নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডক্টর ফিলস টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটাতে আপনার ব্যক্তিসত্ত্বার উপর মানুষ একটা ধারণা পেয়ে যায়। আজকাল অনেক জব সেক্টরেও এই টেস্ট করে আপনার সম্পর্কে ধারণা নেয়। এখানে প্রশ্নকর্তা আপনাকে ১০ টা প্রশ্ন দিবেন, সাথে কিছু উত্তর দিবেন। উত্তর মিলিয়ে শেষে দেয়া নাম্বার থেকে আপনি আপনার স্কোর জানতে পারেন। ডক্টর ফিলস এই টেস্টে পেয়েছিলেন ৫৫। তিনি অপরাহর উপর এই টেস্ট করেন, তিনি পেয়েছিলেন ৩৮।
তবে এই টেস্টে অংশগ্রহণ করতে হলে, আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হল
আপনি অতীতে কেমন ছিলেন সেটা ভুলে যান, আপনি বর্তমানে কোথায় কেমন আছেন, সেটাই মুখ্য বিষয়।
নিচে সেই দশটি প্রশ্ন ও কিছু উত্তর দেয়া আছে। আপনার উত্তর মিলিয়ে নিন। শেষে আপনার উত্তরের জন্য যে নাম্বারিং করা আছে, সেখান থেকে আপনার স্কোর কত তা দেখে নিন। এবং কত স্কোরিং এ একজন মানুষ আপনাকে কীভাবে মূল্যায়ন করবে, তাও জেনে নিন।
১। আপনি কোন সময়ে নিজেকে সবচেয়ে সুখী অনুভব করেন?
ক) সকালে
খ) বিকাল ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে।
গ) মধ্যরাতে।
২। আপনি সাধারণত কীভাবে হাঁটেন?
ক) দ্রুত, বড় বড় পায়ে।
খ) দ্রুত, ছোট ছোট পায়ে।
গ কম দ্রুত, মাথা উঁচু করে চারপাশের প্রকৃতি দেখে।
ঘ) কম দ্রুত, মাথা নিচু করে।
ঙ) খুবই আস্তে।
৩। আপনি কারো সঙ্গে কথা বলার সময়-
ক) দুই হাত বুকের উপর গুটিয়ে রাখেন।
খ) দুই হাত হ্যান্ডশেক এর মতো করে বা মুষ্টিবদ্ধ করে রাখেন।
গ) একহাত বা দুই হাত আপনার হিপে রেখে বা পকেটে ঢুকিয়ে রাখেন।
ঘ) যার সাথে কথা বলছেন, তাঁকে স্পর্শ করে কথা বলেন।
ঙ) আপনার হাত দিয়ে আপনার কান, ত্বক বা মাথায় স্পর্শ করে কথা বলেন।
৪। আপনি যখন বিশ্রাম নেন, তখন যেভাবে বসে থাকেন-
ক) দুই হাঁটু ভাজ করে মুখের সামনে এনে বসেন।
খ) দুই পা কোনাকোনিভাবে মাটিতে রেখে বসেন।
গ) পা দুটো সোজা সামনের দিকে দিয়ে বসেন।
ঘ) এক পা ভাজ করে অন্য পা সোজা করে বসেন।
৫। যখন কোনো কিছু আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, তখন আপনি;
ক) জোরে হাসি দিয়ে স্বাগত জানান।
খ) অল্প শব্দ করে হাসি দেন।
গ) আপনি নীরব থাকেন
ঘ) মুচকি হাসি দেন।
৬। আপনি যখন কোনো পার্টিতে উপস্থিত হন, তখন,
ক) সবাইকে ওয়েলকাম করে ভিতরে প্রবেশ করেন।
খ) নীরবে প্রবেশ করেন, এবং পরিচিত কাউকে খোঁজেন।
গ) নীরবে প্রবেশ করে এক কোনায় একা দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন।
৭। আপনি কোনো কাজে অনেক বেশি মগ্ন, হঠাৎ কেউ আপনাকে নক করলে,
ক) আপনি তাকে স্বাগত জানান।
খ) আপনি খুবই রেগে যান
গ) মাঝে মাঝে স্বাগত জানান, মাঝে মাঝে রেগে যান।
৮। আপনার পছদের রঙ কোনটি?
ক) লাল অথবা কমলা
খ) কালো
গ) হলুদ অথবা হালকা নীল।
ঘ) সবুজ
ঙ) গাঢ় নীল অথবা বেগুনী
চ) ধূসর অথবা বাদামী।
৯। রাতে ঘুমানোর আগে আপনি কীভাবে বিছানায় শুয়ে থাকেন?
ক) সোজা হয়ে।
খ) উপুর হয়ে।
গ) একপাশে কাত হয়ে।
ঘ) একহাতের উপর মাথা রেখে।
ঙ) মাথা বালিশের নিচে রেখে।
১০। আপনি প্রায়ই কীরকম স্বপ্ন দেখেন?
ক) আপনি কোনো কিছু থেকে পড়ে যাচ্ছেন।
খ) আপনি কারো সাথে মারামারি করছেন বা পালিয়ে বেড়াচ্ছেন।
গ) আপনি কাউকে খুঁজছেন।
ঘ) আপনি উড়ছেন বা ভাসছেন।
ঙ) আপনি স্বপ্ন দেখেন না বললেই চলে।
চ। আপনি সবসময় আনন্দের স্বপ্ন দেখেন।
নাম্বারসমূহঃ
১। ক=২, খ= ৪, গ=৬
২। ক= ৬, খ= ৪, গ= ৭, ঘ= ২, ঙ=১
৩। ক=৪, খ=২, গ=৫, ঘ=৭, ঙ=৬
৪ ক=৪, খ=৬, গ=২, ঘ=১
৫। ক=৬, খ= ৪, গ=৩, ঘ=৫,
৬। ক=৬, খ=৪, গ=২
৭। ক=৬, খ=২, গ=৪
৮। ক=৬, খ=৭, গ=৫, ঘ=৪, ঙ=৩, চ=২
৯। ক=৭, খ=৬, গ=৪, ঘ=২, ঙ=১।
১০। ক=৪, খ= ২, ঘ=৩, ঘ=৫, ঙ=৬, চ=১।
আপনার স্কোর যখন ৬০ এর উপরে, তখন-
অন্যরা আপনাকে জানবে আপনি আত্মকেন্দ্রিক, আপনি ডমিন্যান্ট করতে পছন্দ করেন। আপনি প্রশংসিত হবেন, কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য হবেন না। আপনার সাথে কেউ ঘনিষ্ঠ হতে অনেক দ্বিধায় ভুগবে।
আপনার স্কোর যখন ৫১-৬০, তখন-
অন্যরা আপনাকে জানবে আপনি একজন আকর্ষণীয়, প্রাণবন্ত, আবেগী, ব্যক্তিত্বসম্পন্ন, দলনেতা, দূরদর্শী, যেকোনো কিছুর সিদ্ধান্ত অনেক তাড়াতাড়ি নিতে পারেন, সেটা ভুল হোক আর ঠিক হোক। আপনি সাহসী, অ্যাডভেঞ্চারপ্রিয়, আপনার সঙ্গ পেতে সবাই পছন্দ করবে।
আপনার স্কোর যখন ৪১-৫০, তখন-
অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।
আপনার স্কোর যখন ৩১-৪০, তখন-
অন্যরা জানবে আপনি বিচক্ষন, সতর্ক, যত্নশীল, বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সাথেই সহজে একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাঁকে আর কখনোই বিশ্বাস করতে পারবেন না।
আপনার স্কোর যখন ২১-৩০, তখন-
অন্যরা জানবে আপনি বিরক্তিকর এবং ব্যস্ত। আপনাকে সবাই অত্যন্ত কৌশলী বলেই জানবে। আপনি প্রতিভাবান নন, কিন্তু উদ্যমী।
যখন আপনার স্কোর ২১ এর নিচে, তখন-
অন্যরা জানবে আপনি অনেক লাজুক, নার্ভাস, সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। কেউ আপনাকে শুধুই বিরক্তির উপকরন হিসেবে দেখবে। ব্যক্তিগত জীবনে আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হবেন।
--------------------------
আমার স্কোরটা ৪৩,৪৪,৪৬,৪৭ ! কারণ কয়েকটায় আমার ২টাই হয় !
আপনারটা দেখুন ও নিজেকে যাচাই করুন; আর জানান আপনার কি অবস্থা !
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আমিও কোডিং করি; আসেন কোলাকুলি করি
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
পাগলামৃদুল বলেছেন: ৫৪
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সুপারব
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
শাহেদ খান বলেছেন: ৪৬
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: কোলাকুলি হবে
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
মুহাম্মদ তাইফ বলেছেন: ধন্যবাদ ।আমার স্কোর ছিল ৩১-৪০
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ভাই নিজেকে আরও একটু জানুন; সময় দিন !
be easy ! be free & frank !!
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
ঢাকাবাসী বলেছেন: মজার সেজন্য ধন্যবাদ। ৪৫
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনাকেও !
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: 1 c 6
2 a 6
3 c 5
4 a 4
5 d 5
6 b 4
7 b 2
8 a 6
9 b 6
10 b 2
৪৬ নাম্বার আসলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সিরাম !
দোস্ত কি খবর; তুমি সামুতে কবে থেকে !
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
নাজমুল ইসলাম রাহাদ বলেছেন: ৪৯
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সুপারব
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
শরৎ চৌধুরী বলেছেন: ৫৭।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: (Y)
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
বেকার সব ০০৭ বলেছেন: আমার স্কোর-৪১ তবে কয়েটা ২ টা হয়ে যায়
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হুম !
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: সামুতে আছি মেলা দিন থেকে, কিন্তু আইডি খুলেছি কয়েক মাস হলো।
আপনারে চেনা চেনা লাগতাছে, ঠিক চিনতে পারতাছিনা।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: Arent u from MUB 07 batch?
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: u r also in my FB !
search by
sazzadais !
u r to get me !
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
আকাশদেখি বলেছেন: ৪২
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
কাকতড়ুয়া007 বলেছেন: ৪৯,৪৪
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সিরাম !
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
সন্দীপন বসু মুন্না বলেছেন: ৫৮
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অস্থির !
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
সন্দীপন বসু মুন্না বলেছেন: অথবা ৫৪
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ভালই !
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৩৮
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অন্যরা জানবে আপনি বিচক্ষন, সতর্ক, যত্নশীল, বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সাথেই সহজে একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাঁকে আর কখনোই বিশ্বাস করতে পারবেন না।
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
এম এ কাশেম বলেছেন: ৫১ মাত্র
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: মাত্রই !
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩ এর উত্তর দেয়ার মত কিছু পেলাম না , ৩ ছাড়া বাকি ৯ টায় আমার স্কোর ৩১ । আমার কি হপেরে !!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: দিন দিন; কিছু একটা দিন !
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
হাসান মাহবুব বলেছেন: ৪৪
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন:
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২
অনিক্স বলেছেন: 1 a 2
2 c 7
3 b 2
4 c 2
5 b 4
6 b 4
7 a 6
8 c 5
9 c 4
10 b/c 2/3
total 39/38
wow! perfect
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সিরাম !
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
গান পাগলা বলেছেন: অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।
হায় হায় কয় কি?
আমার মইধ্যে এত কিছু আছে?
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আছে আছে !
সবই আছৈ !
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
পাগলা বস বলেছেন: ৪৩
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন:
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
পিয়াস ভাই বলেছেন: ৪৭ পাইছি । বহুত পাইছি । কি বলেন ভাই ??
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হুম !
পাইয়ায়ো আমার লগেই আছেন !
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
পিয়াস ভাই বলেছেন: ৪৭ পাইছি । বহুত পাইছি । কি বলেন ভাই ??
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নেক পাইছেন !
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
পিয়াস ভাই বলেছেন: ৪৭ পাইছি । বহুত পাইছি । কি বলেন ভাই ??
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আর পাইয়েন না !
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
আদ্রিজা বলেছেন: ৪৫, ৪৭
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সুপারব !
২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
খাটাস বলেছেন: কোন স্কোর ভাল? :!> মজার টেস্ট। ৫৬। মিলছে কিনা বুঝতে পারছি না। তবে মিলছে মনে হয়।
সুন্দর পোস্ট। ভাল লাগা রইল।
শুভ কামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সবই ভাল বলছেন !
আপনার নিকটাও সিরাম !
২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
সিস্টেম অ্যাডমিন বলেছেন: 42,47,37
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আপনার নিজেকে আরও বেশি জানা উচিৎ; সময় দেয়া উচিৎ।
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫
দি সুফি বলেছেন: ৪৪ পাইলাম!
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ভালইতো; মন খারাপোর কি আছে?
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
অশুভ বলেছেন: ৪৫~৪৮
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আমার মত !
আমার বাকী লিখাগুলো পড়ে দেখতে পারেন !
৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
নীরব 009 বলেছেন: আমার ৪৯, ৫০ আর ৫২ হয়েছে।
৩টা প্রশ্নে উত্তর দু অথবা তিনটি ছিল।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নিজেকে আরও ভাল করে জানুন; শান্ত হোন !
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
শ্রাবণ জল বলেছেন: ৪২!
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: বাহ্ ; আপনায় দেখি কেউ লাইক ও দিল !
৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন: আমার ৫২ আর ৫৫।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সুপারব
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩০
রিং বলেছেন: ভাই সাজ্জাদ, ভয় পাইছি ভাই। কয়েকটায় দুইটা উত্তর ঠিক আসে সেই হিসেবে - ৪৬, ৪৯ আর ৫২ পেলাম আমার ক্ষেত্রে। কেমন যেনো নিজেকেই নিজে গুলিয়ে ফেলেছি বলে মনে হচ্ছে।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সেটা ব্যাপার না; আমারও এসেছে; আপনাকে ভাইয়া বলব যে আপনি নিজেকে আরও ভাল করে জানুন; স্থির হোন; দেখবেন উত্তরগুলো আরও নির্দিষ্ট হয়ে যাবে !
৩৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্কোর তো একটা পেয়েছি, কিন্তু সেটা তো ট্রু না।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: সেটা ব্যাপার না; আপনাকে ভাইয়া বলব যে আপনি নিজেকে আরও ভাল করে জানুন; স্থির হোন; দেখবেন উত্তরগুলো আরও নির্দিষ্ট হয়ে যাবে !
৩৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
নিরপেক্ষ মানুষ বলেছেন: ৪০
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: পারফেক্ট !
৩৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
নিরপেক্ষ মানুষ বলেছেন: তবে কিছু কিছু বিষয় মিলে নাই।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: যেমন?
৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
অপার্থিব স্বপ্নচারী বলেছেন: ৫০
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন। চাইলে একটু অন্য কিছুও হতে পারেন।
৩৮| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:২০
আবু আব্দুল্লাহ ইবনে মুসা আল খোয়ারিজমি বলেছেন: ৪৯
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন। চাইলে একটু অন্য কিছুও হতে পারেন।
৩৯| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৩২
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: ৩৮ থেকে ৪১ পর্যন্ত।
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: মেলা ডেন্জার পাবলিক আম্নে। নিজেরে টাইম দেন। বুঝেন। তাইলেই হবে।
৪০| ২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪৪
নীল-দর্পণ বলেছেন: ৩৪ !
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: কিছু কইতাম না
৪১| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:০০
গোধুলী রঙ বলেছেন: ক ক ক ঘ খ ক গ গ গ ঙ = ৪২ !
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ভাগ্য ভাল ৪২-০ হয় নাই
৪২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪২
megher_kannaa বলেছেন: স্কোর বোলব না তবে শেয়ার দিলাম।
ভালো লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধইন্যা পাতা
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
কোডব্লকার বলেছেন: আমার স্কোর ৪৪