নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজ্জাদ হোসেন

সাজ্জাদ হোসেন বাংলাদেশ

জানতে ও জানাতে আমার খুব ভাল লাগে।

সাজ্জাদ হোসেন বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

মেষ রাশি নিয়ে যত কথা !!!

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৮

হ্যাঁ ঠিকই ধরেছেন,আজ এক্ষণে আমি মেষ জাতকের পূর্ণ তথ্য তুলে ধরব!



আপনি যদি নিজে মেষ জাতক হন, তবে বলি:



আহ: ভাইজান (মাইয়া হইলে কি আফু কমু? B-) :P ;) নাহ; কমু না,কওন যায় না যদি আফনে যদি আমার প্রেমে পইড়্যা জান,তাইলে ;) :))

কোলামোলি [কোলাকুলি আর কি B-) ] করি; আমিও মেষ রাশির জাতক !



মজার কথা হইল: মেষদের অন্যদের সাথে সম্পর্ক নিয়া মেলা ঝামেলা হয়,অন্যদেরকে খেয়াল না করার জন্য। যেটা আমার সাথে খুব হচ্ছে গত ৪.৫ বছর ধরে। মুই একডা ফিরিমও কইরবার ফারলাম না :((:((:((:((:((:((:((:((:((



যাই হোক কিছুদিন আগে হঠাৎ খেয়াল হল তাই এ নিয়ে ব্যাফুক পড়াশোনা শুরু করে দিলাম গো গুরু !! :D :) B-) ;)



মেষ তো তাই আর নিজেকে ধরিয়া রাখিতে পারিলাম না; আসিয়া লিখিতে বসিয়া গেলাম।



প্রায় ৯ ঘন্টা টানা নেট ঘাটিয়া কপি পেস্ট করলাম নিজেকে বুঝার জন্য ও সাথে অন্যদেরও।



সাথে ইনডেক্স দেয়া আছে। মূল ফাইলটা ছিল : .ODT [open document text] ফরম্যাট এ। সেটা থেকে পিডিএফ বানাইছি। ১০.৮ মেগা হতে ৪.৭ মেগায় আনিয়াছি।



কথা হইল কি আছে আর কি নাই?



কি না নাই তা কন।



এটা পড়লে আপনি মেষ ও অন্যদের নিয়েও প্রচুর অজানা জানতে পারবেন।



এখানে কাজ ও সম্পর্ক নিয়ে অনেক বিস্তারিত তথ্য আছে।



আর একটা কথা: আমি এইসব ভবিষ্যৎ বলায় টলায় বিশ্বাসী না; কিন্তু যে তথ্য আমি পেয়েছি তা কিন্তু আসলে পরিসংখ্যানিক তথ্য। বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন; ৬০% মিলবেই মিলবে। !!



জেনে রাখা ভাল তাই শেয়ার করলাম; জোতিষশাস্ত্র ইসলাম সম্মত না বিরোধী তা নিয়া কেউ কিছু এখানে বলবেন না; কেননা আমার উদ্দেশ্য সাবধানতা অবলম্বন,আমার নিজের জীবনে এদের অনেক প্রমাণ পাইছি। আস্তিক নাস্তিকতারও কোনই কথা এখানে ঠাঁই পাবার নয় !



পুরো তথ্যগুলো সেভ করে দেখি তা প্রায় ৫০০ পৃষ্ঠা হয়ে গেছে। সূচিপত্রটাই ১৭ পৃষ্ঠার !



তাই পিডিএফের লিংক দিয়ে দিলাম,



লিংকে ক্লিক করার পরের পেজে Ctrl+S or Choose Download from File>Download



দিন, ফাইলটি নেমে যাবে।



তো নিয়ে নিন ফাইলটি, এটার পূর্ণস্বত্ব আমার, ডিজাইন কপি করার আগে আমার মেইল করে অনুমতি নিয়ে নিন; পুরো কাজটায় আমার টানা ৮ দিন লেগেছে। ৩৪ ঘন্টা সময় লেগেছে্।



লিংক:



http://goo.gl/uhFD9





ভাল লাগলে অন্যদেরও জানার সুযোগ করে দিন, ছড়িয়ে দিন। আর এটা হল আপনাদের জন্য আমার ওয়াদার আগাম উপহার!!





ভাল থাকুন; সুস্থ্য থাকুন।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫৩

জেনো বলেছেন: ;) :D

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: :)
:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.