নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বিবিএ বা এমবিএ করছেন? তবে আপনার জানা উচিৎঃ

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

যারা বিবিএ এমবিএ করছেন তাদের এ বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া আবশ্যকঃ

১. তোমার অবশ্যই একটা পিসি বা ল্যাপটপ থাকবে, no matter how! কারণ নিজের কাজ নিজে না করতে পারলে কর্মক্ষেত্রসহ বাকী স্থানে কার থেকে CCP (কাট-কপি-পেস্ট) করবা?
২. একাধিক পেনড্রাইভ থাকা উচিৎ, কারণ এ বস্তুটি হামেশায়ই হারায়।
৩. প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্টের ব্যাকাপ নেয়া আবশ্যক। এসাইনমেন্ট করতে করতে সেটা সেভ করো আর ঘন্টায় ১ বার করে নিজেকেই ইমেল করে রাখ। বলাতো যায় না ভাইরাসের কারণে বা অন্য কোন দুর্ঘটনার স্বীকার হলে তখন?
কারণ কম্পিউটার নষ্ট, ফাইল সেভ করতে ভুলে গেছি - এমন খোঁড়া অজুহাত কোন শিক্ষকই আমলে নেন না।
৪. নিজের একটা প্রিন্টার থাকা আবশ্যক। ভাল হয় All-in-one Printer Drum System করে নিলে। তাহলে সকাল সকাল প্রিন্ট করার জন্য দৌড়াতে হবে না। ( এমন কি বন্ধু বান্ধবীদের কপি প্রিন্ট করে নিজের নেটের বিলও উসুল করতে পার, mind it, you are a business person!)
৫. ফরমাল পোশাক একাধিক সেট থাকা আবশ্যক। টাই বাঁধা শিখে রাখা উচিৎ এবং ক্লাস টাইমে ফরমাল পোশাক পড়ে এসে অভ্যেস করা উচিৎ। কারণ ক্যাজুয়াল পোশাক কোন পোশাকই নয়। যে ধরনের পোশাক সারা জীবনের অধিকাংশ সময়ই পড়তে হবে তার প্রস্তুতি এখন থেকেই শুরু করাটা দূরদর্শিতার পরিচায়ক।
৬. যে যে দিকে যেতে চাও, যা হতে চাও তার প্রস্তুতি এখন থেকেই শুরু করাটা দূরদর্শিতার পরিচায়ক।
৭. এসাইনমেন্ট CCP না করে নিজে করা উচিৎ। কাজ করলে তা কখনও ফেলনা যায় না।
৮. এখন অধিকাংশেরই স্মার্ট ফোন আছে। ফোনে কাজের জিনিস যেমনঃ Vocab apps, Harvard Business Review, Times, bla bla bla রাখা উচিৎ ও পড়া উচিৎ।
৯. টরেন্ট সাইটে পাওয়া যায় না এমন কিছুই নাই। তাই এর সদ্ব্যবহার করা উচিৎ। (apps, books, training videos like words, excel, power point, SPSS, etc.)
১০. শুধু পড়া বা শুধু এক্সটাকারিকুলামে না থেকে উভয়েই থেকে নিজের বিকাশ করা উচিৎ।
১১. লবিং নিয়ে অনেক কাহিনি। নিজেকে পরিচিত কর, নিজের লবিং তৈরি কর। নিজেই নিজের লবিংয়ের জন্য যথেষ্ট হও যোগ্যতায়।
১২. ভুল থেকে শিখ, ভুল করে নয় !
১৩. Work done early is always better.
১৪. নিজের Improvement areas খুঁজে বের করে তা অর্জন করা উচিৎ। যদি তুমি নিজের ভাল না বোঝ, তবে কে বুঝবে?



____________________
ধন্যবাদান্তেঃ
সাজ্জাদ হোসেন

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

টেকবাংলা২৪ বলেছেন: অবশ্যই শিক্ষণীয় পোস্ট।
আমাদের দেশে এমনিতেই বেসরকারি প্রতিষ্ঠান গুলো বিবিএ বা এমবিএ কে একটু বেশিই প্রাধান্য দেয়।



ফ্রি কথা বলুন পৃথিবীর যে কোন নম্বরে আপনার Android Mobile দিয়া

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।





চমৎকার শিক্ষণীয় পোষ্ট।

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: শিক্ষণীয় পোস্ট।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ মিতা

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: এটা যদি কারও কাজে আসে তবেই লিখার সার্থকতা।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

কালো গাছ সাদা পাখি বলেছেন: ভালো লাগলো :-B

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.