নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্ব আর ভালবাসায় তফাৎ করার উপায়ঃ
আপনি কারো সাথে শুধুই বন্ধু যদিঃ
১. আপনি মন থেকে খুশি হন সে কারও সাথে ডেটিং এ গেলে
২. আপনি সব পরিস্থিতিতেই মানিয়ে ও মেনে নেন
৩. কিছু দিন দেখা- কথা না হলে কিছুই যায় আসে না
৪. আপনাদের মধ্যে নাটকীয়তা নেই খুব বেশি
৫. আপনার বন্ধুর আচরণ নিয়ে আপনার মাথা ব্যথা নাই
৬. ডেটিং থাকলে কেউ কাউকে জ্বালাতন করেন না
৭. বন্ধুর বাসায় ক্যাজুয়ালি যাওয়াকে আপনার কিছু মনেই হয় না
৮. সবাই আপনাদেরকে বন্ধু বলেই জানে
৯. আপনি না জানিয়ে কোথাও হাওয়া হইতেই পারেন।
আপনি কাউকে ভালবাসলেঃ
১. আপনার বন্ধুর বন্ধুবান্ধবী ও অন্যদেরকে সহজে নিতে পারেন না
২. আপনার বন্ধুসহ আপনি আপনার পুরনো বন্ধুদের মাঝে অসস্ত্বি বোধ করেন
৩. আপনি আপনার বন্ধু কখন কি করছে তা নিয়ে অতি চিন্তিত সব সময়
৪. আপনাদের ঝগড়া খুবই প্রকট আকার ধারণ করে
৫. আপনার বন্ধুকে নিয়ে আপনি অনেক রক্ষণশীল
৬. আপনি রোমান্টিক, স্মরণীয় ডেটিং পছন্দ করেন
৭. আপনি আপনায় কেমন দেখাচছে তা নিয়ে অনেক চিন্তিত থাকেন দেখা করার আগে এবং আয়নায় নিজেকে বেশি বেশি করে দেখেন
৮. সবাই আপনায় জিজ্ঞেস করে আপনারা বন্ধু না প্রেমিক প্রেমিকা
৯. প্রতিদিন অন্তন একবার আপনায় কথা বলতেই হবে, নইলে আপনার চলেইই না।
*এখানে "বন্ধু" বলতে ছেলে মেয়ে উভয়ইই বোঝানো হয়েছে।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনার অসংখ্য ধন্যবাদ
২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: এত কিছু!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: খুব বেশি কিছু কি?
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: বেশি বেশিই তো!!!!!!!
এত এত আবার কি!!!!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: শুধু এক দুইটা লক্ষণ দেখে আসলে সিন্ধান্ত নেয়া যায় না, অনেকেই দ্বিধায় ভোগেন, তাই আর কি।
নতুন একটা পোস্ট করছি, আশা করি দেখবেন। সেটা কাজেও আসতে পারে।
৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫
শায়মা বলেছেন: আচ্ছা দেখি !
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: একবার ট্রাই করে দেখুন
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগলো।।