নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ভ্যাট সংক্রান্ত সাধারণ জানার জন্য প্রশ্নোত্তর

৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৫৪





Basics of VAT

What is VAT?
মূসক হলো স্বনির্ধারনী পরোক্ষ কর। সরবরাহকৃত পন্য বা সেবার ওপর প্রদেয় করের বিপরীতে উপকরন কর সমন্বয় করে পন্য বা সেবার মূল্যস্তরের প্রকৃত সংযোজনের ওপর আরোপিত করই ঐ পন্য বা সেবার মূল্য সংযোজন কর বা মূসক।

How is it imposed?
করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের ওপর মূসক আরোপিত হয়। আইনের প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতি প্রাপ্ত আমদানিকৃত সরবরাহকৃত বা সরবরাহ পন্য ও সেবা ব্যতীত সকল পন্য ও সেবার ওপর মূসক আরোপিত হবে।

Who does pay VAT?
মূল্য সংযোজন বা মূসক ব্যবস্থায় সরবরাহের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে উপরকন কর সমন্বয় ভিত্তিক কর ব্যবস্থা সরবরাহকারী পন্য বা সেবা সরবরাহকালে সরবরাহ মূল্যর বিপরীতে তাঁর পন্য বা সেবার ক্রয়মূল্যের ওপর পরিশোধিত মূসক রেয়াত হিসেবে সমন্বয় করেন এবং ক্রেতার নিকট হতে প্রাপ্য সরবরাহ মূল্যের ওপর নীট মূল্য সংযোজন কর বা মূসক পরিশোধ করেন।

Who is taxpayer?
করদাতা হলেন মূল্য সংযোজন কর ব্যবস্থায় পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা।

Why do I pay VAT?
একজন সুনাগরিক হিসেবে নিম্ন বর্ণিত কারণে আমি মূসক পরিশোধ করবো:-

০১। রাষ্ট্রীয় আইন প্রতিপালন কর প্রদান একজন নাগরিকের নৈতিক দায়িত্ব।

০২। করের অর্থ ব্যতীত রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।


When did the VAT imposed in Bangladesh?
বাংলাদেশে ১৯৯১ সালে ১ জুলাই মূল্য সংযোজন কর চালু হয়।

What is the rate of VAT?
মূসকের আদর্শ হার ১৫%। আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূসকের হার ১৫% এবং রপ্তানির ক্ষেত্রে মূসকের হার ০% প্রযোজ্য। কর আইন ১৯৯১ অনুযায়ী, কর আইন ২০১২ বাস্তবায়িত হলে সকল স্তরে করের পরিমাণ ১৫% হয়ে যাবে।

Which are the legacy rates of 1991 VAT?
১৯৯১ সনের মূসক ব্যবস্থার আওতায় মূল্য সংযোজনের ভিত্তি হিসেবে নীট মূসকের ১১ টি হার বিদ্যমান আছে। যথা : ১.৫, ২, ২.২৫, ৪, ৪.৫, ৫. ৫.৫, ৬, ৯, ১০, ১৫ ।


What is the VAT Registration & Turnover Tax Enlistment Thresholds?
নতুন মূসক ব্যবস্থার নিবন্ধন সীমা ৮০ লক্ষ টাকা এবং তালিকাভুক্তির সীমা ৩০ লক্ষ টাকা।


How does VAT work?
মূসক ব্যবস্থা পণ্য বা সেবার সরবরাহের প্রতিটি স্তরে উপকরণ কর রেয়াত গ্রহণ ব্যবস্থা। করদাতা আইন ও বিধি মোতাবেক হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রত্যেক কর মেয়াদে ক্রয়কৃত উপকরণ বা পণ্যের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর রেয়াত হিসাবে গ্রহণ করেন। সরবরাহের প্রতিটি স্তরেই রেয়াত গ্রহণ ও মূল্য সংযোজনের উপর মূল্য সংযোজন কর প্রদানের মাধ্যমে মূসক চেইন সম্পন্ন হয়।

How do I make sure that VAT is applicable for me?
আইনের প্রথম তফসিলে বর্ণিত পণ্য বা সেবা যদি আমার অর্থনৈতিক কার্যক্রমের আওতাভূক্ত না হয়, তাহলে আইন অনুসারে আমার ব্যবসায়ে মূসকের বাধ্যবাধকতা উদ্ভব হবে না। তবে আমি চাইলে মূসক নিবন্ধন গ্রহণ করে মূসক প্রদান করতে পারবো।

What is the Tax under new VAT act?
নতুন মুসক আইনের আওতায় কর বলতে বোঝাবে মূসক, টার্নওভার কর ও সম্পূরক শুল্ক এবং বকেয়া আদায়ের উদ্দেশ্যে সুদ, জরিমানা ও অর্থদন্ড।

Chapter 2

Registration & Enlistment

What is registration or Enlistment?

অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকরী কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের ওপর ভিত্তি করে অথবা, টার্নওভার নির্বিশেষে স্বেচ্ছায় উক্ত ব্যক্তি মূসক আইনের আওতায় ব্যবসায়িক পরিচিতি নম্বর গ্রহণ করে মূসক আইনের প্রতিপালন করে থাকেন, তাকে মূসক আইনের আওতায় নিবন্ধন বা তালিকাভূক্তি বলা হয়।

When do I need to be registered or enlisted?
নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হওয়ার দিন হতে ১৫ (পনের) দিন অতিবাহিত হওয়ার পূর্বে আমাকে নিবন্ধন বা তালিকাভুক্ত গ্রহণ করতে হবে।
অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে ৮০ লক্ষ টাকা অতিক্রম করলে নিবন্ধন এবং অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে ৩০ লক্ষ টাকা অতিক্রম করলে তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হয়।

What is a Business Identification Number (BIN)?
কোন ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের ওপর ভিত্তি করে যে ব্যবসায়িক পরিচিতি নম্বর গ্রহণ করেন তাই ব্যবসার সনাক্তকরণ সংখ্যা। এ সনাক্তকরণ সংখ্যার মাধ্যমে ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি ও কার্যক্রম বোঝা যায়।

How do I get a BIN?
আমার অর্থনৈতিক কার্যক্রমের সীমা বার্ষিক টার্নওভারের নির্ধারিত সীমা অতিক্রম করলে ২.১ ফরমে কমিশনার বরাবর আবেদন করলে ২.৩ ফরমে কমিশনার আমার বরাবর একটি বিআইএন সম্বলিত নিবন্ধন সনদপত্র/টার্নওভার কর তালিকাভুক্তি সনদপত্র প্রদান করবেন।

What are the benefits of having a BIN?
বিআইএন থাকলে কোন ব্যক্তি নিম্ন বর্ণিত সুবিধাদি গ্রহণ করতে পারবেন :

(ক) ব্যাগেজ আমদানি ব্যতিত সকল আমদানি করতে পারবেন।

(খ) ভূমি বা ভবন নিবন্ধনে ব্যবহার করতে পারবেন।

(গ) আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ করতে পারবেন।

এছাড়া উৎসে কর্তন, টেন্ডারে অংশগ্রহণ, কোন সংস্থায় তালিকাভুক্তি গ্রহণ, বন্ড লাইসেন্স অনুমোদন, ব্যাংক ঋন অনুমোদন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

What is an Honor Card?
কোন করদাতা সংশ্লিষ্ট আট বছরের সকল কর মেয়াদের মূসক বা টার্নওভার দালিলপত্র নিয়মিতভাবে দাখিল করলে কমিশনারেট কর্তৃক মূসক-১৮.৫ ফরমে করদাতা অনুকূলে যে স্মীকৃতি পত্র প্রেরণ করা হয় তাকে সম্মাননা পত্র বলা হয়।

How do I get an Honour Card?
সংশ্লিষ্ট অর্থ বছরের সকল কর মেয়াদের মূসক বা টার্নওভার কর দাখিলপত্র নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করলে অর্থবছর শেষে পরবর্তী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক মূসক ১৮.৫ ফরমে একটি সম্মাননা পত্র পেতে পারি।

What are the benefits of having an Honour Card?
একটি সম্মাননা পত্রের মাধ্যমে কোন ব্যক্তি মূসক আইনের আওতায় নিম্ন বর্ণিত সুবিধাদি গ্রহণ করতে পারবেন:
(ক) আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ নবায়নে।
(খ) উৎসে কর্তনকারী সত্তার সরবরাহ প্রদান।
(গ) টেন্ডারে অংশগ্রহণ।
(ঘ) কোন সংস্থার তালিকাভুক্তি গ্রহণ
(ঙ) বন্ড লাইসেন্স নবায়ন।
(চ) ব্যাংক ঋন অনুমোদন।
(ছ) স্থাবর সম্পত্তি নিবন্ধন ইত্যাদি।

How do I calculate my annual turnover of my business?
আমার কর্তৃক ১২ (বার) মাস সময়ে অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুতকৃত আমদানিকৃত বা ক্রয়কৃত পন্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান হইতে প্রাপ্ত বা প্রাপ্য সমূদয় অর্থ যোগ করে আমার ব্যবসায়ের বাৎসরিক টার্নওভার হিসাব করা হবে।

How can I register for VAT or Enlist for Turnover Tax?
নিবন্ধন বা তালিকাভুক্তির আবশ্যকতা উদ্ভূত হলে আমাকে ফরম ২.১ এ সংশ্লিষ্ট কমিশনারের নিকট নিবন্ধিত বা তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। কমিশনার প্রাপ্ত আবেদনের তথ্য যথাযথ সাপেক্ষে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আমাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত করবেন এবং আমার অনুকূলে ফরম “মূসক-২.৩” এ ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা সংবলিত একটি নিবন্ধন বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র জারি করিবেন।

I'm the head of a Group of Companies comprising of several individual Companies. Do I need…

নতুন মূসক আইনের আওতায় গ্রুপ অব কোম্পানীর জন্য আলাদা নিবন্ধন গ্রহণের প্রয়োজনীয়তা নেই। গ্রুপ অব কোম্পানীর জন্য একটি মাত্র নিবন্ধন গ্রহণ করে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে।

My company has several branches. Now I have individual BIN for each branch under 1991 VAT.…
নতুন আইনের আওতায় প্রতিটি শাখার জন্য আলাদা আলাদা নিবন্ধন নেওয়ার প্রয়োজন নেই। কোম্পানীর জন্য একটি মাত্র নিবন্ধন গ্রহণ করা যাবে।

Can commissioner register or enlist me under new VAT?
যথাযথ অনুমোদনের পর কমিশনার যদি মনে করেন যে আমি নিবন্ধন যোগ্য বা তালিকাভুক্তি যোগ্য তাহলে কমিশনার স্ব-উদ্যেগে আমাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত করতে পারেন।

If I operate an economic activity which is exempt under VAT Act, do I need to…
এক্ষেত্রে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করায় প্রয়োজন নেই।

If I operate an economic activity which is exempt under VAT Act, can I register my business under the VAT Act?…
হ্যাঁ পারবো।

How can I change my information provided during registration or enlistment?
নিবন্ধন বা তালিকাভুক্তির সময় প্রদত্ত তথ্যের কোনরূপ পরিবর্তন করতে চাইলে তথ্য পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে মূসক ২.৬ ফরমে কমিশনারকে অবহিত করে তথ্যের পরিবর্তন করতে পারবো।

How can I transfer my business address from one place to another place?
ব্যবসায়ের স্থান পরিবর্তন করার ১৫ (পনের) দিন পূর্বে ফরম ‘‘মূসক ২.৭’’ ফরমে কমিশনার বরাবর আবেদন করে আবেদনের যথার্থতা সাপেক্ষে আমি আমার ব্যবসায়ের স্থান পরিবর্তন করতে পারবো।

Which documents are necessary for registration of enlistment?
নিবন্ধন বা তালিকাভুক্তির সময় কোন দলিলাদির প্রয়োজন হবে না ।

Can I register my business in a residential area?
না কোন আবাসিক এলাকায় নিবন্ধন গ্রহণ করা যাবে না।

How can I shift from Registration to Enlistment or vice versa?
হ্যাঁ পারবো।

Which forms are related to the registration or enlistment procedure?
২.১,২.২,২.৩,২.৪,২.৫,২.৬ এবং ২.৭।

Where do I submit my application for registration of enlistment?
নিম্ন বর্ণিত স্থানে নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন দাখিল করতে হবে।
(ক) অনলাইন বোর্ডের ওয়েব পোটালে;
(খ) বোর্ড পরিচালিত কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে;
(গ) আবেদনকারী জন্য সুবিধাজনক হয় এমন কোনো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তরে;
(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোন সেবা কেন্দ্রে।
(ঙ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোন মেলায়; এবং
(চ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোন স্থানে।

Is there any provision for online application? Is there any benefits for online application over paper…
হ্যাঁ আছে। অনলাইন ভিত্তি আবেদন -ই হবে নিবন্ধন বা তালিকাভুক্তির প্রধান মাধ্যমে।

Do I need to display the registration or Enlistment Certificate?
হ্যাঁ আছে।

How can I cancel my registration or Enlistment?
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ অনুযায়ী আমার ব্যবসায়ে গ্রহণকৃত নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিলের পরিস্থিতি ঘটলে আমাকে ফরম ২.৪ এ কমিশনার বরাবর আমার নিবন্ধন বা তালিকাভুক্তির বাতিলের জন্য আবেদন করতে পারি। নিবন্ধন বাতিলের কারণ যুক্তিসঙ্গত মনে করলে কমিশনার নিবন্ধন বা, তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করে আমাকে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত দাখিলপত্র প্রদানের নির্দেশনা প্রদান করবেন। চূড়ান্ত দাখিলপত্র পেশের ১৫ দিনের মধ্যে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, কমিশনার আমার নিবন্ধন বাতিল করবেন।

What are the basic differences between old and new law in terms of registration and enlistment?
পুরাতন ও নতুন আইনে নিবন্ধন বা তালিকাভুক্তির সংক্রান্ত পার্থক্যগুলো নিম্নরূপ:

প্রথমত: পুরাতন আইনে নিবন্ধনের স্বাভাবিক পদ্ধতি হলো শাখা নিবন্ধন। অন্যদিকে নতুন আইনে কেন্দ্রীয় নিবন্ধন স্বাভাবিক পদ্ধতি।

দ্বিতীয়ত: পুরাতন আইনে ম্যানুয়াল নিবন্ধন পদ্ধতি। অন্যদিকে নতুন আইনে অনলাইন ভিত্তিক নিবন্ধন।

তৃতীয়ত: পুরাতন আইনে বিভাগীয় কর্মকর্তায় নিকট নিবন্ধন বা তালিকাভুক্তির জন্য আবেদন করতে হয়। অন্যদিকে নতুন আইকে কমিশনারের নিকট আবেদন করতে হবে।

চতুর্থত: পুরাতন আইনে শাখা নিবন্ধন স্বাভাবিক পদ্ধতি হওয়ায় কৃত্রিম সরবরাহ প্রযোজ্য আছে। কিন্তু নতুন আইনে কেন্দ্রীয় নিবন্ধন স্বাভাবিক পদ্ধতি হওয়ায় কোন প্রকার কৃত্রিম সরবরাহ ঘটবেনা।

What I have to do if I lost my Registration of Enlistment Certificate?
মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি সনদের হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্রের প্রতিলিপি উত্তোলনের লক্ষ্যে ফরম “মূসক-২.৮” এ কমিশনার বরাবর আবেদন করতে পারবো। আমার আবেদন প্রাপ্তির ৪ (চার) কার্যদিবসের মধ্যে আমি মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তি সনদের প্রতিলিপি পাবো।

What will be the procedure for re-registration for existing taxpayers under new VAT system?
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের নিবন্ধন ও তালিকাভুক্তির উপাত্ত দ্বারা বোর্ড একটি উপাত্ত-ভাণ্ডার তৈরি করবে।
নিবন্ধিত বা তালিকাভুক্ত করদাতাগণের নিবন্ধন ও তালিকাভুক্তির ক্ষেত্রে কমিশনার উক্ত উপাত্ত-ভান্ডারের তথ্য ব্যবহার করে মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত করদাতাগণকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত করবেন।




মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এক কথায় অনবদ্য।এ সম্পর্কে তেমন কিছুই জানা ছিলো নাহ।জেনে নিলাম।এত বিস্তারিত ভাবে মূসক সম্পর্কে লেখার জন্য ধন্যবাদ জানবেন। :)

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ সানন্দে গৃহীত হল।

২| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:৩৪

বশর সিদ্দিকী বলেছেন: আমার আর্কিটেক্টস এবং ইঞ্জিনিয়ারিং এর ব্যাবসা। মানে হচ্ছে বিল্ডিং ডিজাইন এবং কন্সট্রাকশন করে থাকি। আমাকে কিরকম ট্যাক্স দিতে হবে এবং তার সম্পর্কে একটু ডিটেইলস জানতে চাচ্ছিলাম। যদি আপনার সময় হয় তবে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ ভাই।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৯

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনায় পরামর্শ দিতে গেলে নিচের তথ্যগুলো লাগবেঃ

১। আপনার ব্যবসায় ধরন - এক মালিকানা/অংশীদারি/কোম্পানি ব্যবসায়?
২। আপনার কি টিন আছে?
৩্। ট্রেড লাইসেন্স কার নামে নেয়া?
৪। আগে কখনো ট্যাক্স দিয়েছেন?
৫। ভ্যাট রেজিস্ট্রেশন আছে?
৬। ট্যাক্স কেমন দিতে হবে বলতে আসলে কোন কোন বিষয়ের কথা বলছেন? - সেটা পরিষ্কার নয়
৭। আপনার ব্যবসায় হতে যে ট্যাক্স, ভ্যাট - আপনি কি শুধু সেটার কথাইই বলছেন?

৩| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:৪৭

নীল আকাশ ২০১৬ বলেছেন: আগামী জুলাই মাস থেকে সবাইকেই ১৫% করে ভ্যাট দিতে হবে, যে যা কিছুই কেনেন না কেন! স্বপ্ন/আগোরা/ মীনা বাজারের মাথায় বাঁশ! কেউ যাবেনা ঐসব সুপার স্টোরে। বিদ্যুৎ, পানির বিলে আগে দিতে হত ৫%। জুলাই থেকে ১৫%।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৫:৫১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: এটা অতিরিক্ত হয়ে যায়। আমার মতে ভ্যাট ০.০৫% - ১% এর মধ্যে রাখা উচিৎ, আর আয়কর ৫% থেকে ১৫% ফ্ল্যাট রেট। তাতে সরকারের সেই রাজস্ব হবে। দুর্নীতি অনেক কমবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.