নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টগুলো
- সাজ্জাদ হোসেন
কষ্টগুলো লাল, নীল, গোলাপি আলাপি, সদালাপী।
জিলিপির প্যাঁচের মতনই কষ্টগুলো একটার সাথে থাকে এঁটে অপরটা॥
কষ্টগুলো রেলের বগির মতন ধীরে ধীরে বুকের পাশটায় চলে,
কখনওবা রকেটের মতন, আর কখনওবা ফুরুৎ করে উড়ে বেড়ায় ডানা মেলে।
আজ কষ্ট পেতে পেতে নষ্ট হচ্ছে মনটা।
ছিলে তুমি, হে আমার জীবনীশক্তি, ভক্তি, আরক্তি আর আরতি
সদাছিলে সহিত আমার দিবারাত্রি॥
যপি মম তোমারই নাম, রোমন্থন করি আর হই কারত তোমারই মোহে।
করি সদা মন্থন মন্তর গতিতে অন্তরে তোমারেই।
সুখ, ও সুখ, কই তুমি এখন?
পাই না তোমার কোন স্থিত অস্তিত্ব এই পথচলায়।
হয় মনে, যায় ফুরিয়ে আমার প্রাণ প্রদীপ।
হয় মনে সদা তোমারেই, যেন আছ আমারই পাশে,
বুলিয়ে দিচ্ছ কোমল উষ্ণ পরশ।
কিন্তু হায়, বিস্বাদের তিক্ত অব্যক্ত বুলি মারে আমার জ্বালিয়ে।
মারে আমার সদা এই বদ্ধকুঠুরিতে।
অন্ধকার এই মানবদেহ কুঠুরিরে ডুকরে মরি আমি সারাক্ষণ।
এভাবেই কষ্টগুলো হয়ে উঠছে আমার হয়ে সম্বল।
আমার মরণ পাথেয়॥
যায় না বলা এ নিদারুণ কষ্টগুলো কাউকে,
পারি না সইতে, রইতে আর বইতে এই গুরুভার,
কবে পারণ ত্রাণ আর স্তুতি?
কবে আসবে সেই সুখের মাহেন্দক্ষণ?
নাকি কষ্টে কষ্টেই হবে জীবন নষ্ট, ভ্রষ্ট আর বিনষ্ট?
সাজ্জাদ হোসেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫
রাত ১১:৪০
©somewhere in net ltd.