নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যা তারা
সাজ্জাদ হোসেন
তারাগুলো জ্বলে মিটিমিটি,
বয়ে যায় দখিনা হাওয়া,
ছুঁয়ে যায় আমার কপাল,
বুঝি ঐ পবন যেন তোমারই স্নিগ্ধ পরশ;
যে পরশে আমি হই বিমুগ্ধ, বিমোহিত।
দেখিনা তোমার ঐ স্নিগ্ধ শুভ্র স্মিত হাসি-
যে হাসিতে দখিনা হাওয়া হয় মুখরিত,
অবাক হয়ে চেয়ে থাকি তোমার দিকে;
যে হাসিতে আমার জুড়ায় পরান,
হাত ধরে হাঁটব নিয়ে তোমায়।
হয়ত এখন তুমি অনেক দূরে,
কিন্তু আছো তুমি আমারই হৃদয় মাঝে।
রেখেছি রাজকন্যা তোমারই নামটা-
অতি সযতনে॥
হয়ত শখ করে দিব তোমায় একগুচ্ছ বেলী,
নয়তো হাস্নাহেনা, নয়তো শুভ্র একটু দুষ্টুমি,
খেলবো লুকোচুরি, বেঁধে দিবো তোমার আঁখিদ্বয়,
আর একটু মিষ্টি দুষ্টুমি।
ঐ সাঁঝ নামলেই মনে পড়ে তোমায়,
একাকী সন্ধ্যায় কত গান, কত কবিতা, আর কত কল্পনা নিয়ে তোমায়;
ছিলে তুমি, আছো তুমি, থাকবেও তুমি !
ও! ও আমার রাজকন্যা,
আছো তুমি সন্ধ্যা তারার ন্যায় জুড়ে
আমার পুরো হৃদয়;
আমার পুরো অস্তিত্ব।
_______________________________________
কবিতাটি লিখা:
নভে: ২৭, ২০১৩
৪:১৬ বিকাল
©somewhere in net ltd.