নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

জ্বলন্ত যানবাহনে আটকে গেলে বাঁচার উপায়

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

কেউতো আর ইচ্ছা করে জ্বলন্ত যানবাহনে আটকায় না, তবু যদি ভাগ্যের দরুন এই পরিস্থিতিতে পড়েন, কি করতে হবে, জেনে রাখুন:





১। জ্বলন্ত যানবাহনে আটকে পড়লে শুধু যে পুড়ে মরার আশংকা থাকে, তাই নয়। যানবাহনে অনেক সিনথেটিক উপকরণ থাকে যা পুড়ে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি করে। এছাড়া আগুন লাগা যানবাহনে অক্সিজেন স্বল্পতায় কার্বন-মনোক্সাইডের মত বিষাক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে। এগুলোর প্রভাবে আপনি জ্ঞান হারাতে পারেন যার পরিণতি মৃত্যু। তাই, প্রথম কাজ হিসেবে আপনাকে যা করতে হবে, আতংকিত (বা প্যানিকড) হওয়া এড়াতে হবে। আতংকিত হলে আপনি সাধারণ বিচার-বুদ্ধি হারাবেন। শান্ত হয়ে আপনাকে যানবাহন থেকে বের হবার উপায় বের করতে হবে।



২। আগুন লাগলে চলন্ত যানবাহন থামাতে হবে। আগুন অক্সিজেন পেলে আরো দাওদাও করে বেশি করে জ্বলবে। তাই, যানবাহন থামাতে হবে। একই কারণে গায়ে আগুন লাগলে না দৌড়িয়ে মাটিতে গড়াগড়ি দিতে হয়।



৩। আগুন নেভাতে হলে শুরুতেই নেভানো ভাল। কিন্ত, যেই লড়াইতে জেতার সম্ভাবনা কম, তাতে জড়িয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। যানবাহনের সাইডের জানালায় জোড়া পা দিয়ে লাথি দিতে হবে। এতে বিষাক্ত গ্যাস বের হবার সাথে সাথে নিজেদের বের হবার রাস্তা তৈরি হতে পারে।



৪। প্রাইভেট কার বা মাইক্রোতে থাকলে প্রথমেই গাড়ির দরজা আনলক করতে হবে। এতে নিজে দরজা খুলে বের হতে না পারলেও সাহায্যকারীরা দরজা খুলে বের করার সুযোগ পাবে। সিট-বেল্ট থাকলে খুলে ফেলুন।



৫। পেট্রোল বা গ্যাসোলিনের আগুনে পানি দিয়ে নেভানোর চেষ্টা না করাই ভাল। তেল আর পানি মিশে না। ফলে, পানি জ্বলন্ত তেলের নিচে চলে যায় আর জ্বলন্ত তেলের তাপে ফুটতে শুরু করে। এই ফুটন্ত পানি তেলকে চারপাশে ছিটকে দিয়ে আগুনকে চারপাশে আরো ছড়িয়ে দেয়। তেল দ্বারা সৃষ্ট আগুন নেভানোর উপায় হচ্ছে, বালি বা কম্বল দিয়ে আগুনকে ঢেকে দেয়া। বালতি দিয়ে একবারে ২ লিটারের অধিক পানি ঢালার উপায় না থাকলে তেলের আগুনে পানি দেয়া খুবই বিপদজনক।



৬। তাড়াতাড়ি যানবাহন থেকে বেড়িয়ে আশেপাশের চলন্ত যানবাহনের নিচে পড়া এড়াতে হবে।



৭। বড় মালপত্র বের করতে গিয়ে বের হবার রাস্তা বন্ধ করা বা সময় নষ্ট করা যাবে না।



৮। জ্বলন্ত যান-বাহন থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ফায়ার-ব্রিগেডকে খবর দিতে হবে।



৯। গাড়ির ইগনিশন বন্ধ করে দিতে হবে।



১০। সবশেষে, ভয়ে চিৎকার চেঁচামেচি না করে আল্লাহু আকবার বলে আশেপাশের দুর্গতদের সাহস দিতে পারেন।





আল্লাহ আমাদের সকলের সহায় হন।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

পথহারা সৈকত বলেছেন: আল্লাহ আমাদের সকলের সহায় হন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ইনশাআল্লাহ্

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

নিজাম বলেছেন: ভাই, দোয়া করুন যেন এমন পরিস্থিতিতে কেউ না পড়ে। আর পড়লে কোন কিছুই কাজে আসে না, আল্লাহর সাহায্য ছাড়া।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى

"মানুষ তাই পায়, যা সে করে" [৫৩:৩৯]
ভাই আপনি কিছু না করলে কিছু পাবেন না !

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

জুবায়ের দিদার বলেছেন: আল্লাহ আমাদের যে ন রক্ষা করেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ইনশাআল্লাহ্

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

শেরশাহ০০৭ বলেছেন: আর দেখতে চাই না এমন কিছু

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: হুম :(

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

হেডস্যার বলেছেন:
কখনো ভাবি নাই এরকম পোষ্ট ও দেখতে হবে।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: কি করবেন স্যার !

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

নীল জানালা বলেছেন: ধন্যবাদ আওয়ামিলীগ এবং বিএনপিকে যে আজকে এ ধরনের পোস্ট করতে হচ্ছে, দেখতে হচ্ছে এবং আত্মীয়-বন্ধুদের নিরাপত্তার কথা ভেবে ফেসবুকে শেয়ার করতে হচ্ছে।

এই দুই দুষ্টচক্রের কারনে আর কি কি ভোগান্তি যে ভুগতে হবে জাতিকে তা আল্লাই মালুম। আমরা যেন এই দুস্ট চক্র দুটির হাত থেকে বাঁচার উপায় খুঁজে পাই।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ইনশাআল্লাহ্

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রায়ান ঋদ্ধ বলেছেন: সময় উপযোগী এবং খুব কার্যকরী একটা পোস্ট। শুধু জ্বলন্ত যানবাহন থেকে নয় যেকোনো ভাবে, যেকোনো যায়গায় আগুন লাগলে এই বিষয়গুলো কাজে কাজে দেবে! ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: জ্বী; যেকোন বিপদে মাথা ঠান্ডা রাখলেই বাঁচার পথ সুগম হয়।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

মশিকুর বলেছেন:
বর্তমান প্রেক্ষাপটে এই পোস্টেরও দরকার আছে। কি দুর্ভাগা জনগন আমরা???

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: জনগণ কিনা জানি না; তবে মানুষ !

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: হেডস্যার বলেছেন:
কখনো ভাবি নাই এরকম পোষ্ট ও দেখতে হবে।

মশিকুর বলেছেন:
বর্তমান প্রেক্ষাপটে এই পোস্টেরও দরকার আছে। কি দুর্ভাগা জনগন আমরা???

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

নতুন বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: হেডস্যার বলেছেন:
কখনো ভাবি নাই এরকম পোষ্ট ও দেখতে হবে।

মশিকুর বলেছেন:
বর্তমান প্রেক্ষাপটে এই পোস্টেরও দরকার আছে। কি দুর্ভাগা জনগন আমরা???

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.