নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সমাজেই নিষিদ্ধ কিছু বিষয় ও ব্যাপার থাকে।
তার গুরুত্ব ও ভার অনুযায়ী আমরা তার শ্রেণিকরণ করি। মহা পাপ, পাপ, অন্যায়, ট্যাবু-- আরও কত নামে ডাকি !
কতই শাস্তি দেই সেই সীমা লঙ্ঘনকারীকে। কিন্তু তার পরও আমাদের সে আসক্তি কমে না। অনেকেই ক্ষীর, সন্দেস, মাল, টমেটো আরও কত কি যে সাংকেতিক নাম দেন ও ব্যবহার করেন তার ইয়ত্তা নেই।
কিন্তু ১৮ + লোগোটায় কি যেন একটা আছে !
ওটা দেখলেই লোকের কেমন যেন একটা হয় ! কি যেন একটা কাজ করে !
আমি নিজে হিসাববিজ্ঞানের ছাত্র হলেও সেই ছোটবেলা থেকে মানুষের স্বভাব ও মনস্তত্ব নিয়ে ভাবতে, পড়তে ও কাজ করতে অনেক আগ্রহী !
যদি আমায় কেউ এর উত্তরটা জানতে চান যে কেন: তখন উত্তর একটাই:
মানুষের মধ্যে আল্লাহ্ যত শক্তি, প্রবৃত্তি, ইচ্ছা দিয়েছেন তার মধ্যে শারীরিক চাহিদা বা যৌনতার আকাঙ্খা সবচে শক্তিশালী ও প্রবল !
অবশ্য এটাকে নিয়ন্ত্রনের শক্তিটাও তারই সবচে বেশি !
এই জন্যি কোথাও ১৮+ লোগোটা দেখলেই আমাদের জিভে জল এসে যায়; আর কারও কারও মাথায় রক্ত উঠে যায় যে এসব পোস্ট কেন এখানে। !!
এজন্যই যেসব মুভি , সিরিয়াল, নাটকে ১৮+ অর্থাৎ আধো আধো এর ঘনঘটা আছে, ওগুলোর কাটতি বেশি ! যেমনটা হয় বলিউডে !
তাই বলি: সংযত হোন ! শক্তি জমা রাখুন, কাজে দিবে।
___________________
সাজ্জাদ হোসেন
৭:০১ সন্ধ্যা
ডিসে: ২,২০১৩
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন:
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বোধহীন স্বপ্ন বলেছেন: সংযত হোন ! শক্তি জমা রাখুন, কাজে দিবে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: (Y)
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: 144 !
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বহুত১৮+++ মসললা।