নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

তোমাকে আমার ভাল্লাগে না X((

১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩


তোমাকে আমার ভাল্লাগেনা
এক্কেবারেই ভাল্লাগে না,
দেখলে পরে নামটা তোমার
বিরক্তিতে কুচকে কপাল
চোখটা ফেরাই অন্যদিকে।

কি অসহ্য তোমার নামে,
গা জ্বলে যায় বোকামীতে,
বোকার মতন বকবকানী,
গাঁক গাঁক গাঁক গকগকানী।
যাচ্ছো করেই কবে থেকেই!

লজ্জা কি নেই একটুকুনও?
কি বেহায়া বেশরমও-
নিজের তোমার নেই তো আলো-
আলোর নীচে তাই তো চলো।
টলোমলো যাচ্ছে তোমার আসন টলে।

তবুও সে কি প্যানপেনানী-
ভেনভেনানী মাছির মত,
গুবরে পোকা যেমন থাকে
লেপটে গোবর।
তুমিও সেই গুবরে পোকা,
ঘেন্না কি নেই পরজীবনে।

নিজের পায়ে দাঁড়াও খোকা,
আর কতকাল থাকবে বোকা?
মশাল ধর নিজের হাঁতে
পরজীবি স্বর্ণলতার -
নেই কিছুতো মূল্য তাহার!!

নিজের মাথা খাঁটাও এবার ,
অনেক হলো বুদ্ধিহীনে,
সামনে আগাও, বিবেক জাগাও
ভুলকে সঠিক ভুলই দেখো
সত্যিটাকে ভাবতে শেখো।

পরজীবি এই জীবনের,
নেইকো মানে- :(
তবুও যদি এমন থাকো।
থাকোই পড়ে- এমনি করে
ফেউ এর মত লেজটা ধরে......
ধন্য করো ফেউ জীবনের! হুহ...... X((


মহা বিরক্তি নিয়ে কিছুদিন আগে এই লেখাটা লিখেছিলাম! :) এমন অবশ্য প্রায়শ লিখি..... প্রকাশ করি না...... বিরক্তি এখনও বলবৎ থাকায় ইহা আমার সামুর পাতায় প্রকাশ করিলাম! :)

মন্তব্য ১৪৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

আরোগ্য বলেছেন: হেইয়া কিতা???

কাহার উপর এতো বিরক্তি!!!

১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: হেইয়া কবতে......

একখান রাগের আর বিরক্তির কবতে।

কাহার উপর বিরক্তি!!!

যাহাকে নিয়া কবতে লিখছি তাহার উপর!!! X((

২| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

আমি সাজিদ বলেছেন: Keeeeeeeeeeee

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

শায়মা বলেছেন: ফেউ মানব!!! :)

৩| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০২

রানার ব্লগ বলেছেন: বিচ্ছিরি বিচ্ছিরি
কিচির মিচির মচ্ছিরি
বক বক বক বকবকানি
কানের পাশে প্যানপানানি

আর কতোকাল করবে খোকা
ভাবছো চালাক!? লোকে ভাবছে বোকা৷
মাথার কিছু ঘিলু ঢালো
তবেই লোকে বলবে ভালো।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

শায়মা বলেছেন: ঠিক ঠিক

মনের কথা বলেছো!!!

যত্ত সব ফেউ এর দল!!!

৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭

মিরোরডডল বলেছেন:





অসম্পূর্ণ পোষ্ট শায়মাপু।
কার ওপর মহা বিরক্ত হয়ে এই কবিতা, সেটা বলতে হবেতো :)


১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৯

শায়মা বলেছেন: হা হা

ইহা একখানা ধাঁধা পোস্ট।

তবে মনে হচ্ছে কবতের নাম দিতে হত একজন ফেউ মানব!!!

ফেউ মানে কি জানোতো???

৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

আরোগ্য বলেছেন: যাহাকে নিয়া কবতে লিখছি তাহার উপর!!! X((

:||

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৯

শায়মা বলেছেন: হ্যাঁ তাহার উপরেই তো!!!

৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

মিরোরডডল বলেছেন:





শিরোনাম পছন্দ হয়েছে :)



১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১২

শায়মা বলেছেন: হা হা এমন করেই আমার কবতেগুলির শিরোনাম মনে এসে যায়। অটো অটো!!!


মিররমনি পূজার ছুটি পেয়েছি কিন্তু বাসায় এমন এক ঝামেলা বেঁধেছে যে পূজার শাড়িটা পরে আর এবারে কাঁশফুলে যাওয়াই হলো না।:(


এত্ত এত্ত বৃষ্টি!!!!!!!!!!!! কাশফুলগুলো সব চুপসে ভূত! :(

৭| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

আমি সাজিদ বলেছেন: ফেউ মানব কে...............?

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩

শায়মা বলেছেন: খুঁজে দেখো চিনতে পারো কিনা!!!!!!! :)

৮| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১১

সামিয়া বলেছেন: তোমার ছড়ায় মন্তব্য করার জন্য লগইন করলাম। মজার ছড়া হয়েছে।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৪

শায়মা বলেছেন: হা হা রাগ আর বিরক্ত হলে বেশি বেশি ছড়া আসে জানোনা???


একবার ভাবছি রেগে গেলে ছড়ায় ছড়ায় ঝগড়া চালাবো!! :)

৯| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:





শোন আপু, তুমি না বললে সবাই কিন্তু একজনকেই ভাববে, এন্ড ইউ নো সেটা কে।
বেচারা!!!!


১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

শায়মা বলেছেন: হা হা

ভাবলেই কি ???

যার যা ইচ্ছা ভাবুক!!!

আমি বিরক্ত হলে কি কব্বো বলো!!!!!!!!!!! :((

১০| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৬

আমি সাজিদ বলেছেন: মিরোরডডল, কে সে ফেউ মানব

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২১

শায়মা বলেছেন: ঐ

তোমারও কি নিজের বুদ্ধি নাই নাকি!!!!!!!!!!!!!!!!!! :||


অন্যের আলো ধার নেওয়া যাইবেক লাই!!!!!!!!

১১| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৭

ঢাবিয়ান বলেছেন: কার উদ্দেশ্যে এই ছড়া তা না বোঝার কি হল? সবাই এত না চেনার ঢং করতাছে ক্য্য ? !:#P

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

শায়মা বলেছেন: গুড গুড!!!

বুদ্ধমান ভাইয়ু!!!!!!!!!!!


দেখো একখানা এবস্ট্রাক্ট আর্ট যে যার মত করে বুঝে নেয়!!!


একখানা কবতেও তেমন তাইনা???

১২| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৯

মিরোরডডল বলেছেন:





সাজিদ, আমি কি তার নাম বলবো নাকি!
আপু বলবে।
আমিতো অনুমান করছি মাত্র :)

সাজিদকে এক পোষ্টে দেখলাম।
ছবিটা সেইরকম হয়েছে!
ভালো লাগলো দেখে।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৫

শায়মা বলেছেন: নো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


অন্যের আলো ধার নেওয়া যাইবেক লাই......

তাহলেই কিন্তু

নিজের তোমার নেই তো আলো-
আলোর নীচে তাই তো চলো।
টলোমলো যাচ্ছে তোমার আসন টলে।


হায়হায় চলিবেক লাই চলিবেক লাই!!!!!!!!!!

১৩| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

মিরোরডডল বলেছেন:





ঢাবিয়ান বলেছেন: কার উদ্দেশ্যে এই ছড়া তা না বোঝার কি হল? সবাই এত না চেনার ঢং করতাছে ক্য্য ? !:#P

ঢাবি নিশ্চয়ই ঢং করেনা।
সো, প্লীজ নামটা বলবে :)


১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৫

শায়মা বলেছেন: ঢাবিয়ান ভাইয়ু তো মহা ঢঙ্গী!!!!!!!!!!!! জানোনা!!!!!!!!!!! :)

১৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮

ডার্ক ম্যান বলেছেন: বেশি শেয়ানা অইইয়েদো না তই

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: এর মানে কি বেশি শেয়ানা হইও না???

কাকে বললে যাহাকে নিয়ে কবিতা লিখেছি তাহাকে নাকি আমাকে???

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: যাই হোক

উত্তরটা দিয়েই দেই -

কেয়া, তোঁয়ার ফেডোত খঁড়ার না? :) :) :)

১৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮

ডার্ক ম্যান বলেছেন: আপনি তো চট্টগ্রামের ভাষা ভালই বুঝেন

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: আঁই যে সেয়ানা ইয়ান মাইন্নো না, এয়া সালাম গরো তইলে!

১৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫১

ডার্ক ম্যান বলেছেন: তোমার জন্য একটা গ্রেট নিউজ আছে। অবশ্য আমার মনে হয় সেটা তুমি জান । কিন্তু আমার কাছে গোপন করেছে।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: আগে সালাম গরো এর্ফর বুঝি চাইয়্যুম নিউজের হতা !

১৭| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: আগে সালাম গরো এর্ফর বুঝি চাইয়্যুম নিউজের হতা !

১৮| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬

ডার্ক ম্যান বলেছেন: Assalamalaikum Biyain Shab

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২১

শায়মা বলেছেন: গানে গানে সালাম!!! কিমুন হতা!

১৯| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৮

জুল ভার্ন বলেছেন: আমার মনে হয়- এইডা কবিতা!

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: হা হা এইডা কবতে!!! মানে বিরক্ত হলে এমন লিখতে হয় ভাইয়ু! :P

২০| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তোমার ভাল্লাগেনা কবিতা পড়তে আমার ভাল্লাগছে।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২

শায়মা বলেছেন: তাই্তো দেখছি ভাইয়ু!!!! :)

সামিয়ামনিরও অনেক ভালো লাগেছে!!! :)

২১| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: হা হা কি ঠিক আছে ভাইয়ু??? :P

২২| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:




অষ্ট্রেলিয়াতেও শান্তি নেই?

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হা হা অস্ট্রেলিয়াতে শান্তি থাকবে না কেনো ???


তোমাকে আমার ভাল্লাগেনা
এক্কেবারেই ভাল্লাগে না,
দেখলে পরে নামটা তোমার
বিরক্তিতে কুচকে কপাল
চোখটা ফেরাই অন্যদিকে।


মানে নিকটা ...... :P

মানে সামুতে সেই নিক দেখলে এমন হয় আর কি......


কাজেই অস্ট্রেলিয়া রিলেটেড কাব্য নহে ভাইয়ুমনি!!! :)

২৩| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২৪

সোনাগাজী বলেছেন:





সরকারী কবির কমেন্ট মুছে দিয়েছেন? আমি কিন্তু উহা ৪/৫ বার পড়েছি।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৯

শায়মা বলেছেন: ৪/৫ বার পড়ে কি বুঝলে? বলতে পারবে??


আমি পারবো- :)


মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন সবখানেই সে অন্ধ থাকে। সে ধরেই নিয়েছিলো আমার আজকের কাব্যখানা তাকে উদ্দেশ্য করে লেখা। তবে এই কাব্য তো তাকে উদ্দেশ্য করে লিখিনি।

কিন্তু অন্ধ বিকৃত মানুষেরা একটা না একটা সময় তাদের বিকৃতপনা দেখিয়েই থাকে। সেটার প্রমান অবশ্য আমাদের কবিভাইয়ু আজ প্রথম না, সদা ও সর্বদা দেখিয়েই আসছে। তবুও পার পেয়ে গেছেন এবং যাচ্ছেন। :)


আজকের পোস্টে এবং এর আগের পোস্টে মস্তিস্ক বিকৃতির চরম প্রমান পাওয়া গেছে যা মুছে ফেললেও সারভাইবারে সযতনে তোলা রহিলো। :)

২৪| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৮

আজব লিংকন বলেছেন: র‍্যাপারা ডিসট্রাক বের করে। আপনি দেখি ডিস-কবিতা বের করে ফেলেছেন।
সাব্বাশ আপি। লেখাটা কিন্তু দারুণ হয়েছে। পুরা জায়গা মতো।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪১

শায়মা বলেছেন: হা হা ডিস কবিতা কি আমি জানিনা। তবে কিছুদিন আগে এই কাব্যখানা লিখেছিলাম কোনো এক বিরক্তক্ষনে। আজ প্রকাশ করেছি।


তবে এই কাব্য দেখে সকলের মনেই প্রশ্ন জেগেছে কে এই বান্দর কে কে কে??? :P

২৫| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৫৩

আজব লিংকন বলেছেন: সাসপেন্স।
প্লিজ... ভুলেও এই সাসপেন্স রিভিল কইরেন না। কাব্যটা লিখছেন একজনের জন্য কিন্তু ৪-৫ জন মনে করতেছে তাদের জন্য। মজাটা কিন্তু এইখানেই।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০৫

শায়মা বলেছেন: হা হা শুধু ভাবছেই তা না, একজনের একটু আগে পুরাই মস্তিস্ক বিকৃত হয়ে গেছিলো। তার কমেন্ট মুছে দিয়েছি চরম রকমের অসভ্যতার জন্য!

তবে সমস্যা হলো ওটাই। সেও ভেবেছে তাকে নিয়েই বুঝি এই অমূল্যবান কাব্য রচিত হইয়াছে। :P

২৬| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১৫

জনারণ্যে একজন বলেছেন: কবিতা ভালো হয়েছে।

ঠিক জানিনা কেন, কবিতাটা পড়ে বহুল প্রচলিত সেই "পাগলের সাঁকো নাড়ানো ঘটিত" বাংলা প্রবাদটা মনে পড়ে গেলো।

যাকে উদ্দেশ্য করে এই কবিতাখানি নিবেদিত হয়েছে, তার জন্য সমবেদনা। ফ্লার্ট করা দোষের কিছু নয়, তবে মাত্রা রেখে। মাথায় রাখা উচিত, ফ্লার্ট করতে যেয়ে আমরা আমাদের সীমা অতিক্রম করছি কিনা অথবা অন্যজনকে সবার সামনে অপ্রস্তুত করছি কিনা।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৩১

শায়মা বলেছেন: হা হা আমারও একটু আগে এই কথাটাই মনে পড়েছিলো ভাইয়া- পাগলের সাঁকো নাড়ানো প্রবাদটি।

লিখেছিলাম এক পাগল বা ছাগলের উদ্দেশ্যে তবে এত পাগল যে সাঁকো নাড়াবে সেটা বুঝিনি!!!

২৭| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ২:১৬

কামাল১৮ বলেছেন: রুমিন ফারহানাকে তারেক বলেছে এই কথা। ইউটিউবে অনেক দিন থেকেই ঘুরছে এই মিম।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৩২

শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক আর সেই মিমের কবিতা কেউ বুঝলো না!!!


হা হা :P

২৮| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:২০

সোনাগাজী বলেছেন:




উহা যে কবি নয়, সেটা আমি অনেক আগেই টের পেয়েছিলাম; এরা পড়েও কিছু বুঝে না; কাজ না করে জাতির টাকায় বেতন পায়।

১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫২

শায়মা বলেছেন: হা হা একটা কথা বলি ভাইয়া। "ব্লগার যখন কবি" এই নিয়ে যদি রম্য লিখি তো আমাকে ব্লগার কবিরা মারতে আসবে। যদিও আমিও ব্লগার কবি। অং এর সাথে বং লিখে দিয়ে আমরা সবাই কবি আমাদের এই কবির রাজত্বে। তবে হ্যাঁ আমাদের মাঝে লেখক সত্ত্বা বিরাজ করে বলেই আমরা লিখতে চাই । সামু ব্লগে আমরা লিখে নিজের আত্মতৃপ্তি পেয়েছি। লেখার উন্নতিও করেছি। আমাদের লেখক সত্বার স্ফুরণ ঘটাতে পেরেছি।

তাই বলে সেই সুযোগ নিয়ে আমি ক্রমাগত অশালীন ইঙ্গিতপূর্ণ কবিতা লিখে যাবো???
তাও আবার একজনের ছবি দিয়ে??
ছবি নিয়ে আপত্তি করলে সেই ছবিকে এআই দিয়ে বিকৃত করে?
অশালীন মন্তব্য করেই যাবো??? যেমন ক্রিকেট টিম বানাবো, মধ্যযুগীয় বর্বরতায় প্রেম করবো, আরও বিকৃত রুচির
ইগনোর করলে আরও বাড়বো??

পুরান পাগল বলে অনেককেই এইখানে পাত্তা পাই আমরা। তবে সেই সুযোগ নিয়ে বাড়াবাড়ি করলে তার ফল ভালো হয়না এটা আর যেই বুঝুক মস্তিস্ক বিকৃতিরা বুঝে না।

যদিও তোমাকে এসব বলছি বলে অনেকেই এসে বলবে তুমিও ব্যাঙ্গ করেই চলো মানুষকে লেখায় লেখায় সে জানি কিন্তু ব্যাঙ্গ আর গতরাতের ঐ অশালীন বিকৃত মন্তব্যের য ফারাক আছে তা যারা দেখেছে তারাই বুঝবে।

২৯| ১১ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫০

ক্লোন রাফা বলেছেন: কুল শা. আপ্পা , এত বিরক্ত হলে স্বাধীনতা ২.০ কিন্তু ফেরত নিয়ে নেবে‼️
বকবকানি তো বুঝতে পারলাম কিন্তু গকগকানি’টা কি⁉️ ব্যাখ্যা সহ ভাব সম্প্রাসারন করো।

১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: হা হা গকগকানী হলো রাগে পাগল হয়ে অবুঝের মত গাঁক গাঁক করা!!! :P

৩০| ১১ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৪

ছোট কাগজ কথিকা বলেছেন: বিরক্তি আর হতাশার অসাধারণ কাব্যিক প্রকাশ! শব্দের তীক্ষ্ণতা এবং ব্যঙ্গমিশ্রিত রসবোধ পোস্টটিকে আরও আকর্ষণীয় করেছে।

১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: হাসছি তোমার কথা শুনে। :P

আনন্দ বেদনা ভালোবাসায় হতাশায় মানুষ কাব্য লেখে। রেগে গিয়ে কম কম কবিরা কাব্য লেখে। আমার আবার রাগ লাগলে ছন্দ এসে যায়। আমি ছন্দে ছন্দে রাগ করবো এবার থেকে এটাই ভাবছি! :P

৩১| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৪৭

ঢাবিয়ান বলেছেন: আহহা কিছু বিনোদন মিস করলাম মনে হচ্ছে! কার কমেন্ট মুছলেন? কোন সে কবি ? কে উদোর পিন্ডি নিজের ঘাড়ে টানলেন ? =p~

১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৭

শায়মা বলেছেন: আহা তোমার সেই কমেন্ট দেখা হলো না তাই দুস্ক হচ্ছে না??

কেনো মুছলাম কেনো দেখলাম না!!! ভালোই তো কুটনা হয়েছো ভাইয়ু!!!

কুটনা হতে গেলে গোয়েন্দা হতে হয় । নিজে নিজে জেনে নিতে হয় আর সামনে সামনে জানতে চাইলে তো বোকা কুটনা হয়ে যাবে! :P

৩২| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১১

কালো যাদুকর বলেছেন: আমি বুঝছি কাকে বলেছেন। এত রাগ?
রাগ নামলেই আপনার নিঃশ্চইয় খারাপ লাগবে।
সে মানুষ ভাল।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: ছাই বুঝেছো!!!
সবাই সবার মত করেই বুঝেছে। আর তাই তো উপরে পাগলা কবি ছাগলা হয়ে ২২ নং এ আবোল তাবোল কমেন্ট করে বসলো! যেটা আমাকে মুছে দিতে হলো !

তবে হ্যাঁ ছবি আপুর সাথে কথা বলার সময় লিখেছিলাম বলে সব সত্যিটা ছবি আপুনি জানে। হা হা হা
ছবি আপু বলে দিলে কিন্তু ভালো হবে না!

রাগ না আসলে বিরক্ত লাগে মানুষের বোকামীতে। বয়স হচ্ছে তো!!!! :)

তোমার ভালোমানুষ কে আমি জানিনা আর ভালোমানুষরা আসলে হয় বোকা মানুষ। তাই তো লিখেছি এই কবিতা। :)

৩৩| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার বক্তব্য নিয়ে অন্য সময় বলবো, যদি সময় পাই। আমি মনোযোগ দিয়ে ছন্দে আপনার দক্ষতা লক্ষ করছিলাম। ছন্দে হয়ত আপনার পুঁথিগত অধ্যয়ন নাই, কিন্তু আপনার বাস্তব জ্ঞান খুবই ঋদ্ধ। আমি মুগ্ধ।

খেয়াল করুন, প্রথম লাইনটা - 'আমাকে' না বলে 'আমায়' বললে কথাটা আরও গতিশীল হয়।

শুভেচ্ছা রইল আপু।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন:
তোমায় আমার ভাল্লাগেনা
এক্কেবারেই ভাল্লাগে না,
দেখলে পরে নামটা তোমার
বিরক্তিতে কুচকে কপাল
চোখটা ফেরাই অন্যদিকে।


ভাইয়া এমন করে??

যাইহোক আসল কবিতাটা ছিলো তোকে আমার ভাল্লাগেনা এক্কেবারে ভাল্লাগে না হা হা হা তুমি কি ভেবেছো বিরক্ত আর রাগে কাউকে আমি তোমাকে আর তোমায় বলবো!!!!!!!! লিখেছিলাম তুই তুই করে ! আর সেটা ছবি আপুনির সাথে কথা বলতে গিয়ে স
সাথে সাথে অবলীলায় যেমন লিখি কবিগান মার্কা ঐ স্টাইলে।


থ্যাংক ইউ ভাইয়ামনি !!! তুমি আমার অংবং কাব্যকেও এত মূল্য দাও। :)

৩৪| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খেয়াল করুন, প্রথম লাইনটা - 'তোমাকে' না বলে 'তোমায়' বললে কথাটা আরও গতিশীল হয়।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৬

শায়মা বলেছেন: ওপস উল্টা পাল্টা হয়ে গেলো

তোমায় আমায় ভাল্লাগেনা ?? :(

এমন হবে?

নাকি তোমায় আমার ভাল্লাগেনা

এমন হবে???


নাকি তোমাকে আমায় ভাল্লাগেনা.....


কোনটা হবে ভাইয়ু!!! :(

৩৫| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৭

সোনাগাজী বলেছেন:



সোনাবীজ এসেছেন আপনার কবিতা রিপেয়ার করতে! উনার কবিতা কয়জনে পড়েন?

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: হ্যাঁ আজকাল সামু ব্লগে ব্লগারস কমেছে।

কবি ও কবিতার পাঠকও কমেছে।

তবে তুমি বোধ হয় জানোনা সোনাবীজ ভাইয়া কিন্তু অং বং কবি নহে। আমাদের এই ব্লগে যে কজন শিক্ষিত কবি আছেন তাদের মাঝে সোনাবীজ ভাইয়া একজন।
সোনাবীজ ভাইয়া ২০০৮ থেকে এইখানে লিখছে তারও আগেই তার বই প্রকাশিত হয়েছিলো।

সবচেয়ে বড় কথা সোনাবীজ ভাইয়া আমার গুরু। আমি যখন কবিতা লিখতে শুরু করি তখন অনেক কিছুই বুঝতাম না সোনাবীজ ভাইয়া সে সব ঠিক করে দিতেন, শিখিয়ে দিতেন। পলাশমিয়া নামে একজন স্বভাব কবি ছিলেন তিনি আধ্যাত্মিক স্টাইলে আনন্দময় সব কবিতা লিখতেন। তার প্রেরনাতেই আমি অং এর সঙ্গে বং লেখা শুরু করি। তারপর এক্সপেরিমেন্টের মত কিছু কাব্য লিখেছি কখনও অনেক মন দিয়ে, কখনও শুধু যা মনে আসে তাই দিয়ে।

সোনাবীজভাইয়া শুধু কবি নন, তিনি অনেক বড় মনেরও মানুষ, একজন নিভৃতচারী, সহজে গন্ডগোলে জড়িয়ে পড়ে না তাই তুমি তাকে চিনতে পারোনি ভাইয়া। ভাইয়ার কাছে তার সময়ের মূল্য অনেকখানি। তাই অযথা অকারণ ঝগড়াঝাটি মারামারিতে ভাইয়া সময় নষ্ট করে না।

ভাইয়ার এই ব্লগে অনেক কবিদের কবিতাই রিপেয়ারের ক্ষমতা আছে। তবুও নাক গলানো স্বভাব নেই। ভাইয়ার সাথে আমার অনেকদিনের জানাশোনা আর ভাইয়া চান আমি আরও ভালো লিখি তাই বলেছেন। আমার লেখা প্রথম বইমেলায় ছাপার স্মৃতি ভাইয়াই আমাকে দিয়েছিলো তাই আমি তার কাছে কৃতজ্ঞ আর একটা কথা বলে রাখি আমি একজন কৃতজ্ঞ মানুষ।

৩৬| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৪

আমি সাজিদ বলেছেন: বিদেশিনীকে বাদ দিয়ে পোস্টে বাঙালি ললনার ছবি দেওয়া যায় কি?

৩৫ নাম্বার মন্তব্য কি উস্কানিমূলক নয়?

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৬

শায়মা বলেছেন: তাইলে যাই আমিই একখানা মুখ বাঁকা ছবি তুলে আনি!! :)

উস্কানি যাকেই দেওয়া যাক আমাকে দেওয়া যায় না।

আমার মাথা সাপের রক্তের মত ঠান্ডু!!! :)

৩৭| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৪

অপু তানভীর বলেছেন: তারে কি পাঠায়ে দিব কবিতা খানা ?
বল তো পাঠায়ে দিই । অবশ্য তুমি যে তারে নিয়া লিখছো সেটাতেি সে খুশি ! ;)

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৯

শায়মা বলেছেন: সে কেনো আসে না আমার ব্লগে....

তারে বলে দিও !!!!!!!!! :)
ঐ ভেন ভেন না শুনে মন রাগে না
তারে বলে দিও !!!!!!!!! :)
সে কেনো আসে না আমার ব্লগে....
লগ ইন করে না সামু ব্লগে....

গা মা পা
মা গা রে
সা রে মা
গা রে গা
রে সা রে
সা নি সা
:P

৩৮| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২০

ডার্ক ম্যান বলেছেন: সোনাগাজী বলেছেন: সোনাবীজ এসেছেন আপনার কবিতা রিপেয়ার করতে! উনার কবিতা কয়জনে পড়েন?

আপনি রাজনীতি রিপেয়ার করতে চান, আপনার ইউনুস সাহেব দেশ রিপেয়ার করতে নামছেন, আর সোনাবীজ ভাই কবিতা রিপেয়ার করতে নেমেছেন ।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: সোনাবীজভাইয়া কবিতার গুরু।

সে কথা এখনকার অনেকেই জানে না।

কারণ এখন আমাদের ব্লগে কবিতা ও কবিতার পাঠক নেই বললেই চলে। :(

আর ইদানিং তো গল্প কবিতার নাম গন্ধও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুই রাজনীতি আর লেজ টেনে ধরা কপকপানি কচকচানি ওরোফে কপচানি! :)

তো তোমার তো বিপদ হলো । মানে সেই মান্না দে র গানা-

আমার এক দিকে শুধু তুমি (সোনাবীজ ভাইয়ু) পৃথিবী ( সোনাগাজী) অন্য দিকে
আমি কাহারই দিকটা নেবো!!!! :P

৩৯| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩০

সোনাগাজী বলেছেন:





আমি সোনাবীজের কবিতা পড়েছি, গান শুনেছি ও গল্প পড়েছি; শুধু বইটা পড়া হয়নি; উনার ১ম লেখfা পড়ে আমি ভেবেছিলাম যে, উনি সরকারী চাকুরীতে আছেন।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া তো শুধু একটা বই লিখেনি।

কবিতা আর গল্প লেখা অনেক পুরান শখ ভাইয়ার তবে গান ইদানিং পোস্ট করছে।


আমার গুরু হবার পরেও অনেক পরে আমি জেনেছিলাম ভাইয়া আসলে ঠিক কোন ধরনের চাকুরীতে আছেন।

যা ভাইয়াও বলতে চাননা আমিও তাই বলবো না।

সব পারসোনাল ইনফো তো ব্লগে দেওয়া উচিৎ না। তুমি কি করো কোন পেশায় আছো কিছুই তো মনে হয় জানিনা আমরা! :(

সবাই বলে রিটায়ার্ড লাইফ পাস করছো!

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪০

শায়মা বলেছেন: ওহ সোনাবীজ ভাইয়ার নতুন নিক। তার পুরান নিকের খবর মনে হয় তুমিও জানোনা! :)

৪০| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৬

ডার্ক ম্যান বলেছেন: শায়মা বলেছেন: সোনাবীজভাইয়া কবিতার গুরু।

আমার মনে হয় শুধু কবিতা না অনেক কিছুর গুরু।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪১

শায়মা বলেছেন: তাহা বটে তাহা বটে!!!

আমাদের অনেকেরই অনেক প্রিয় মানুষ এবং ব্লগার সোনাবীজ ভাইয়া।


কিন্তু তুমি কাহারই দিকটা নেবে!!

মানে মান্না দের গানের ভাষায়...... :)

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৪

শায়মা বলেছেন: এই যে গানটা

৪১| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫২

সোনাগাজী বলেছেন:



আমি ইন্জিনিয়ার ছিলাম, বাংলাদেশে "ডেনিডা"র প্রজেক্টে ও ১ বছর সরকারী চাকুরী করেছি; এরপর আমেরিকা ও ইউরোপের ২/১টা কোম্পানীতে চাকুরী করেছি, এখন রিটায়ার্ড। সোনাবীজ ও খায়রুল আহসান সাহেব উনাদের চাকুরী নিয়ে কথা বলেন না; আপনি শিক্ষকতা করেন, কবি ফাতেমা সরকারী ব্যাংকে কাজ করেন।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৫

শায়মা বলেছেন: আমার বাবাও একজন ইঞ্জিনীয়ার। মেকানিকাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ২০১০ এ মারা গেছেন। সোনাবীজ আর খায়রুলভাইয়া চাকুরী নিয়ে কথা বলেন না নিশ্চয় কোনো ব্যক্তিগত কারণে। কাউকে ধরে বেঁধে জোর করে বলানোর তো দরকার নেই অনলাইন প্লাটফর্মে তাইনা?? :)

৪২| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২২

ডার্ক ম্যান বলেছেন: তোমার দেয়া গানটা নিরামিশ

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: সেই নিরামিশের চক্করে পড়েছো বলেই তো গানটা দিলাম!!! :)

৪৩| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৭

ডার্ক ম্যান বলেছেন: আমি তো কত আগেই নিরামিশের চক্কর থেকে বেরিয়ে গেছি

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: তাই নাকি!!!!

গুড গুড ভেরি গুড !!!


আজ কি কি আমিষ রাঁধলে??

৪৪| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩২

কোমলমতিরপ্যাদানি বলেছেন: সন্দ করি, কবিতাখানি তাকে ঘিরেই আবর্তিত যাকে অনেক ব্লগাররাই পাগল ভেবে এড়িয়ে চলে আর সেই-ই বোধহয় বেশ আনাগোনা করছে।

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: আরে!!! এত সন্দেহের কি!!!!

বিরক্তি কবতেখনা কেমন হয়েছে সেটাই পড়ো!!! সেটাই ভাবো!!! :)


মানে আমার কাব্য প্রতিভা!!!!!!!! :) :) :)

৪৫| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮

আমি সাজিদ বলেছেন: সোনাগাজী যদি কিছু মনে না করেন, উনাকে আমার প্রশ্ন :

আপনি কি চার বছর পড়াশুনা করা ইঞ্জিনিয়ার নাকি এক বছর দেড় বছরের ট্রেনিং / কোর্স করা?

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: অনেক আগে বুয়েটের নাম ছিলো EPUET। মানে স্বাধীনতা যুদ্ধের আগে। আমিও ভাইয়াকে জিগাসা করতে চেয়েছিলাম ভাইয়া কি সেথা থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছিলো নাকি অন্য কোথাও থেকে।

৪৬| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০২

ডার্ক ম্যান বলেছেন: একটা কবিতা রাধলাম। মানে রেকর্ড করলাম

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: শোনাও দেখি......

আমিও একখানা কবতে রাঁধছি ...... কেবল ফোড়ন দিলাম শুনবে???

আচ্ছা শোনো মানে পড়ো -

এমন বোকাও হয় কি মানুষ!
নিজের গায়ে ঝোল টেনে নেয়!
লাফ দে ওঠে, বেষম ছোটে
বন বাদাড়ে হেথায় হোথায়!

থুবড়ে পড়ে মাটির উপর
গুমরে মরে নিজের মনে
কামড়ে ধরে যা যেখানে
লেংড়ে চলে ........


মানে ঐ বেক্কল কমেন্টারের মন্তব্য ভাবছিলাম আর মনে মনে লিখছিলাম। ছুটি তো নাই কাজ খই ভাঁজ!!! :)

৪৭| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১

আমি সাজিদ বলেছেন: বন বাদাড়ে হেথায় হোথায়
মানে টা কি?

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৬

শায়মা বলেছেন: মানে পাগলা ঘোড়া যখন ঘোড়ার ডিম পাড়ে তখন দিগবিদিগ জ্ঞানশূন্য হয়ে বন বাঁদাড়ে ছোটে.... :P


তাহাকেই হেথায় হোথায় বলেছি! হা হা

৪৮| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১২

ডার্ক ম্যান বলেছেন: ওয়েট । তোমার মেইলে পাঠাচ্ছি

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: কেনো!!!

এইখানে পাঠালে ভুই লাগে আমিরখান ভাইয়ু!!!!!!!!! :P

৪৯| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২

ডার্ক ম্যান বলেছেন: জি। আমি ভীষণ ভিতু ।
আগের মেইল কি একটিভ নাই।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: আছে তো!!!

জবাব দিলাম!!!


হা হা ঐ সেই মেইল তো ভুল করে চলে গেছিলো!!!!!!!!

স্বপ্নেও ভাবিও না তোমাকে পাঠাইছিলাম আমির খান ভাইয়ু!!!!!!!! হা হা হা

৫০| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:


@সাজিদ,

আমি আমেরিকার PACE ও NJIT'এর ছাত্র, সর্বমোট ৬ বছরের কোর্স, ব্যাচেলর ও মাষ্টার্স।

আপনি কি পড়েছেন, আমার জানার দরকার নেই; আমি আপনার লেখা গার্বেজ মাঝে মাঝে পড়ি।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: ভাইয়া আমি তোমাদের দুজনের কমেন্ট দেখে হাসছি আর ভাবছি ঝগড়াঝাটি ব্যঙ্গ বিদ্রুপ কোন ইউনিভারসিটি থেকে শিখলে? :P

৫১| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৫

আমি সাজিদ বলেছেন: সোনাগাজী, আমার লেখা গার্বেজ হতে পারে।
তবে
আপনার চিন্তা ভাবনা, লেখা, আচরণ, সবই গার্বেজ।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৭

শায়মা বলেছেন: হাহাহা হা হা হা যেমন কমেন্ট তেমন জবাব! :P

৫২| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৯

ডার্ক ম্যান বলেছেন: আহা। কেন যে ভুল করে সব ভালো জিনিস আমার কাছে চলে আসে৷

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: ভুল করার কারণ ছিলো আমার ইমেইল আর তোমার ইমেইল একই টাইপ নাম তাই....

বুঝা যাচ্ছে বেশি সুখে আছো তাই আনন্দধারা বহিছে মনে ....

৫৩| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

কোমলমতিরপ্যাদানি বলেছেন: সাজিদ সাহেব, গাজীর চিন্তা, চেতনা, জ্ঞ্যান,মননকে গার্বেজ বলিয়েন না কারণ হেতির জ্ঞান আইনস্টাইনেত্তেও বেশি ।

আইনস্টাইন তো এই পৃথিবীতে অনেক পরে ডাউনলোড হইতে চাইছিল। একদিন হঠাৎ মহাপ্রভুর কাছে রক্ষিত ডাউনলোডেবল কিছু মানুষের আইকিউর মধ্যে সোনাগাজীর আইকিউ দেখে সে চমকে উঠে। প্রভুর কাছে সে আরজি জানায়, এই মালের সাথে একই সময়ে যেন তাকে পৃথিবীতে ফিক্কা ফেলা না হয়। তাই আইনস্টাইন সোনাগাজীর আগে এই ধরাধামে আগমন করে।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৫

শায়মা বলেছেন: এইটা কি নিক !!!

হতে হত কোমলমতি পন্ডিত!!! :)

৫৪| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪০

কালো যাদুকর বলেছেন: আমি তো ভাবছিলাম আমার অনুমান ঠিক। আপনে এখন দেখি উল্টো সুর নিলেন। তাহলে কে? হিন্টস দেন ।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৬

শায়মা বলেছেন: হতেও পারে তোমার অনুমান ঠিক!!! কাকে অনুমান করেছিলে বলোনিতো ভাইয়ু!!!

৫৫| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা ভালো হয়েছে। তবে আরেকটু গুরুত্ব দিয়ে ঘষামাজা করলে সুকুমার রায় পর্যায়ের হয়ে যেত।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৭

শায়মা বলেছেন: সুকুমার রায় হবো কেনো???

বিরক্তিতে কাব্য লিখে আমি হবো বিরক্তকুমারী অথবা রাগকুমারী।

৫৬| ১২ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৮

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: বাসায় এমন এক ঝামেলা বেঁধেছে যে পূজার শাড়িটা পরে আর এবারে কাঁশফুলে যাওয়াই হলো না।

আচ্ছা পূজায় নতুন শাড়ি কিনেছো, তাইতো?
তাহলে সেই শাড়ি পরে ছবি দাও, দেখি কেমন।

শায়মাপু তুমি এখনো একদম বাচ্চা :)
এরকমই শিশুসুলভ থেকো।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৩

শায়মা বলেছেন: ওকে ওকে একটু পরে শাড়ি পরে ছবি তুলে আনছি!

কিন্তু এইখানে সেই ছবি দেওয়া কি ঠিক হবে!!!

যদি চাপাতি নিয়ে কেউ দৌড়ে আসে!!! :(

হা হা হা মিররমনি বিশ্বাস করো সেই শাড়ি আমার তোমাকে দেখাতে ইচ্ছা করছে। বিশ্বরঙের মা দূর্গা মুখের শাড়ি। কি যে সুন্দর দেখতে !! মানে দূর্গা দেবীকে আমার খুবই সুন্দর লাগে। তার মুখের ছবি আঁকা দেখে আমি তাই পাগল হলাম!!!

তারা আমাকে ভালোই চেনে তাই তারা আমাকে সেই শাড়ি উপহারই দিয়ে দিলো। জানো তারা আমাকে দিদি দিদি করে ডাকে! হা হা হা


আর আমি আসলেও বাচ্চা কিনা জানিনা তবে আমার ধারণা বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমার ভালোলাগা বা আনন্দের বিষয়গুলোতে বাচ্চাদের পছন্দ অপছন্দ যোগ হয়েছে। আর যেহেতু আমাকে কেউ পলিমার ক্লে নিয়ে দিনরাত খেলতে থামায় না বা মা দূর্গার ছবি বুকে আঁকা শাড়ি পরতেও বাঁধা দেয় না মানে বাসা থেকে এমন কোনো বাধ্য বাধকতা নেই কাজেই আমি আর বড়ই হই না। :P

৫৭| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৩

কোমলমতিরপ্যাদানি বলেছেন: লেখক বলেছেন: এইটা কি নিক !!!

হতে হত কোমলমতি পন্ডিত!!!


``` ব্লগের বিশিষ্ট কোমলমতি বিশেষজ্ঞকে ঠ্যাঙ্গানোর জন্য এই নিক।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৬

শায়মা বলেছেন: হা হা সে কি আর আমি বুঝিনি!!!

এত বছর ব্লগে থেকে ব্লগবুড়ি হতে চলেছি।

তবে কোমলমতিদের ঠ্যাঙ্গানীতে কঠিনমতিদের কিছুই হয় না!! এমনটাই জানি!! :||

৫৮| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২০

কোমলমতিরপ্যাদানি বলেছেন: লেখক বলেছেন: কোমলমতিদের ঠ্যাঙ্গানীতে কঠিনমতিদের কিছুই হয় না!! এমনটাই জানি!!


ঁ যার কথা বলছি, সে অবশ্য শুধরাবার নয়। তবুও কিছু দৌড়ানি না দিলে ব্লগ এমনভাবে নস্ট করে রাখবে যে প্রিয় পদচারণার অবকাশটুকুও থাকবে না।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৯

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়াকে কতবার কতজনে দৌড়ানি দিলো!!!!!!!!!!!!! :P

তবুও ভাইয়া হুইলচেয়ার নিয়ে বসিয়াই রহিলো!!!!

থাক আমিও চাই ভাইয়া থাকুক। তবে আমিও ভাইয়ার উপরে অনেককককককককককককককক রেগে গেছিলাম অনেককককককককককককক বার বার বার!


তবে ভাইয়া যেমন জবাব দেবে তার উত্তরও সেইভাবে দিয়ে দিলে ব্লগের পরিবেশ নষ্ট হতে পারে বটে তবে ভাইয়া নিজেই বুঝবে যত ধান তত চাল! হা হা হা

তবে একটা কথা সত্য ভাইয়া ব্যাঙ্গ করে বটে কিন্তু আমার এই পোস্টে ২২ নং এ অন্য একজন ব্লগারের যে অশালীন কমেন্ট ছিলো তা দেখলে তুমি প্যাদানী ঠেঙ্গানি না অজ্ঞান হয়ে যেতে।

৫৯| ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৩

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: কিন্তু এইখানে সেই ছবি দেওয়া কি ঠিক হবে!!!

যদি চাপাতি নিয়ে কেউ দৌড়ে আসে!!!


তা কেনো! তুমিতো দাও, কে কি ভাবলো কি যায় আসে।
দিও দেখবো।

লেখক বলেছেন: কিন্তু আমার এই পোস্টে ২২ নং এ অন্য একজন ব্লগারের যে অশালীন কমেন্ট ছিলো তা দেখলে তুমি প্যাদানী ঠেঙ্গানি না অজ্ঞান হয়ে যেতে।

কি ছিলো সেটা? মিস করেছি।


১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

শায়মা বলেছেন: আরে দেই তো। কিন্তু শাড়িতে যে মা দেবীকে আঁকা! :(


আর সেই কমেন্ট আর দেখে কাম নেই। মানুষ পাগল হলে কত কিছুই বলে আর পাগলে কিনা বলে!!!

তবে পাগলকে মেন্টাক হসপিটাল পাঠানো আমাদের গুরু দায়িত্ব !!! :)

৬০| ১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

মিরোরডডল বলেছেন:





কিন্তু শাড়িতে যে মা দেবীকে আঁকা!

তো???
তুমি ব্যাখ্যা দিতে বাধ্য না, তোমার ভালো লেগেছে তুমি পরবে।

আর সেই কমেন্ট আর দেখে কাম নেই।

সেটা বুঝলাম কিন্তু কি নিয়ে ছিলো, যে মুছে দিতে হলো?
হিন্টস দাও।

সামুর অনেক কিছুই এখন মিস হয়ে যায়।

১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক ....... তাই তো কব্বো!!! ফোটো তুলে নো পাত্তা!!! :)




হিন্টস হলো আমার এই কাব্য দেখে তিনি ভাবলেন তাকে নিয়েই লিখেছি কারণ তিনিও প্রায় দুই যুগ ফেউ এর মত লেগে আছেন আমার পিছে। যেটা আমি আসলে ভুলে গিয়ে অন্য এক ফেউ নিয়ে লিখেছিলাম যে আরেকজনের পিছে লেগে আছে।

তবে চোরের মন পুলিশ পুলিশ আর ফেউ এর মন আমি আমি মানে সে সে ..... :P

তিনি তাই প্রায় এই দুই যুগের তার মহা সাধনার এমন করুন পরিনতি আমার কাব্যে দেখে পাগলা হয়ে গেলেন আর নিজের কথা মনে করাইয়া দিলেন যে তিনি নিজেও একজন ফেউ...... :)

১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: মিররমনি ফেউ এর কান্ড দেখে আলেত্তা কাব্য লিখেছি...... সেটা কি প্রকাশ কব্বো নাকি এইখানে মন্তব্যে দেবো!!! :)

৬১| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭

কোমলমতিরপ্যাদানি বলেছেন: কমেন্ট মুছার যাতনা সইতে না পেরেই সম্ভবত উনি গতকল্য উদাসী মন নিয়ে পরকালের কথা ভাবতে আছিলেন।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৪

শায়মা বলেছেন: হা হা হা কোমলমতি তোমাকে কি আমি চিনি??? :P


অবশ্যই চিনি তাইনা??

৬২| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৭

কোমলমতিরপ্যাদানি বলেছেন: :P

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: থাক থাক লজ্জা পেতে হবেনা !!!

৬৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দুলোভাইয়ার সাথে রাগ করিয়া কবিতা লেখার তেব্র পরতিভাদ ঝানাই।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৬

শায়মা বলেছেন: ইহা দুলাভাইর জন্য কবতে না।


একজন ফেউ মানবের জন্য!

৬৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: যাকে উদ্দেশ্য করেই কবিতাটা লেখা হোক না কেন, তাকে আপনার ভালো না লাগলেও ভালো না লাগার কথাটা তো বেশ সুন্দর করেই বলে গেলেন।
আমি আশা করবো, তিনি কবিতার কথাগুলোকে হৃদয়ংগম করে এবং তা সম্মান করে এর পর থেকে তিনিও সুন্দর ও শালীন আচরণ করবেন। ব্লগারদের মাঝে পারস্পরিক সম্মানবোধ এ ব্লগটাকে আরও সুন্দর ও দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। অন্যথায়, যবনিকাপাতের সময় এসে যাচ্ছে।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৬

শায়মা বলেছেন: আমি তো মিষ্টভাষী ভাইয়া। তবে অনেকে বলে মিছরির ছুরি আর চাঁদগাজী ভাইয়া বলেছে আমি নাকি হা হা ভাইয়ামনি করে তাকে ভিকটিম বানাই! সেটা শুনে আমি আসলেই হা হা হা হা ....


ভাইয়া উদ্দেশ্য যাকেই করে লিখি না কেনো সেটা বিরক্তি থেকে লিখেছিলাম। সে এই কবিতাও বুঝবে বলে আশা করি না। কারণ গর্ধবেরা কিছুই বুঝে না.....

৬৫| ১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিরক্তির ফল ভালো হয়েছে আপু

খুব সুন্দর।

আমারও ভাল্লাগে না তোমাকে এমন কবিতা লিখতে ইচ্ছে করে

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

শায়মা বলেছেন: লেখো লেখো লেখো .......

শিঘরী লেখো আপুনি!!!!

৬৬| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১

করুণাধারা বলেছেন: তুমি সুন্দর.... শায়মা

ঠিক বলেছি না? ;)

দ্যাখো লগইন করলাম শুধু তোমার পোস্টে মন্তব্য করার জন্য! দারুন কবিতা! লাইক ইউ! B-)

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: না ঠিক বলোনি!!!!

হা হা

তুমি সুন্দরও নিজেকে বান্দর ভেবে অনেক বেশি বান্দরামী করে ফেলেছিলো।

আসলে তাকে নিয়ে লিখিনি....... একজন ফেউ মানবকে নিয়ে লিখেছিলাম। যার নির্বুদ্ধিতা দেখে বিরক্ত হয়ে।

কিন্তু মানুষজন উল্টা ভাবছে।
কবিতার মর্মার্থ বুঝাতে ব্যার্থ হয়েছি!!! :(


:P

৬৭| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৯

শার্দূল ২২ বলেছেন: হাহাহাহ কার উপর এমন রাগ উঠলো তোমার? এখনো কি ইনবক্সে জালায় নাকি মানুষ? আরেকটা কবিটা পোস্ট করে যাকে ভালো লাগে, যে তোমাকে জালায় সে জ্বলে পুড়ে মরুক।


কেমন আছো? আজকাল কোথায় থাকো? কম আসো নাকি? আমি লগইন না হলেও মাঝে মাঝে চোখ বুলিয়ে যাই। কিনতু বিরক্তিকর পোস্ট বেশি দেখি বলে লগইন হইনা।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: আমি ভালোই থাকি তবে আসলে আমি খুব একটা ভালো আছি কিনা জানিনা। হঠাৎ করে আমার আশেপাশের মানুষেরা একটু ঝামেলায় আছে বা ভালো নেই। এই কারণে একটু কম কম আসছি মনে হয়। তাছাড়া স্কুলের ঝামেলা তো আছেই। প্রগ্রেস রিপোর্ট রাইটিং টাইম। নানান ঝামেলা।

হ্যাঁ আজকাল মনে হয় লেবু বেশি চিপে তিতা পোস্ট বেশি আসছে তাই ব্লগের মজাটাই হারিয়ে যাচ্ছে।

আর দূর্ভাগ্য হায় যাকে নিয়ে লিখেছিলাম সেই ফেউ মানবকে কেউ চিনলো না!!! :(

লিখেছিলাম নিয়ে এক ফেউ
কিন্তু দেখি তাহার নামটা বুঝলো নাতো কেউ.... :(



হা হা হা নামটা তোমার কানে কানে বলে দেবো ওকে??

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: ওহ হ্যাঁ যাকে ভালো লাগে তাকে নিয়ে লিখবো????


কাকে নিয়ে লিখবো বলোতো??? :)

৬৮| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৮

জটিল ভাই বলেছেন:
আপনার এই ছড়া পাঠ করিয়া মর্ম অবগত হইয়া ছোট্টবেলার এক উপ-কাব্য মনে পড়িয়া গেলো :P

নানিগো নানি
ভাল্লাগে না,
কাঁচা মরিচ
ঝাল লাগে না!

দেওরা দিছে কসকো সাবান
ভাউরা দিছে কইয়া,
কি পিড়িতি করলাম আমি?
কলা ক্ষ্যাতো বইয়া!
=p~

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১১

শায়মা বলেছেন: থু থু থু


এইটা আবার কি গানা!!!!!!!!! :-P

৬৯| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৯

শায়মা বলেছেন: :)

আরও কয়েকটা লিখেছি আরও আরও সুন্দর!!! :)

৭০| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ লেখাগুলিও প্রকাশ করা হউক। :)

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: এইখানে কব্বো নাকি সেইখানে মানে সামনের পাতায়??

৭১| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই পোস্টে না, নতুন পোস্টে দেন। তাহলে সবার নজরে আসবে সহজে।

এই পোস্টের প্রচ্ছদের ছবিতে বিদেশী এক কুটনির ছবি না দিয়ে আপনার নিজের ছবি দিলেও চলতো।

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৩

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে দিত্তি......

তবে নেক্সট কাব্যে তোমার মত কুটনার ছবি দেবো কিনা ভাবছি!!! :)

৭২| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: কবিতার বিষয় বস্তু কিছু বুঝি নাই । তবে ওইটা মানে পি.... খুব ভালো লাগচ্ছে। :P

২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫

শায়মা বলেছেন: পি কি পিকচার????

বালা লাগিলে বালা ......

না লাগিলেও বালা ........

আসল কথা উনি একজন বালা মানে বালিকা......

নাচো তো দেখি বালা নাচো তো দেখি ...... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.