নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

মিথ্যাচার ও অপমৃত্যু

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

আপনি মিথ্যে বলায় পারদর্শী?

একবার পড়ুন ও ভাবুন !!!





মিথ্যা বলে জিতে যাওয়া এবং যার সাথে মিথ্যাচরণ করলেন, সে যদি তা বুঝতে না পারে অথবা অনেক দেরিতে বুঝে এবং আপনি ও কাজটি চালিয়েই যেতে থাকেন, তবে কি আপনি মনে করছেন আপনি অনেক পারদর্শী?

এমনটা ভাবার কারণই নেই, কেননা যে দেরীতে বুঝল, সে হয়ত আপনাকে এতটাই বিশ্বাস করত যে আপনি কখনও সত্য বই মিথ্যা কল্পনাই করতে পারেন সেটা তার ভাবনাতে নাই, বিশ্বাসত পরের কথা।

প্রমাণ পেয়েও হয়ত বিশ্বাস করবে না ঐ ব্যক্তি যার সাথে আপনি মিথ্যাচার করলেন।

কিন্তু সত্যই চিরস্থায়ী, যেদিন উনি ধরতে পারবেন আপনার এই মিথ্যাচার জেনে রাখুন, আপনার ধ্বংস অনিবার্যের তারিখ খুব কাছেই !!

যদি উনি আপনাকে মাফ করে দেন, তবে আপনার উচিৎ তার কাছে ক্ষমা চাওয়া, সে আপনাকে ক্ষমা করার আগেই, এবং ভবিষ্যতে মিথ্যাচার তার সম্মানে ছেড়ে দেওয়া।

আর যদি এমন মহান কেউ না হয়, তবে আপনি কোনদিক দিয়ে শেষ হবেন নিজেও জানবেন না !

হয়ত আরেকটা মিথ্যা এসে আপনার অস্তিত্বকেই মিথ্যে করে দিবে।

আপনি বুঝবেনও না !

কারণ আপনিও হয়ত কাউকে না কাউকে বিশ্বাস করেন !!!!!!!!!!

চিন্তা করে দেখুনতো , আপনার এই প্রিয় মানুষগুলো যদি আপনার অকম্মটি আপনাকে ফেরৎ দেয় ঐ শোষিতের পক্ষ হতে, আপনি দাঁড়াবেন কইঁ?



আত্মহত্যা ছাড়া হয়ত আপনার কোন পথই খোলা থাকবে না !!!

কিন্তু মিথ্যাচারের শোষিত ঐ মানুষটির জন্য কিন্তু আপনার প্রিয় মানুষটিও তার পক্ষেই দাঁড়াবে।



ভেবে দেখুন, সময় থাকতে ক্ষতিপূরণ করতে পারলে করে দিন, নইলে সময় শেষে ক্ষমা নয়, অন্যের বদ দোয়ার বদৌলতে আপনার জীবন সৌন্দর্যমন্ডিত হবে ধ্বংসের কন্টকমাল্যে।

সিদ্ধান্ত আপনার !!

আল্লাহ আমাদের রহমত দান করুন।

আমীন॥



সাজ্জাদ হোসেন

প্রফেশনাল হিসাববিদ

ঢাকা, বাংলাদেশ ॥

সেপ্টে: ৪,২০১৩

সকাল: ৮টা ০৩



__________________________________

First Published :

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

এম এম কামাল ৭৭ বলেছেন: খুব সুন্দর লিখা। ভাল লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.