নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

অপু আর প্রি

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

অপু আর অনি - দুই ভাই বোন।

রক্তের নয়, তার থেকেও বেশি। কাজিন, কিন্তু মনে হয় একই মায়ের পেটের।



অপু, অনিকে বললঃ প্রি, চল কাল বিকালে তোর পড়া শেষে ৩টায় ফুচকা খাই। (অপু, তার অনি আপুকে প্রি বলে ডাকে; কারণ তার অনেক প্রিয় একটা মানুষ)



অনির শরীরটা বেশি ভাল যাচ্ছিল না। জ্বর, ঠান্ডা, সর্দি; তার উপর মাথা ব্যথা।



অপুর কথায় সে প্রথমটায় না করলেও পরে হ্যাঁ বলে। কারণ অপুর প্রি' এর পায়ে ব্যথা আছে। সুতরাং অনির কলেজ থেকে রিক্সায় করে নিউমার্কেটে গিয়ে দুভাইবোনে মিলে আয়েশ করে ফুচকা খেতে খেতে গল্পও হবে আড্ডাও হবে। পড়ার চাপে কেউই সময় করতে পারে না।

দিনটা ছিল হালকা রোদেলা॥ অপুর ক্লাস আগে শেষ হয়ে যায়। আর নতুন একটা এসাইনমেন্টের জন্য সে আর সেদিন আসতে পারে না।

অনিকে যথাসময়ের আগেই জানিয়ে দেয়।

অপু বাসায় ফিরে।

প্রি' এর ৪টার আগেই বাসায় থাকার কথা। কিন্তু পায় না। টেনশন হতে থাকে।

টেনশন রাগে রূপ নেয়।

বিকাল ৪:৩০, প্রি জানায় সে টিএসসিতে তার কলেজ থেকে হেঁটে আসছে।

প্রির ঘনিষ্ঠ বান্ধবীর কথা ফেলতে না পেরে অনুরোধে ঢেঁকি গিলে ফেলে হজম করে শান্তির ঢেঁকুর তুলে সেলফি তুলে আনন্দের বন্যা বইয়ে দিল।

এটা দেখে অপুর আর রাগের সীমা থাকল না।

সে জানত, তার অনি আপুর সেদিন ক্লাস ১১টায়, সে ৯টায় অপুর সাথে দেখা করে তার আঁকা ছবিটা দিয়ে যেতে পারত।

কিন্তু সেটা পা ব্যথার জন্য মানা করল।

অপু তাতে রাজি হল, কিন্তু সেইই একই অনি, বিকেলে কি করে পা ব্যথা, জ্বর নিয়ে অনুরোধের ঢেঁকি ঢেঁকুর তুলল, তা তার কোনভাবেই মাথায় আসল না।

সন্ধ্যায়, সব জানতে পারলেও অপুর রাগ কমল না। তাই সে কোন কথা বলল না।

পরদিন শুভ সকাল জানিয়ে চলে গেল ক্লাসে।

কিন্তু হায় বিধি বাম।

তার প্রি উল্টা রাগ করে গাল ফুলিয়ে ফানুস বানিয়ে উড়ে গেল তার বয়ফ্রেন্ড শুভর হাত ধরে; যাকে অনি (প্রি) দেখতেই পারত না !





______________________________________



সবার ভালবাসা আর যত্ন নেয়া শুধু মুখে নয়, আচরণ ও কর্মেও প্রকাশ পায়। কিন্তু প্রি'র কাছে মুখের কথার গুরুত্বটাইই আপাতত বেশি হয়ে গেল।

এভাবে দুইজনে মুখোমুখি বসেও দুই মেরুতে বসবাস করতে লাগল। প্রি এর বিয়ে হল, অপুকে ডাকেও নি।

প্রির বাচ্চা হল।

ভাগ্যের পরিহাসে, সে দেখতে ও স্বভাবে অপুর কপিই হল, শুভর না। রক্ত ও ভালবাসা কথা কয় কিনা !

কিন্তু তারপরও প্রি বুঝল না, কারণ সে যা শোনতে পায়, যা দেখতে পারে তাতেই বিশ্বাস করে সিদ্ধান্ত নেয়। যা শোনেনি, বোঝায় ছিল, তাতে বেচারির কোন ভ্রুক্ষেপও ছিল না।

প্রি'এর বাচ্চা অপুর মত হওয়ায় শুভ তাকে ছেড়ে দিল, কারণ সেও প্রি'এর মতই বুঝতে ব্যর্থ হল। শুভ চেয়েছিল মেয়ে সন্তান, কিন্তু প্রি এর একটা ফুটফুটে সম্রাট হয়েছিল।

___________

এরপর বাকী সবই ইতিহাস

____________________________________________________

সাজ্জাদ হোসেন

নভেঃ ২৫, ২০১৪

৫:১৫ বিকাল

---------------

বিঃদ্রঃ ঘটনা; নাম, সবই কাল্পনিক। কারও সাথে মিললে লেখক দায়ী নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আমার এই লিখাটা এ+ লিখা।
মানে ৮০ তম পোস্ট ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.