নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

সিক্ত লতা

২৭ শে মে, ২০১৪ রাত ৯:৪৬



বইছে বাতাস ঐ দূর পানে,

আছো তুমি বসে;

অপেক্ষার প্রহর গুনছ প্রিয়া,

কখন শুরু হবে ঐ হিয়া॥

হিয়ার মাঝারে বসত তার

যার যার তার তার

আজি বারিষের প্রহর গুণছ তুমি

করছ হাহাকার,

মেলে ঐ রক্তকরবীর রংয়ে রঙীন ওড়না-

আহ্বান করছ যাকে

শুনল কি সে তোমায় ঐ আকুল আবেদন?



ও প্রিয়া! প্রিয়াগো,

মেলে ঐ দু’পা

খোলা খোঁপায়,

জড়িয়ে ওড়না নাচছ তুমি খ্যাপা তালে

ভুলে গিয়ে তাল-লয়।



তোমার ঐ গাল বেয়ে বয়ে যায় ঘাম

মনে হয় ঝরণা থেকে নামছে বারিধারা,

ছুঁয়ে দিই তোমার ঐ ঠোঁটদ্বয় আলতো করে

পরশে পরশে রাঙিয়ে দিই ঐ ঠোঁট আর কপাল

কপালে দিব সবুজের ছোঁয়া।

আঁকব সবুজের আলপনা,

ওহে রাজকন্যা !

আর থেকো না আড়ালে,

এসো, হাতে হাত ধরে রাঙাই রামধনু মিলে দু’জনে।



বারিষ বয়ে যাক তোমার ঐ তনুতে,

তোমায় ঐ তনুতো নয় তনু,

ঠিক যেন এক লজ্জাবতী লতা

সিক্ত হয়ে ভালবাসায় রবে তুমি আমার বাহুডোরে

হে রাজকন্যা !

তুমি আমার সিক্ত লতা!





__________



সিক্ত লতা

- সাজ্জাদ হোসেন



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:৪১

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো

২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৭

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.