বলেছি কি?

৩| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "গুটিবাজী" শিখতে; আপনি মানবতাকে ছোট করতে উৎসাহ দিচ্ছেন।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: চাকরি করেন? নাকি ব্যবসা?
কর্পোরেট পলিটিক্সকে লেখক অন্য নামে ডাকলে দোষ কই? নাকি লেখকদের স্বাধীনতা আপনি স্বীকার করেন না।
"মানবতা" - একটু সংজ্ঞা দিবেন। শিখতে চাই।

৪| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:




আপনি ইউনিভার্সিটিকে মাদ্রাসা ভেবেছেন?

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: পার্থক্য কোথায় জানাবেন।
ইউনিভার্সিটির বাংলা বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার বাংলা বিদ্যালয়। বিদ্যালয় মানে বিদ্যালয়। এখানে "জাতে" উঠে ভাতকে রাইছ, সাদা ভাতকে হোয়াইট রাইছ বললে খুব শিক্ষিত কিভাবে হয় জানা নাই।
আপনার দাবির বিপক্ষে বলতে পারি, আপনি শর্ত খেলাফ করেছেন। খ নংয়ে যা বলা হয়েছে সেটা পড়েন নাই!

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: প্রশ্নের উত্তর দেন তোঃ আপনি কি মুসলিম? যদি হন মুসলিম, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানেন? আল্লাহর আদেশ কি "ব্যাকডেটেড" বিশ্বাস করেন মুসলিম হলে? না হলে ক ও খ শর্ত আবার পড়ুন।

৫| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট অন্তত কিছু ভালো কথা বলেছেন। আপনি কি আমাদের মালোশিয়ার সাজ্জাদ ভাই?

৬| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



নারীরা আপনার চেয়ে বুদ্ধিমতী; আপনার কোন সমস্যা আছে, প্রেম হয়তো আসেনি জীবনে।

০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: চাকরী করতে গিয়ে সৎ থাকুন দক্ষতা দেখান

০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: কৌশলি হওয়া লাগে, শুধু সততা আর দক্ষতায় কিছু হয় না।

৮| ০৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যিনা প্রমান করবেন কিভাবে সেটা কি জানা আছে।চার জন প্রত্যক্ষ সাক্ষী লাগবে যারা দেখেছে,যেমন করে সুরমা দানির ভিতর সুরমা সলাকা প্রবেশ করায়।মানে চার জনকে দাঁড় করিয়ে তাদের সামনে সংঙ্গম করতে হবে।

০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: যিনার প্রকারভেদ মনে হয় আপনার অজানা। চক্ষুর, জিহ্বা, হাত, পা, মন, কান, চিন্তার, সব শেষে লজ্জাস্থানের যিনা!

৯| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাল বলেছেন।

০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.