নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

সরকারি চাকরিঃ সোনার হরিণ না অভিশাপ?

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২

আজ আশুগঞ্জ সারকারখানা নিয়ে একটা সংবাদ চোখে পড়ল। কারখানাটা বন্ধ হয়ে সরকারের অনেক ক্ষতি হচ্ছে। সংবাদটা পড়তে পড়তে “কেন” এ অবস্থা তার একটা জ্বলন্ত কারণ মনে পড়ল। ব্যাপারটা অনেকটা রাজার পুকুর পানি দিয়ে ভরাটের মতন।
এসময়ের চাকরিপ্রার্থী কাউকে যদি বলি কোন চাকরি চাও?
উত্তরে সানন্দে একটাই উত্তরঃ সরকারি।
কেন? – উত্তর একটাই; এর থেকে আরামের চাকরি আর নাই। কোন কাজ কর্ম ছাড়াই লাইফ পার।
বাস্তবিকে এমনটা না হলেও কাছাকাছি কিছু একটা তো অবশ্যই আছে। কারণ সরকারি চাকরি বলতে গেলে সহজে যায় না। সহজে পাওয়াও যায় না।
আর বেসরকারি চাকরি মানেই হাড়ভাঙা খাটুনি। এটা নিয়া আর কিছু বলার নাই।


এবার আসি আসল কথায়ঃ কি বোঝাতে চাচ্ছি – আমরা মনে করছি, বিশ্বাস করি, সরকারি চাকরি মানেই শান্তি, কোন কাজ নাই। তাহলে কি হল?
আপনি যখন ধরে নিচ্ছেন যে আপনি একটা ম্যাথ করতে পারবেন, যতই কঠিন হোক না কেন, এক সময় পারবেন। ফলে যত যাই ঘটুক, দিনশেষে আপনি কাজ ছাড়া শান্তির উপায় বের করবেনই।
একটা দেশ যারা চালায় তারা যদি এমন হয় কি করে উন্নতি সম্ভব কাজ ছাড়া?
কখনই নয়। তাই বাংলাদেশেরও উন্নতি হচ্ছে না।
আর বেসরকারিতে ঠিক একারণেই উন্নতি হচ্ছে।
আসুন, হাওয়া কম খাই, কাজ বেশি করি।
ধন্যবাদ।


সাজ্জাদ হোসেন
ডিসে. ০৮-14
সন্ধ্যা ৮:২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

আমি দিহান বলেছেন: কিন্তু এ দেশের সরকারী কর্মকর্তারা তো হাওয়া খাওয়াতে ওস্তাদ। তাদের দিয়ে কিচ্ছু হবে নাহ!

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আমার কথাতো সেখানেই।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

ঢাকাবাসী বলেছেন: কাজ না করে ভাত না খেয়ে শুধু ঘুষ খেতে বলেন ১০০% সরকারী কর্তারা নেতারা লাইন দিবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ঘুষ না দিয়ে উনাদের ঘাস দেয়া দরকার।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসেন দেশটারেই বেসরকারী করে ফেলি!

সরকারী চাকুরীজীবি নামের এইরকম অলস, দুর্নীতিবাজ আর সুবিধাভোগীদের আন্দামানে পাঠানো হোক।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সেটাত কোন সমাধান নয়। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। তবেই যথা কাজ যথা সময়ে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.