নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি মানসিকভাবে সুস্থ্য?
আপনার মানসিক স্বাস্থ্য কি ভাল?
আসুন কিছু প্রশ্ন করিঃ
- কারও ভাল দেখলে কি আপনার হিংসে হয়?
- কারও ক্ষতি/খারাপ দেখলে কি আপনার ভাল/তৃপ্তি/উল্লাস লাগে?
- আপনার ভুল কেউ ধরিয়ে দিলে বা আপনি ভুল করছেন, এমনটা শুনলে কি আপনার গায়ে আগুন লেগে যায়/আপনার শুধরানোতে উদ্যত হবার পরিবর্তে যে ধরিয়ে দিল তাকে উল্টো কথা শুনিয়ে দেন?
- কথা পেচাইতে ভাল লাগে?
- দায়িত্ব নেবার পরিবর্তে এড়াতে থাকেন?
- সমস্যা দেখলে এড়িয়ে যেতে চান?
- কেউ আপনায় খারাপ/আমপনার অপছন্দের কিছু বললে কি আপনি রেগে যান?
উপরের কোন একটা বা একাধিক বা সবগুলার উত্তর হ্যাঁ হলে আপনি মানসিকভাবে সুস্থ্য নন। আপনার হতাশা, মনোমালিন্য, লক্ষ্যহীনতা, মানসিক দৈন্যতায় ভুগছেন।
এবার আসুন কি করবেন?
- জীবনের একটা সুস্পষ্ট লক্ষ্য তৈরি করুন।
- নিয়মিত ৩০ মিনিট প্রতিদিন হালকা ব্যায়াম করুন।
- আপনার থেকে আর্থিক, সামাজিক ও দৈহিকভাবে যারা খারাপ আছেন তাদের অবস্থার সাথে নিজেকে তুলনা করুন।
- ধর্মীয় আচার মানুন।
- বিনিময় ছাড়া কিছু কাজ করুন।
- ধৈর্যশীল হোন।
- রেগে গেলে চুপ করে আগে ভাবুন পুরো ব্যাপারটা। হয়ত আপনিই ভুল!
- ইতিবাচক মানুষের সাথে থাকুন।
- হাসিখুশি থাকুন।
- সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করুন।
আশা করা যায় আপনি ইতিবাচক মানুষ হতে পারবেন।
সাজ্জাদ হোসেন
আগস্ট ১৫, ২০১৭
____________________________
লিখাটি যাযাবর চখা ভাইয়ের অনুরোধে গাজী ভাইসহ, এমন আরও সকল ভাইয়া, আপুদেরকে উৎসর্গ করলাম।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ, গাজী ভাইজানকে জানিয়ে দিন। আরও কয়েকজন এমন থাকলে তাদেরকেও জানান।
২| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২০
অঘ্রান অভ্রু বলেছেন: মানসিকভাবে খানিকটা অসুস্থ্য বলে মনে হচ্ছে
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: পরিত্রাণের উপায়গুলো অবলম্বন করুন। ধন্যবাদ।
৩| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫
ওমেরা বলেছেন: সবগুলো দোষই আমার মাঝে কিছু না কিছু আছে কিন্ত মানসিক দিক দিয়ে পরিপূর্ণ সুস্থ আছি বলেই আমি আমার মানবিক দোষগুলো বুঝতে পারি ও দুর করার চেষ্টা করি ।
ধন্যবাদ ।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: চেষ্টাটাইই সব। আশা করি একদিন দোষগুলো থেকে মুক্ত হবেন। ইনশাআল্লাহ্ ।
৪| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮
বাকরখানি বলেছেন: এই ব্লগে একজন অতিপরিচিত ব্লগার আছেন, যার জন্য প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হ্যাঁ। তারে যায়া কৈতে পার্বেন যে তিনি মানসিকভাবে অসুস্হ?
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: তাকে এই লিখাটির লিংক দিয়ে দিন, আশা করি কাজ হবে।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
যাযাবর চখা বলেছেন: পোষ্টটা গাজী ভাইজানেরে উৎসর্গ করেন, এইটা উনার জন্য খুবই দরকারী একটা পোষ্ট!