নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

একটি কাল্পনিক অকল্প গল্প

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৩







গল্পটি একটি মেয়ের জবানিতেই হোকঃ

# আমি একটা মেয়ে হয়ে ছেলেদের সাইড নিয়ে কথা বলছি, তাতে অনেক মেয়ে ভাবতে পারে, আলগা পিরিত। কিন্তু অতি বাস্তব, একটি ছেলে আমার ভাই, একজন পুরুষ আমার বাবা, আর একজন পুরুষ যে হবে আমার ভবিষ্যৎ। তাই কথা গুলা সব মেয়ের পড়া উচিত।

#রাস্তায় হেঁটে যাচ্ছি। পিছন থেকে একটা ছেলে কিছু বললে অথবা শিস বাজালেই এটি ইভটিজিং এবং ওরা মানুষ রূপী অমানুষ! ওদের কি ঘরে মা বোন নেই? এই কথা কেন আসলো? কারণ আমি মেয়ে। মেয়ে হচ্ছে মা জাতি। তাদের সম্মান দিতে হয়।
#আচ্ছা যখন মাথায় তেল দিয়ে নম্র ভদ্র শান্ত ছেলেটি বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে হেঁটে যায় চুপচাপ, তখন হুঁ হুঁ করে হেসে উঠা মায়ের জাতিরা কেমন করে বিব্রত করে? আমাদের কি ঘরে বাপ ভাই নেই? ছেলেটি কি বাপের জাত না? বাপকে কি সম্মান করা যায় না?
#আচ্ছা প্রেম করছি দু'জনেই। প্রেমিক সাহেবও তো বেকার, ছাত্র মানুষ। তাহলে কেন আমি তাকে মিসকল দিব? ও যদি একটা সিগারেট কম খেয়ে ১০ টাকা লোড করতে পারে, আমি কেন ওর জন্য একটি হেয়ার ব্যান্ড না কিনে কল করার পয়সা জমাতে পারি না?
#বন্ধুরা মিলে রেস্তোরাঁ আড্ডা দিচ্ছি। আড্ডার ফাঁকে মুখরোচক খাবার ও খেলাম কয়েক পদের। আচ্ছা ছেলে বন্ধুটিই কেন মানিব্যাগ বের করে বিল দিবে? আমার পার্সে থেকে কেন টাকাটা বের হয় না?
#ও তো আমাকে টেডিবিয়ার, চকোলেট কত্ত কিছু উপহার দেয়। কই আমি তো একটি গোলাপ ও কেনার কথা মনে করিনা।
#গাড়িভাড়া গুলোও ঐ ছেলেটিই দিচ্ছে, বাসের সিট ছেড়ে দিচ্ছে, লাইনে দাঁড়ালে আগে যেতে দিচ্ছে (লেডিস ফার্স্ট) বিপদে পরলে দৌড়ে আসছে, আনন্দে হাসছে, বেদনায় সান্ত্বনা দিচ্ছে, আশা দিচ্ছে, ভরসা দিচ্ছে, রাগ করে গালিও দিচ্ছে, আবার অতি কষ্টের ভাগীদার হয়ে গোপনে কাঁদছে।
#কখনো ভেবেছি সম্মানিত মা জাতি হিসেবে, কেমন লাগে ঐ তেল মাথায় কেবলাকান্ত ছেলেটি যখন বুঝতে পারে একদল মেয়ে ব্যঙ্গ করছে তাকে নিয়েই?
#প্রেমিক ছেলেটি কয়েক মিনিট কথা বলতে প্রতিদিন রিচার্জ করছে। কত ধান্ধা করে টাকা যোগাড় করছে। কিন্তু ভেবেছি কি কখনো? আমারও কল করা উচিত, ও কেন ফোনটা কেটে দিয়ে কল ব্যাক করে সবসময়?
#কখনো অনুভব করেছি কি? কেমন লাগে ঐ মুহূর্তে একটি ছেলের যখন তার পকেট পুরো ফাঁকা। অথবা শেষ ১০০ টাকা বিল দিলে আগামী সাতদিন তাকে হেঁটে টিউশন
করতে যেতে হবে? তবুও বিল টা সেই দেয়। কারণ সে বাপের জাত।
#কই কখনো ভাবি নি তো, একটি গোলাপ তার হাতে দিলে আবেগে সে কতটা আত্মহারা হতে পারে।
#তার বিপদে কখনো হাতটা চেপে ধরে দেখছি কী, একটু হলেও তো আস্থা পেত ছেলেটি। হতাশ ছেলেটিকে সাহস দিয়ে বলেছি কি,
"আর সিগারেট খেওনা, ভাল দিন আসবেই।"
#তারা তো কাঁদতে জানে না। বালিশ না ভিজলেও নিকোটিনের ধোঁয়া জানে কতটা
নির্ঘুম রাত কাটায় তারা। তারা ভাই, তারা বাবা, তারা প্রিয়তম, তারা বন্ধু, তারা হারামী। তাদের কত্ত দায়িত্ব!
#আমরা শুধু নিয়েই যাচ্ছি। কেন বিনিময়ে দিতে পারছি না? মায়ের জাতি হয়ে তিন গুণ বেশি পাওনা আমার।
কিন্তু বাপের জাতিকে এক ভাগ ও দেই না কেন?
ভাবি নি...
ভাবার সময় হবেও না হয়তো।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


ব্যক্তিত্বহীন মেয়ের ছবি দেয়া ঠিক হয়নি

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৮

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নিজের পছন্দ কাউকে জানানো ব্যক্তিত্বহীনতা নয়।

২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৬

আমি চির-দুরন্ত বলেছেন: ভাল লাগল। তবে আগেও অন্য ব্লগে এবং ফেসবুকে পড়েছিলাম লেখাটা।। ধন্যবাদ আপনাকে।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৮

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ। আপনাকেও

৩| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

আয় বাভূল বুকে আয় ! ;)

আহা যদি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয় এই লিখায়! পুরুষেরও আবেগ, অনুভব, কষ্ট বেদনা আছে
যদি নারীরাও এমন করে বুঝতো!!!!

অকল্প গল্প - ভালইতো ;)

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সেজন্যি এ নাম দেয়া

৪| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর। সে হিসেবে প্রেমিকার ভরণপোষণের দায়িত্ব প্রেমিকের :P

২৭ শে মে, ২০১৭ রাত ১১:২৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হা হা হা, এই যুক্তিতে কিন্তু প্রেমিকের জামা কাপড় ধুয়ে দেয়ার কথা, (একটা উদাহরণ মাত্র) সেটা কিন্তু হয় না।

৫| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৩১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এমন টা কয়জনেই ভাবে।তবে পোষ্টসমুহ আলাদা আলাদা ভাবে অনেক স্থানেই পড়েছি। :(
ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৭ রাত ১১:২৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ঘটনা সত্য। আমার বাকী পোস্টগুলাও দেখার আমন্ত্রণ রইল।

৬| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৩৫

জগতারন বলেছেন:
সুন্দর পোষ্ট !

চাঁদগাজী'র মন্তব্য ধুলায় মিশে যাক।

২৭ শে মে, ২০১৭ রাত ১১:২৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: +++ দিলাম !

৭| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪৬

শাহাদাত হোসাইন সুজন বলেছেন: ভালো লাগলো।।

২৭ শে মে, ২০১৭ রাত ১১:২৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ

৮| ২৭ শে মে, ২০১৭ রাত ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর পোষ্ট অভিনন্দন। অনেক দিন মনের মত একটা লেখা পড়লাম। জাতি বুঝলোনা। +++

২৭ শে মে, ২০১৭ রাত ১১:২৫

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হুম, দুঃখটা সেখানেই |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.