নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে তুমি শিউলি ফুল
-- সাজ্জাদ হোসেন
স্নিগ্ধ, শুভ্র কাজল কাল নয়ন তোমার,
ঐ চাহনিতে ফুটে সহস্র শিউলি ফুল।
ফুল ! সে তো ফুল নয়; শুধু ফুলই নয়,
ওরা যেন তোমারই প্রতিবিম্ব।
বলে কথা কেবলই তোমার॥
আমার শিউলি বাগান ভরে গেছে ফুলে ফুলে -
আমার শিউলি বাগান ভরে আছে "তুমিতে";
যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি।
ছড়াও তুমি সুবাস ক্ষণে ক্ষণে।
করে নৃত্য মাতাও তুমি মম চিত্ত,
কথায় তোমার প্লাবণ উঠে,
হয় মনে, যাবে ভেসে সব ঐ সুবাসের ঢেউয়ে ॥
মেয়ে তুমি শিউলি ফুল।
দেব খোঁপায় তোমার কোন ফুল?
শিউলি না হাস্নাহেনা?
নাকি গোলাপ?
চাও যা, পাবে তা – তবে কেন কর "না"?
মেলে আঁখি, তাকাও তুমি
রেখো না করে দৃষ্টি অবনত!
কিসের এত সঙ্কা? কিসের সংকোচ?
আছি আমি সাথে তোমারই।
আছ তুমি মিশে অস্তিত্বে আমারই –
সদা সর্বদাই॥
মেয়ে তুমি শিউলি ফুল।
ফুলের মতই স্নিগ্ধ, পবিত্র, সুবাসময় ।
থাক তুমি পাশে, হেসে হেসে॥
তোমার ঐ মুচকি হাসিতে ঝড়ে অজস্রমুক্তা !
বানিয়ে দেব মালা তোমায় দিয়ে ঐ মুক্তা !
মেয়ে তুমি আমার ।
আমার শিউলিফুল॥
_____________________
এটা আমার প্রকাশিত ২য় কবিতা !
লিখেছিলাম এপ্রিল ১১, ২০১৩ তে !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
সরদার হারুন বলেছেন: ফুলের গন্ধে কত আনন্দে কবিতার ছনন্দে ডুবে আছ তুমি,
আমিও তাই ভাল বাসি ভাই তোমারই মত দিবস যামি।