নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

উন্নতি ক্ষতিরও নির্দেশায়ক

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সমাজের কারও কারও উন্নতি বাকী সবার ক্ষতি বা অবনতির কারণ হয়ে যায়। যেমন ধরুন, চোর, ডাকাতের উন্নতি কারও জন্যিই ভাল না। আবার ডাক্তার মশায়েরও উন্নতি সমাজের জন্য হানিকর।
নিয্যশ এখন আপনি বলবেন, - সে আবার কেমন করে?
- দেখুন, ডাক্তার বাবুর উন্নতি, আর ঔষধ কোম্পানির প্রবৃদ্ধি নির্ভর করে রোগীর উপর। যত বেশি রোগ, আর রোগী, ততবেশি উপার্জন।










তাহলে আপনার এই সুন্দর, সুস্থ্য দেহটা অসুস্থ্য হবার পর এমনভাবে তারা চিকিৎসা করে যাতে রোগ কমে, পুরোপুরি না সারে। এতে করে একটার পর একটা ওষুধ আপনায় দিয়েই যেতে পারবে। যেমন ধরুন, গ্যাসের সমস্যা, এটা অতিপরিচিত একটা রোগ। এটার কারণ খাদ্যাভাস ও হজমে দুর্বলতা। ডাক্তাররা এটার পর একটা গ্রুপের ওষুধ দিয়েই যায় কিন্তু এর সমাধা হয় না।
তাই বলি, ডাক্তার বাবুর উন্নতি, আর ঔষধ কোম্পানির প্রবৃদ্ধিতে লাফাবেন না। এটা কারজন্যই কাম্য নয়।
আমাদের ডাক্তারের সংখ্যা বাড়ানোর দরকার নেই, মেডিকেল কলেজ বাড়ানোরও দরকার নেই। আমরা চাই না রোগী হয়ে ডাক্তারের ফিস দিতে। “ভূয়া” ডাক্তার, চিকিৎসা নিয়ে প্রতারণা, অনৈতিক ব্যবসায় ডাক্তারি নিয়ে - এ সব অহরহ দেখা যায়।
আমরা ব্যায়াম করে, পুষ্টিকর খাবার খেয়ে, সুঅভ্যাস গড়ে সুস্থ্য থাকতে পারি। যেটা নিয়ে কেউই কথা বলে না।
আজ পর্যন্ত কোথাও কি দেখেছেন যে ডাক্তাররা ঔষুধের পাশাপাশি বা বদলে আপনায় ব্যায়াম দেখিয়ে সুস্থ্য করার কথা বলেছে?
দেখার কথা নয়। কারণ, তাতে তার রোগীর সংখ্যা কমে যাবে।
আমরা চাই এমন সমাজ যেথায় ডাক্তাররা রোগী না পেয়ে না খেয়ে মারা যাবে, কিন্তু হচ্ছে কি? ওষুধ আর ডাক্তারাধিক্যের ভীড়ে রোগীরাই পটল তুলে সানন্দে স্বর্গে পটলের জমজমাট ব্যবসা শুরু করে দিয়েছে।
আলস্য দোষের আকর, তাই জাগ্রত হোন নিজেকে ও নিজের পরিবারকে নিয়ে সুস্থ্যভাবে বাঁচানোর ও বেঁচে থাকার জন্য।


সাজ্জাদ হোসেন
মে ৬, ২০১৭
বিকাল ৪ঃ২৪


[বিঃদ্রঃ এটি সচেতনতামূলক লিখা, কোন পেশা বা কাউকে হেয় করার উদ্দেশ্যমূলক মনোভাব নিয়ে লিখা নয়।]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.