নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

আসুন আম্মুর একটা ভাল সন্তান হই !!!

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

-------------------------------------------------------------------------

যে ছেলেগুলা তাদের আম্মুদের সাথে খারাপ আচরণ করে, রাগারাগি করে কারণ যাই হোক; তারা আসলেই অভাগা; তারা তাদের বর্তমান ও ভবিষ্যৎ নিজের হাতে শেষ করছে; যেনে রাখুন এর থেকেও খারাপ কিছু আপনার জন্য অপেক্ষা করছে যা আপনার সহ্যের বাইরে যাবেই যাবে এবং যখন বুঝবে পারবেন তখন কাঁদারও সময় পাবেন না।

তাই আসুন, আমরা আমাদের আম্মুদদের সাহায্য করি; তাদের খোঁজ খবর নেই; দিনে যদি গার্লফ্রেন্ডকে ২০ বার ফোন করেন; তবে তাকে কল করার আগে ও পরে প্রতিবার আপনার আম্মুকে ফোন করে আপনার অবস্থা জানিয়ে দিন; দেখবেন তিনি দুশ্চিন্তা করবেন না।

আর আপনার গার্লফ্রেন্ড থাকুক আর নাই থাকুক, আম্মুকে সব সময় জানিয়ে দিন যদি আপনার বাসায় ফিরতে দেরি হবার সম্ভাবনা থাকে; কাজে বা ক্লাসে পৌঁছিয়ে জানিয়ে দিন; কয়েকদিন পরই দেখতে পারবেন আপনার জীবনটা সুখ; সমৃদ্ধি ও প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে।

আমি নিজে আগে আমার আম্মুর সাথে ভাল ব্যবহার করতাম না; রাগারাগি করতাম, আর আমার জীবনটা ব্যর্থতায় পূর্ণছিল !

যেদিন থেকে আমি বুঝলাম আমি কতটা জঘন্যকীট সেদিন থেকে চেষ্টা করছি একটা ভাল সন্তান হতে যাকে নিয়ে আমার আম্মু গর্ব করতে পারেন।

এখন আমার জীবনে ঝড় যতই আসুক তাতে কি?

আমার আম্মুর দোয়া তো আছেই; আল্লাহও আমার সহায় হবেন ইনশাআল্লাহ্।



তাই আপনাদের বলছি আর যাই করুন; আম্মুর একটা ভাল সন্তান হবার একটু চেষ্টা করেই দেখেন। আম্মুকে রান্নায়; কাপড় কাঁচায়; খাবার পরিবেশনে, মেহমান এলে; বেড়াতে গেলে সাহায্য করুন; পারলে তার কাপড় ধুয়ে দিন; উনার জুতোটা পরিয়ে দিন; খুলে দিন; জুতোটা পরিষ্কার করে দিন; দেখবেন আপনার উন্নতি কে ঠেকায়???

আর এতে খুব যে সময় লাগে তা নয় !

আমি চেষ্টা করছি আপনারাও করুন। আমি ছেলে; তাই আমার কথাই লিখলাম।



-----------------------------------------------------------------------------

লিখাটা শুধু ছেলেদের জন্য; কোন মেয়ে এসে পন্ডিতি করবেন না !

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬

অশান্ত পৃথিবী বলেছেন: এখন থেকে চেষ্টা করবো ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ইনশাআল্লাহ্

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮

ডরোথী সুমী বলেছেন: পণ্ডিতি করে ফেললাম কারন লেখাটা খুব ভাল লেগেছে। সুন্দর উপলব্ধির জন্য ধন্যবাদ। সব সন্তানেরা যেন এমনই হয় এই কামনাই করি। ভাল থাকুন সবসময়।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নাহ; আপনি পন্ডিতি করেন নি; লিখাটাকে কেউ যেন biased না বলে তার জন্য ওটা লিখা; কারণ কোন মেয়ে যদি এসে বলে "আমরা মেয়েদের জন্য আপনি কিছু লিখলেন না কেন?” তখন তো আমার কিছু বলার থাকবে না; কারণ, যে ব্যাপারটা আমার নয়; তাই জন্য ওটা লিখা। তবে লিখাটা কেন যেন মনে হচ্ছে মেয়েদের অর্থাৎ মায়েদের জন্যই লিখা। কেমন হওয়া উচিৎ একজন সন্তানের ব্যবহার।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: যদি পারেন; বদ পোলাগো এটা পড়তে দিন; সাইজ হয়ে যাবে !

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

ডরোথী সুমী বলেছেন: আপনিকি আমার ছোটর দিকে ইঙ্গিত করেছেন।ঠিক আছে একটু বড় হোক পড়াবো। ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: জানি না কি বললাম; কিন্তু অনেকদিন পরে মনে হলো তাই বললাম; তাছাড়া আপনাকে আমি জানি না; তাহলে হয়তো আপনার কথাটার উত্তর দিতে পারতাম;
আমার ব্যক্তিগত লিংক: মন চাইলে একবার ঘুরে দেখতে পারেন

https://www.facebook.com/sazzadais

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

ডরোথী সুমী বলেছেন: সরি ভাই! আমি ভেবেছি আপনি আমার দুষ্টু ছেলের কথা বলেছেন। অর্থাৎ আমার ব্লগ পড়ে মজা করেছেন। এখন মনে হচ্ছে আপনি বোঝাতে চাচ্ছেন আপনার বক্তব্যের মত বিষয়গুলো যেন আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিই। আমি আপনার সাথে একদম একমত। কারও কাছ থেকে এমনি এমনি কোন জিনিষ বা হঠাৎ কোন পরিবর্তন আশা করা যায়না। আমাদের সন্তানদের কাছে আমরা কী চাচ্ছি সেটা তাদের বোঝাতে হবে। তাদেরকে প্রচুর সময়ও দিতে হবে। ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: নাহ; কথাগুলো আমি আপনাকেই বলেছি

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫২

রিং বলেছেন: লেখার হাত শানিত হচ্ছে। লিখতে থাকো। আর তোমার অনুভূতি গুলো যেনো সকল সন্তানের মাঝে ছড়ায় সে কামনাই করছি।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ইনশাআল্লাহ্ ভাইয়া; আমি কিন্তু লিখালিখি কখনই করিনি; আর তেমন লিখাও পড়িনি; আপনার, আরও কয়েকজনের লিখা পড়ে আর এমনিও লিখতে মন চাইল; লিখে ফেললাম; জানি না কেমন হয়েছে।
ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ । :)

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুব ভাল লাগল।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.