নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাল ২০০৬।
যাচ্ছি, খুলনা। ঘটনার শুরুটা সেখানেই।
একটা ছেলে, দেখে বুঝলাম ঘরকুনো টাইপ। একদম আনাড়ি যাকে বলে।
কথা বলে বুঝলাম সে ঘরকুনো টাইপের হলেও বেশ আলাপী।
দুপুরে বাস ঘাটে ভীড়ল, বাস ফেরিতে উঠল।
যে যার সাথের খাবার খাচ্ছে। কতখন পড় দেখলাম ছেলেটার ঠিক পেছনেই একটা মেয়ে বসা তার মা-বাবার সাথে।
কথায় কথায় তাদের আলাপ জমে উঠল।
বুঝলাম মেয়েটা বেশ চঞ্চল আর দুষ্টুও। কিন্তু ছেলেটা ঠিক উল্টো।
কথায় কথায় "ফ্রি" খাওয়ার কথা উঠল।
মেয়েরা ফ্রি খাওয়াতে বলল।
বেচারা পড়ে কেবল ১০ম এ। টাকা কি সেটাই বোঝে না ভাল করে।
চটজলদি বলল, খাওয়ালেই ত হল, তাই না?
মেয়েটা সায় দিল, ছেলেটা মেয়েটাকে কিল, ঘুষি দিতে উদ্দ্যত। ছেলের মা বুঝল তার পাগল বোকা ছেলে না বুঝে কি করতে যাচ্ছে।
মেয়ের মা বোঝেই নাই কি হতে যাচ্ছে।
ছেলের মা তাকে থামিয়ে দিল।
ফলে মেয়েটার আর ফ্রি খাওয়া হল না ।
তারপর কথায় কথায় দুজনে বেশ আলাপ জমে উঠল।
মেয়েটার হাতে একটা ফোন ছিল।
হ্যাঁ, তার নিজের ফোন। ছেলেটা দেখতে চাইল।
যথারীতি বালিকা সুবোধবালিকার মতই বালককে তা দিল।
বালক বালিকার মোবাইল দেখে অনেক খুশি, কারণ এমন বাহারি ডিজাইন করা ফোন সে কখন দেখেই নাই।
দুজনে নম্বর বিনিময় হল।
কিন্তু ছেলের কোন ফোন ছিল না :'( ।
যাই হোক। খুলনায় গিয়েই ঘটনার ইতি।
সাল ২০০৭ এর শেষ ০৮ এর শুরু।
হঠাৎ একদিন বালিকার ফোন। যেহেতু বালিকা বালকের মায়ের ফোনে কল করেছে, তাই বালক বিব্রত।
বালিকা তাহা বোঝে নাই। ফলাফল, বালিকা হাওয়া।
সাল ২০১৪
বালক, বালিকাকে অনেক খুঁজিয়াছে। বালিকা ঘনঘন নং পাল্টানোর দরুণ বালক তাকে পায় নাই।
বালক সযতনে বালিকার পুরো নাম মনে রাখিয়াছে ২০০৬ হইতে।
বালিকা অবশ্য ভুলিয়াই গেছে হাজার জনের মাঝে, আর বালক কোটি জনের মাঝেও মনে রেখেছে।
হ্যাঁ, বালক তাকে খুঁজে পেল।
কিন্তু বালিকা পুরোই ভুলে যাওয়ায় কিছু সময় লাগল তাকে চিনাইতে।
বালিকা অবাক, কি করে ২০০৬ এর ঘটনার সাক্ষী, ২০১৪তেও কারও মনে থাকে।
(চলবে)..............................................
________________________________________________
সাজ্জাদ হোসেন
ডিসেঃ ৩০, ২০১৪
৩ঃ০৫ বিকাল
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩
ইউর হাইনেস বলেছেন: বাহ দারুন তো
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
তাশমিন নূর বলেছেন: মনে রাখাই সহজ, যদি বাসেন ভালো।
শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: বাসেন ভালটারও নানা ধরন আছে বৈকি
৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
কালো গাছ সাদা পাখি বলেছেন: বুঝলাম মেয়েটা বেশ চঞ্চল আর দুষ্টু!!!!!! দুষ্টু দুষ্টু দুষ্টু দুষ্টু দুষ্টু দুষ্টু
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: বটে
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
ডরোথী সুমী বলেছেন: তাইতো! সময়টাতো ভুলে যাওয়ারই। ভাল লেগেছে।